Shilpa Shetty Kundra : 'আগেও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি', শিল্পার প্রথম পোস্টে লুকিয়ে কীসের বার্তা?

Last Updated:
Shilpa Shetty Kundra : জেমস থারবারের (James Thurber) একটি উক্তি উল্লেখ করে এক কথায় অনেক কিছু বুঝিয়ে দিলেন তিনি।
1/9
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার (Shilpa Shetty Kundra) স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অশ্লীল ছবি তৈরি করা ও তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি। তার পর থেকে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন শিল্পা।
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার (Shilpa Shetty Kundra) স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অশ্লীল ছবি তৈরি করা ও তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি। তার পর থেকে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন শিল্পা।
advertisement
2/9
তাঁকে দেখা যায়নি বিখ্যাত ডান্স রিয়্যালিটি শো সুপার ডান্সারের শ্যুটিংয়ে। আসেননি ক্যামেরার সামনেও।
তাঁকে দেখা যায়নি বিখ্যাত ডান্স রিয়্যালিটি শো সুপার ডান্সারের শ্যুটিংয়ে। আসেননি ক্যামেরার সামনেও।
advertisement
3/9
শিল্পার পোস্ট করা উক্তিতে লেখা ছিল, ডু নট লুক ব্যাক ইন অ্যাঙ্গার অর ফরওয়ার্ড ইন ফিয়ার বাট অ্যারাউন্ড ইন অ্যাওয়ারনেস। অর্থাৎ রাগ করে পিছনে ফিরে তাকিও না, ভয় পেয়ে সামনে এগিয়ে যেও না কিন্তু যেখানে আছো সেখানেই থেকো সচেতন ভাবে।
শিল্পার পোস্ট করা উক্তিতে লেখা ছিল, ডু নট লুক ব্যাক ইন অ্যাঙ্গার অর ফরওয়ার্ড ইন ফিয়ার বাট অ্যারাউন্ড ইন অ্যাওয়ারনেস। অর্থাৎ রাগ করে পিছনে ফিরে তাকিও না, ভয় পেয়ে সামনে এগিয়ে যেও না কিন্তু যেখানে আছো সেখানেই থেকো সচেতন ভাবে।
advertisement
4/9
তিনি বোঝাতে চেয়েছেন, যারা আমাদের দুঃখ দেয়, আমরা সাধারণত তাদের উপর রাগ করি, সেখান থেকে বিরক্তি তৈরি হয়। আর সামনে অনেক সময় ভয়ে ভয়ে এগোই। আমাদের চাকরি চলে যেতে পারে বা শারীরিক কোনও সমস্যা হতে পারে, আমাদের মৃত্যু হতে পারে এই ভয়ে। কিন্তু আমরা আগে থেকে সচেতন হই না। আসলে আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেখানেই আমাদের আগে সচেতন হওয়া উচিত।
তিনি বোঝাতে চেয়েছেন, যারা আমাদের দুঃখ দেয়, আমরা সাধারণত তাদের উপর রাগ করি, সেখান থেকে বিরক্তি তৈরি হয়। আর সামনে অনেক সময় ভয়ে ভয়ে এগোই। আমাদের চাকরি চলে যেতে পারে বা শারীরিক কোনও সমস্যা হতে পারে, আমাদের মৃত্যু হতে পারে এই ভয়ে। কিন্তু আমরা আগে থেকে সচেতন হই না। আসলে আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেখানেই আমাদের আগে সচেতন হওয়া উচিত।
advertisement
5/9
এর পর এই পোস্টে আরও লেখা ছিল, "আমি প্রতি দিন দীর্ঘ নিশ্বাস নিই একটা কথা ভেবে যে আমি যে বেঁচে আছি তার জন্য আমি ভাগ্যবান। আমি আগেও একাধিক কঠিন সময়ের সম্মুখ হয়েছি, আগামীতেও হব। এতে এমন কিছু নেই যা আমার প্রতি দিনের জীবনে, বেঁচে থাকায় প্রভাব ফেলতে পারে।"
এর পর এই পোস্টে আরও লেখা ছিল, "আমি প্রতি দিন দীর্ঘ নিশ্বাস নিই একটা কথা ভেবে যে আমি যে বেঁচে আছি তার জন্য আমি ভাগ্যবান। আমি আগেও একাধিক কঠিন সময়ের সম্মুখ হয়েছি, আগামীতেও হব। এতে এমন কিছু নেই যা আমার প্রতি দিনের জীবনে, বেঁচে থাকায় প্রভাব ফেলতে পারে।"
advertisement
6/9
প্রসঙ্গত, পর্নোগ্রাফি ছবি ও মোবাইল অ্যাপ হটশট-এর মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিল্পপতি রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে, এমনই দাবি ছিল পুলিশ কর্তাদের। গতকাল তাঁকে আদালতে পেশ করা হয়। আগামী শুক্রবার পর্যন্ত তাঁকে পুলিশি হেপাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত, পর্নোগ্রাফি ছবি ও মোবাইল অ্যাপ হটশট-এর মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিল্পপতি রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে, এমনই দাবি ছিল পুলিশ কর্তাদের। গতকাল তাঁকে আদালতে পেশ করা হয়। আগামী শুক্রবার পর্যন্ত তাঁকে পুলিশি হেপাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।
advertisement
7/9
*চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। ফাইল ছবি।
*চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। ফাইল ছবি।
advertisement
8/9
গহনা বশিষ্ঠ (Gehana Vasisth) নামে এক মহিলার গ্রেফতারির পরই রাজের প্রাক্তন ব্যক্তিগত সহকারী উমেশ কামাতের (Umesh Kamat) নাম ওঠে। উমেশকে জেরা করতেই রাজের সঙ্গে যোগ স্পষ্ট হয় এবং পুলিশের হাতে আসে সমস্ত তথ্য। পরে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।
গহনা বশিষ্ঠ (Gehana Vasisth) নামে এক মহিলার গ্রেফতারির পরই রাজের প্রাক্তন ব্যক্তিগত সহকারী উমেশ কামাতের (Umesh Kamat) নাম ওঠে। উমেশকে জেরা করতেই রাজের সঙ্গে যোগ স্পষ্ট হয় এবং পুলিশের হাতে আসে সমস্ত তথ্য। পরে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।
advertisement
9/9
এদিকে চিন্তা পিছু ছাড়ছে না এখনই শিল্পার। স্বামী রাজ্ কুন্দ্রার শুক্রবারও পর্নকাণ্ডে রেহাই মেলেনি। আজ দ্বিতীয়বার মুম্বইয়ের এক ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হলে অভিযুক্তর পুলিশ হেফাজতের মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেন বিচারক।
এদিকে চিন্তা পিছু ছাড়ছে না এখনই শিল্পার। স্বামী রাজ্ কুন্দ্রার শুক্রবারও পর্নকাণ্ডে রেহাই মেলেনি। আজ দ্বিতীয়বার মুম্বইয়ের এক ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হলে অভিযুক্তর পুলিশ হেফাজতের মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেন বিচারক।
advertisement
advertisement
advertisement