বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার (Shilpa Shetty Kundra) স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অশ্লীল ছবি তৈরি করা ও তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি। তার পর থেকে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন শিল্পা।
তিনি বোঝাতে চেয়েছেন, যারা আমাদের দুঃখ দেয়, আমরা সাধারণত তাদের উপর রাগ করি, সেখান থেকে বিরক্তি তৈরি হয়। আর সামনে অনেক সময় ভয়ে ভয়ে এগোই। আমাদের চাকরি চলে যেতে পারে বা শারীরিক কোনও সমস্যা হতে পারে, আমাদের মৃত্যু হতে পারে এই ভয়ে। কিন্তু আমরা আগে থেকে সচেতন হই না। আসলে আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেখানেই আমাদের আগে সচেতন হওয়া উচিত।
প্রসঙ্গত, পর্নোগ্রাফি ছবি ও মোবাইল অ্যাপ হটশট-এর মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিল্পপতি রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে, এমনই দাবি ছিল পুলিশ কর্তাদের। গতকাল তাঁকে আদালতে পেশ করা হয়। আগামী শুক্রবার পর্যন্ত তাঁকে পুলিশি হেপাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।
রাজের সংস্থার IT বিভাগের দায়িত্বে থাকা রায়ান থ্রোপকেও গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৯ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানিয়েছে, অ্যাপের সঙ্গে কোনও রকম লেনদেন অস্বীকার করেছেন রাজ। তাঁদের দাবি, অ্যাপের ফাইনান্সের বিষয়ে আপডেট রাখতেন শিল্পপতি। একটি WhatsApp গ্রুপ তৈরি করে ওই ক্লিপগুলির তৈরি, প্রচার থেকে শুরু করে বিক্রি সংক্রান্ত বিষয়ে আলোচনাও করেছেন রাজ।