অমিতাভ বচ্চন-আমজাদ খান, হেমা মালিনী-জয়া বচ্চন কেউই নন, ধর্মেন্দ্র এই ছোট্ট ‘চরিত্র’-কেই ‘শোলে’-র আসল নায়ক মনে করেন, বলুন তো কে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
১৯৭৫ সালের ছবি। ২০২৫ সালে এসে তার সগৌরবে ৫০ বছরের যাত্রা পূর্ণ হল। সেই উপলক্ষ্যে শোলে-র এক রিস্টোরড ভার্সনের প্রিমিয়ারও হল ইতালিতে। আর ছবির অন্যতম নায়ক ধর্মেন্দ্র ভাগ করে নিলেন তাঁর মনের কথা ছবিটিকে নিয়ে।
১৯৭৫ সালের ছবি। ২০২৫ সালে এসে তার সগৌরবে ৫০ বছরের যাত্রা পূর্ণ হল। সেই উপলক্ষ্যে শোলে-র এক রিস্টোরড ভার্সনের প্রিমিয়ারও হল ইতালিতে। আর ছবির অন্যতম নায়ক ধর্মেন্দ্র ভাগ করে নিলেন তাঁর মনের কথা ছবিটিকে নিয়ে। ই-টাইমসকে ছবির রেস্টোরেশন প্রসঙ্গে ধর্মেন্দ্র জানান, সম্পর্কে তিনি বলেন, ‘‘ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন এতে প্রাণ সঞ্চার করেছে।’’ (Photo: IMDb)
advertisement
ছবিতে তাঁর প্রিয় দৃশ্য সম্পর্কে বলতে গিয়ে ধর্মেন্দ্র বলেন, ‘‘মানুষ ট্যাঙ্কের দৃশ্য এবং মন্দিরের দৃশ্য খুব পছন্দ করে। তবে, আরও কিছু দৃশ্য আছে যা আমি খুব পছন্দ করি।’’ ধর্মেন্দ্র বলেন, ‘‘শোলেতে আমার প্রিয় দৃশ্য যেখানে অমিতাভ বচ্চনকে মরতে দেখা যায়। যেখানে জয় মারা যায়, সেখান থেকে জীবন সম্পূর্ণ এক অন্য মোড় নেয়। এটা একটা দুর্দান্ত দৃশ্য। দুই বন্ধুর আবেগ বেরিয়ে আসে।’’ (Photo: IMDb)
advertisement
advertisement
ধর্মেন্দ্র তাঁর অন্য ছবি এবং চরিত্র সম্পর্কে তুলনা টেনে বিষয়টা ব্যাখ্যা করেন, ‘‘প্রতিজ্ঞা-তে আমি ওই চরিত্রের মতো দেখতে। ওম প্রকাশের সঙ্গে চুপকে চুপকে ছবিতে পেয়ারেলালের ভূমিকায় যখন আমি হিন্দিতে কথা বলতাম, তখন আমি ওর মতো দেখতে, ধর্মেন্দ্র নয়। আমি দেখেছি যে অন্যান্য অভিনেতারা তাঁদের মতো একই রকম দেখতে থেকে যান। কিন্তু আমি চরিত্রে প্রবেশ করে যাই। আমার এক সেকেন্ড সময় লাগে।’’ (Photo: IMDb)
advertisement
শোলে ছবিতে অনেক বড় বড় অভিনেতা, অভিনেত্রীরা কাজ করেছেন, কিন্তু ধর্মেন্দ্র মনে করেন ছবির আসল নায়ক হল সেই কয়েন যা জয় এবং বীরু কোনও সিদ্ধান্তে পৌঁছনোর জন্য টস করত। তারা যতবার কয়েনটা বাতাসে ছুঁড়ে দিত, সব সময়েই হেড পড়ত।
ছবির ক্লাইম্যাক্সে বীরু জানতে পারে যে জয় এমন একটা কয়েন ব্যবহার করত, যার দুদিকেই হেড রয়েছে। (Photo: IMDb)
ছবির ক্লাইম্যাক্সে বীরু জানতে পারে যে জয় এমন একটা কয়েন ব্যবহার করত, যার দুদিকেই হেড রয়েছে। (Photo: IMDb)
advertisement
ধর্মেন্দ্র বলেন, ‘‘ছবির প্রতিটি চরিত্রই একজন নায়ক, কিন্তু আসল নায়ক হল সেই কয়েন।’’ ধর্মেন্দ্র জানান যে তাঁকে গব্বর সিং এবং ঠাকুরের চরিত্রে অভিনয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি বীরুকে বেছে নিয়েছিলেন, কারণ তার ব্যক্তিত্ব বীরুর মতো। স্যাকোনিল্কের প্রতিবেদন অনুসারে, ৩ কোটি টাকায় নির্মিত শোলে বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ৫০ কোটি টাকা আয় করেছিল। (Photo: IMDb)