Bollywood Love Story: নিজেকে আটকাতে পারেননি শাম্মি, প্রেমে হাবুডুব খেয়েছিলেন নায়িকার, কিন্তু ধর্মের বেড়া ভেঙে ছুঁতে পারেননি নায়িকাকে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Shammi Kapoor: শাম্মি কাপুর নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে কীভাবে মধুবালার নাম দিলীপ কুমার এবং প্রেম নাথের সঙ্গে যুক্ত হয়েছিল, তবুও তিনি তাঁর প্রেমে পড়া থেকে নিজেকে বিরত রাখতে পারেননি।
একজন সুন্দরী অভিনেত্রীর জীবনে প্রেম এসেও থেমে গেল শুধুমাত্র ধর্মের জন্য! লক্ষ লক্ষ পুরুষের মন চুরি করা নায়িকা বলিউড ছাড়িয়ে হলিউডে নিজের সৌন্দর্য্য ও অভিনয়ে ছাপ রেখে গিয়েছেন৷ কাপুর পরিবারের প্রিয় পুত্রও এই অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন। কিন্তু এই ভালবাসা অসম্পূর্ণই থেকে গেল তাঁদের। কারণ তাঁর মাও রাজি হননি, না সেই অভিনেত্রী। কী সেই গসিপ?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শাম্মি কাপুর নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে কীভাবে মধুবালার নাম দিলীপ কুমার এবং প্রেম নাথের সঙ্গে যুক্ত হয়েছিল, তবুও তিনি তাঁর প্রেমে পড়া থেকে নিজেকে বিরত রাখতে পারেননি। শাম্মি কাপুর এমনকি বলেছিলেন, 'আমাকে স্বীকার করতেই হবে যে মধু ইতিমধ্যেই প্রেমে পড়েছে তা জানার পরেও, আমি তাঁর প্রেমে পাগল হওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি।'
advertisement
এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে শাম্মি কাপুর একবার মুধুবালার প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করেছিলেন। কথিত আছে যে, মধুবালা যখন হেসে না জানালেন, তখন তিনি বাড়িতে গিয়ে তাঁর মায়ের সামনে কেঁদে ফেলেছিলেন৷ কিন্তু তার মাও তাকে সান্ত্বনা দিলেন। শাম্মি কাপুরের মা বলেছিলেন, 'তুমি কি তোমার জ্ঞানে আছো?' তুমি তাঁকে বিয়ে করতে পারবে না, কারণ তিনি একজন মুসলিম। অনেক সমস্যা দেখা দিতে পারে।"
advertisement
advertisement
advertisement
advertisement