Shehnaaz Gill: ময়ূরকে খাওয়াতে ব্যস্ত শেহনাজ, ভিডিও দেখে মন গলল ভক্তদের

Last Updated:
Shehnaaz Gill: যদিও অভিনেত্রী প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত এবং ভীত ছিলেন, তবে পরে সেই ভয় কেটে যায়। তিনি একটি সাদা স্যুট পরেছিলেন৷
1/5
বিগবস থেকে মন জয় করেছিলেন পঞ্জাবি অভিনেত্রী তথা গায়িকা শেহনাজ গিল (Shehnaaz Gill)। কখনও রসিকতা, কখনও মিষ্টি আচরণ আবার কখনও সিদ্ধার্থ শুক্লার সঙ্গে খুনশুটি। এভাবেই দর্শকদের মনোরঞ্জন করেছিলেন তিনি।
বিগবস থেকে মন জয় করেছিলেন পঞ্জাবি অভিনেত্রী তথা গায়িকা শেহনাজ গিল (Shehnaaz Gill)। কখনও রসিকতা, কখনও মিষ্টি আচরণ আবার কখনও সিদ্ধার্থ শুক্লার সঙ্গে খুনশুটি। এভাবেই দর্শকদের মনোরঞ্জন করেছিলেন তিনি।
advertisement
2/5
শেহনাজের মিষ্টি ও শিশুসুলভ আচরণ পছন্দ দর্শকদের। তাই তাঁর অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না।
শেহনাজের মিষ্টি ও শিশুসুলভ আচরণ পছন্দ দর্শকদের। তাই তাঁর অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না।
advertisement
3/5
সোশ্যাল মিডিয়ায় এখন একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে শেহনাজ গিল একটি ময়ূরকে খাওয়াচ্ছেন। যদিও অভিনেত্রী প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত এবং ভীত ছিলেন, তবে পরে সেই ভয় কেটে যায়। তিনি একটি সাদা স্যুট পরেছিলেন৷  ভিডিওটি ব্রহ্মাকুমারীর একটি অনুষ্ঠান থেকে নেওয়া৷
সোশ্যাল মিডিয়ায় এখন একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে শেহনাজ গিল একটি ময়ূরকে খাওয়াচ্ছেন। যদিও অভিনেত্রী প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত এবং ভীত ছিলেন, তবে পরে সেই ভয় কেটে যায়। তিনি একটি সাদা স্যুট পরেছিলেন৷ ভিডিওটি ব্রহ্মাকুমারীর একটি অনুষ্ঠান থেকে নেওয়া৷
advertisement
4/5
এর কিছুদিন আগে গ্রামের রাস্তায় রাস্তায় আইসক্রিম ফেরি করতে দেখা গিয়েছিল তাঁকে৷
এর কিছুদিন আগে গ্রামের রাস্তায় রাস্তায় আইসক্রিম ফেরি করতে দেখা গিয়েছিল তাঁকে৷
advertisement
5/5
বিগবস থেকে তিনি পরিচিতি পেয়েছেন। সেখানে শেহনাজ ও প্রয়াত অভিনেতা সিদ্ধার্থের জুটি পছন্দ ছিল দর্শকদের।  সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজ নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখছেন৷
বিগবস থেকে তিনি পরিচিতি পেয়েছেন। সেখানে শেহনাজ ও প্রয়াত অভিনেতা সিদ্ধার্থের জুটি পছন্দ ছিল দর্শকদের। সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজ নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখছেন৷
advertisement
advertisement
advertisement