Shilpa Shetty | Shamita Shetty : বয়স বাড়ছে নাকি কমছে? শিল্পা ও শমিতার ফিটনেস দেখে অবাক নেটিজেন

Last Updated:
Shilpa Shetty | Shamita Shetty : বয়সের সংখ্যা উপরের দিকে উঠলেও দুই বোনকে দেখে বোঝার উপায় নেই।
1/10
বলিউডের দুই বোন শিল্পা শেট্টি ও শমিতা শেট্টি এখন প্রায়ই খবরের শিরোনামে উঠে আসছেন। বয়সের সংখ্যা উপরের দিকে উঠলেও দুই বোনকে দেখে বোঝার উপায় নেই। শমিতার ৪৩ তম জন্মদিনে দুজনেই ফ্যাশনিস্তা রূপে ধরা দিলেন।
বলিউডের দুই বোন শিল্পা শেট্টি ও শমিতা শেট্টি এখন প্রায়ই খবরের শিরোনামে উঠে আসছেন। বয়সের সংখ্যা উপরের দিকে উঠলেও দুই বোনকে দেখে বোঝার উপায় নেই। শমিতার ৪৩ তম জন্মদিনে দুজনেই ফ্যাশনিস্তা রূপে ধরা দিলেন।
advertisement
2/10
কিছুদিন আগেই এই ফোটোশ্যুট করেছেন শিল্পা শেট্টি। দেখে কে বলবে অভিনেত্রীর বয়স ৪৬ বছর।
কিছুদিন আগেই এই ফোটোশ্যুট করেছেন শিল্পা শেট্টি। দেখে কে বলবে অভিনেত্রীর বয়স ৪৬ বছর।
advertisement
3/10
গায়ের সঙ্গে মিশে গিয়েছে নীল রঙের এই সিকুইনড ভেলভেটের পোশাক। শমিতাকে নিঃসন্দেহে সুন্দর লাগছে।
গায়ের সঙ্গে মিশে গিয়েছে নীল রঙের এই সিকুইনড ভেলভেটের পোশাক। শমিতাকে নিঃসন্দেহে সুন্দর লাগছে।
advertisement
4/10
কালো আর সবুজে জংলা প্রিন্টের গাউনে শিল্পা। নির্মেদ টানটান চেহারার জন্য নিয়মিত যোগব্যায়ম করেন শিল্পা।
কালো আর সবুজে জংলা প্রিন্টের গাউনে শিল্পা। নির্মেদ টানটান চেহারার জন্য নিয়মিত যোগব্যায়ম করেন শিল্পা।
advertisement
5/10
শমিতা শেট্টিও নিজের ডায়েটের বিষয়ে বেশ সচেতন। বিগবসের ঘরে তাঁর জন্য আসত গ্লুটেন ফ্রি খাবার।
শমিতা শেট্টিও নিজের ডায়েটের বিষয়ে বেশ সচেতন। বিগবসের ঘরে তাঁর জন্য আসত গ্লুটেন ফ্রি খাবার।
advertisement
6/10
হলুদ জমকালো শাড়িতে রাজকীয় লুক শিল্পার। অভিনেত্রী এই বয়সেও বহু কম বয়সি অভিনেত্রীকে টেক্কা দিতে পারে।
হলুদ জমকালো শাড়িতে রাজকীয় লুক শিল্পার। অভিনেত্রী এই বয়সেও বহু কম বয়সি অভিনেত্রীকে টেক্কা দিতে পারে।
advertisement
7/10
পার্পল রঙের লেহেঙ্গায় শমিতা। সম্প্রতি বিগবসে চতুর্থ স্থান পেয়েছেন তিনি। কিন্তু অনুরাগীরা এই ফলাফলে মোটেই খুশি নয়।
পার্পল রঙের লেহেঙ্গায় শমিতা। সম্প্রতি বিগবসে চতুর্থ স্থান পেয়েছেন তিনি। কিন্তু অনুরাগীরা এই ফলাফলে মোটেই খুশি নয়।
advertisement
8/10
লেদার ব্রালেটও স্কার্টে শিল্পার আওয়ারগ্লাস ফিগার স্পষ্ট। অভিনেত্রীর বরাবরই নিজের ফিটনেসের ব্যাপারে সচেতন।
লেদার ব্রালেটও স্কার্টে শিল্পার আওয়ারগ্লাস ফিগার স্পষ্ট। অভিনেত্রীর বরাবরই নিজের ফিটনেসের ব্যাপারে সচেতন।
advertisement
9/10
সবুজ কো-অর্ড পোশাকে উজ্জ্বল লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। বিগবসের ঘরেও মুগ্ধ করেছেন অভিনেত্রী।
সবুজ কো-অর্ড পোশাকে উজ্জ্বল লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। বিগবসের ঘরেও মুগ্ধ করেছেন অভিনেত্রী।
advertisement
10/10
বহু ভাবে তাঁকে আক্রমণ করা হলেও বরাবর ভদ্র আচরণ করতে দেখা গিয়েছে শমিতাকে। কখনওই কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি শমিতা।
বহু ভাবে তাঁকে আক্রমণ করা হলেও বরাবর ভদ্র আচরণ করতে দেখা গিয়েছে শমিতাকে। কখনওই কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি শমিতা।
advertisement
advertisement
advertisement