করণ জোহরের ৫০ তম জন্মদিনের পার্টিতের বসেছিল চাঁদের হাট। রেড কার্পেট আলোকিত করে ছিলেন তারকারা। নজর কাড়লেন অভিনেত্রী শানায়া কাপুর। হাজার তারকার মাঝে এদিন বিশেষ ভাবে চোখে পড়ল শানায়াকে। কালো রঙের ভেলভেটের এই কাট আউট ড্রেসে যেন পারদ চড়ালেন অভিনেত্রী। হলুদ স্যাটিনের ড্রেসে উন্মুক্ত পিঠ। উষ্ণতা চরমে নিয়ে গিয়েছেন শানায়া। গায়ের সঙ্গে লেগে আছে এই ড্রেস। শানায়ার উজ্জ্বল ত্বক তাক লাগিয়ে দিয়েছে। সবুজ রঙের নুডল স্ট্র্যাপ দেওয়া ড্রেস। স্লিটে স্পষ্ট টোনড লেগস। নজর ঘোরাবে কার সাধ্য। এই ছবিতে স্পষ্ট শানায়ার আওয়ারগ্লাস ফিগারষ দুধসাদা পোশাকে স্পষ্ট ক্লিভলাইন। শানায়ার এই পোশাক পারদ চড়িয়েছে। এই পোশাকে হট লুক শানায়ার। নির্মেদ চেহারা স্পষ্ট। নীল রঙের ড্রেসে প্লাঞ্জড নেক। উষ্ণতা বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।