Shiney Ahuja: স্ত্রী বাপের বাড়িতে ছিলেন, তখন পরিচারিকাকে ধর্ষণ! যেতে হয় জেলে, সাইনি আহুজা এখন কোথায়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shiney Ahuja: বলিউডে তাঁর ছিল না কোনও গডফাদার। গুড লুকস আর অভিনয় প্রতিভার জোরেই 'স্টার' তকমা পেয়েছিলেন সাইনি আহুজা। এখন তিনি কোথায়?
advertisement
advertisement
advertisement
advertisement
সাইনির পাসপোর্টের মেয়াদ ১০ বছরের জন্য বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। ২০১১ সালে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মাস কয়েকের মধ্যেই শর্তসাপেক্ষে জামিন পান অভিনেতা। কিন্তু তারপর থেকেই একাধিক বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে তাঁকে, যার অন্যতম সাইনির পাসপোর্টের মেয়াদ মাত্র এক বছরের জন্য বাড়ানো হয়। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
বছর বছর পাসপোর্ট রিনিউ করার ঝক্কি কম নয়, সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে বম্বে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন অভিনেতা, গত ১২ বছর ধরে আদালতের তরফে চাপানো জামিনের শর্ত মেনে চলায় সাইনির আবেদন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। বিচারপতি অমিত বোরকারের এজলাসে হয় মামলার শুনানি। আদালত পাসপোর্ট অফিসকে নির্দেশ দেয় ১০ বছরের জন্য সাইনির পাসপোর্ট রি-নিউ করতে। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
পরিচারিকার অভিযোগের ভিত্তিতে ২০০৯ সালের ১৪ জুন গ্রেফতার হয়েছিলেন সাইনি আহুজা। অভিনেতার পরিচারিকার অভিযোগ ছিল, স্ত্রী-র বাপের বাড়ি যাওয়ার সুযোগ নিয়ে ফাঁকা ফ্ল্যাটে তাঁকে ধর্ষণ করেছেন অভিনেতা, পরে ‘চাপের মুখে’ বয়ান বদলালেও ২০১১ সালে নিম্ন আদালত ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে সাইনিকে। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
advertisement
advertisement