Shreyas Talpade: ‘শরীরে কী ঢুকিয়ে দিয়েছে জানি না...!’, হার্ট অ্যাটাকের সঙ্গে করোনা ভ্যাকসিনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন শ্রেয়স তলপড়ে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Shreyas Talpade on Covid19 Vaccine: শ্রেয়সের অনুমান, তাঁর হার্ট অ্যাটাকের সঙ্গেও করোনা ভ্যাকসিনের সম্পর্ক থাকতে পারে।
advertisement
advertisement
লেহরে রেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স তলপাড়ে বলেন, তাঁর হার্ট অ্যাটাকের সঙ্গে করোনা ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই, এ কথা বুক ঠুকে বলতে পারবেন না তিনি। অভিনেতার কথায়, “আমি মাসে একবার কী বড়জোর দু’বার মদ্যপান করি। গুটখা বা সিগারেট খাই না। অন্য কোনও নেশাও নেই। হ্যাঁ কোলেস্টেরল একটু বেশি ছিল। তবে আমাকে বলা হয়েছিল, আজকের দিনে এটা খুবই স্বাভাবিক”।
advertisement
advertisement
advertisement
অকাট্য প্রমাণ খুঁজে বের করতে চান শ্রেয়স: করোনা ভ্যাকসিন নিয়ে সন্দেহ রয়েছে অভিনেতা শ্রেয়স তলপড়ের। সে কথা গোপনও করেননি তিনি। অভিনেতার স্পষ্ট কথা, “ভ্যাকসিনের নামে আমাদের শরীরে কী ঢুকিয়ে দেওয়া হয়েছে, কেউ জানে না। ভ্যাকসিন কোম্পানির উপর আমাদের সবার বিশ্বাস রয়েছে। কিন্তু ভ্যাকসিন শরীরে কীভাবে প্রতিক্রিয়া করছে সে সম্পর্কে আমার কাছে কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই। তাই এখনই কিছু বলা উচিত হবে না। তবে করোনার ভ্যাকসিন আমার শরীরে কী প্রভাব ফেলেছিল, সেই সম্পর্কে আমি বিশদে জানতে চাই”।