Sharmila Tagore: ক্যানসার আক্রান্ত শর্মিলা! নিঃশব্দে মারণরোগের সঙ্গে লড়াই, নিজেই ফাঁস করলেন সব

Last Updated:
Sharmila Tagore: ছক ভাঙতে আগাগোড়াই ভালবেসেছেন শর্মিলা ঠাকুর। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত ক্ষেত্রের দৃষ্টান্তমূলক সব সিদ্ধান্ত, রাখঢাক করেননি কোনও কিছুতেই।
1/5
শর্মিলা ঠাকুর। ছক ভাঙতে আগাগোড়াই ভালবেসেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত ক্ষেত্রের দৃষ্টান্তমূলক সব সিদ্ধান্ত, রাখঢাক করেননি কোনও কিছুতেই। তবে জীবনের এক বড় লড়াইয়ের আখ্যান সন্তর্পণে আড়়ালে রেখেছিলেন তিনি।
শর্মিলা ঠাকুর। ছক ভাঙতে আগাগোড়াই ভালবেসেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত ক্ষেত্রের দৃষ্টান্তমূলক সব সিদ্ধান্ত, রাখঢাক করেননি কোনও কিছুতেই। তবে জীবনের এক বড় লড়াইয়ের আখ্যান সন্তর্পণে আড়়ালে রেখেছিলেন তিনি।
advertisement
2/5
সম্প্রতি ছেলে সইফ আলি খানের সঙ্গে কফি উইথ করণ-এ অতিথি হয়ে এসেছিলেন বাঙালি অভিনেত্রী। আড্ডার ফাঁকেই উঠে আসে শর্মিলার ক্যানসার আক্রান্ত হওয়ার প্রসঙ্গ। সঞ্চালক করণ জোহর জানান, 'রকি অউর রানি কি প্রেম কহানি'-তে আলিয়া ভাটের ঠাকুমার ভূমিকায় শর্মিলাকে চেয়েছিলেন তিনি।
সম্প্রতি ছেলে সইফ আলি খানের সঙ্গে কফি উইথ করণ-এ অতিথি হয়ে এসেছিলেন বাঙালি অভিনেত্রী। আড্ডার ফাঁকেই উঠে আসে শর্মিলার ক্যানসার আক্রান্ত হওয়ার প্রসঙ্গ। সঞ্চালক করণ জোহর জানান, 'রকি অউর রানি কি প্রেম কহানি'-তে আলিয়া ভাটের ঠাকুমার ভূমিকায় শর্মিলাকে চেয়েছিলেন তিনি।
advertisement
3/5
করণের প্রস্তাব যদিও ফিরিয়ে দিয়েছিলেন শর্মিলা। তাঁর পরিবর্তে সেই চরিত্র গিয়ে পড়ে শাবানা আজমির ঝুলিতে। শর্মিলা জানান, যে সময়ে তাঁর কাছে সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে, তখন কোভিড আতঙ্ক তুঙ্গে। তখনও টিকা পাননি অভিনেত্রী। তার পরেই শর্মিলা বলেন, "আমার ক্যানসারের পর কেউ চায়নি আমি এই ঝুঁকিটা নিই।"
করণের প্রস্তাব যদিও ফিরিয়ে দিয়েছিলেন শর্মিলা। তাঁর পরিবর্তে সেই চরিত্র গিয়ে পড়ে শাবানা আজমির ঝুলিতে। শর্মিলা জানান, যে সময়ে তাঁর কাছে সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে, তখন কোভিড আতঙ্ক তুঙ্গে। তখনও টিকা পাননি অভিনেত্রী। তার পরেই শর্মিলা বলেন, "আমার ক্যানসারের পর কেউ চায়নি আমি এই ঝুঁকিটা নিই।"
advertisement
4/5
জীবনের কঠিন অধ্যায় নিয়ে যদিও আর খুব বেশি খোলসা করেননি বর্ষীয়ান অভিনেত্রী। থেমে গিয়েছেন এটুকু জানিয়েই। ক্যানসারকে হারিয়ে ফের মূল স্রোতে ফিরে আসেন শর্মিলা। আপাতত চুটিয়ে কাজও করছেন তিনি।
জীবনের কঠিন অধ্যায় নিয়ে যদিও আর খুব বেশি খোলসা করেননি বর্ষীয়ান অভিনেত্রী। থেমে গিয়েছেন এটুকু জানিয়েই। ক্যানসারকে হারিয়ে ফের মূল স্রোতে ফিরে আসেন শর্মিলা। আপাতত চুটিয়ে কাজও করছেন তিনি।
advertisement
5/5
শর্মিলাকে নিয়ে কাজ না করতে পারার আফসোস যদিও করণের রয়েই গিয়েছে। পরবর্তীতে শর্মিলার সঙ্গে কাজ করার দিন গুনছেন তিনি।
শর্মিলাকে নিয়ে কাজ না করতে পারার আফসোস যদিও করণের রয়েই গিয়েছে। পরবর্তীতে শর্মিলার সঙ্গে কাজ করার দিন গুনছেন তিনি।
advertisement
advertisement
advertisement