Bollywood Love Story: নিজেকে আটকাতে পারেননি শাম্মি, প্রেমে হাবুডুব খেয়েছিলেন নায়িকার, কিন্তু ধর্মের বেড়া ভেঙে ছুঁতে পারেননি নায়িকাকে

Last Updated:
Shammi Kapoor: শাম্মি কাপুর নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে কীভাবে মধুবালার নাম দিলীপ কুমার এবং প্রেম নাথের সঙ্গে যুক্ত হয়েছিল, তবুও তিনি তাঁর প্রেমে পড়া থেকে নিজেকে বিরত রাখতে পারেননি।
1/11
একজন সুন্দরী অভিনেত্রীর জীবনে প্রেম এসেও থেমে গেল শুধুমাত্র ধর্মের জন্য! লক্ষ লক্ষ পুরুষের মন চুরি করা নায়িকা বলিউড ছাড়িয়ে হলিউডে নিজের সৌন্দর্য্য ও অভিনয়ে ছাপ রেখে গিয়েছেন৷ কাপুর পরিবারের প্রিয় পুত্রও এই অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন। কিন্তু এই ভালবাসা অসম্পূর্ণই থেকে গেল তাঁদের। কারণ তাঁর মাও রাজি হননি, না সেই অভিনেত্রী। কী সেই গসিপ?
একজন সুন্দরী অভিনেত্রীর জীবনে প্রেম এসেও থেমে গেল শুধুমাত্র ধর্মের জন্য! লক্ষ লক্ষ পুরুষের মন চুরি করা নায়িকা বলিউড ছাড়িয়ে হলিউডে নিজের সৌন্দর্য্য ও অভিনয়ে ছাপ রেখে গিয়েছেন৷ কাপুর পরিবারের প্রিয় পুত্রও এই অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন। কিন্তু এই ভালবাসা অসম্পূর্ণই থেকে গেল তাঁদের। কারণ তাঁর মাও রাজি হননি, না সেই অভিনেত্রী। কী সেই গসিপ?
advertisement
2/11
মধুবালা এবং শাম্মী কাপুর জুটির কাহিনি। মধুবালা ছিলেন সেই অভিনেত্রী যাঁকে সবচেয়ে সুন্দরী এবং দাপুটে অভিনেত্রী বলা হত। যখনই তিনি সেটে আসতেন, লাইটম্যান থেকে নায়ক, সকলেই তাঁর সৌন্দর্যের প্রেমে পড়ে যেতেন এবং একবার শাম্মী কাপুর তাঁর সৌন্দর্য দেখে তাঁর সংলাপগুলিও ভুলে গিয়েছিলেন।
মধুবালা এবং শাম্মী কাপুর জুটির কাহিনি। মধুবালা ছিলেন সেই অভিনেত্রী যাঁকে সবচেয়ে সুন্দরী এবং দাপুটে অভিনেত্রী বলা হত। যখনই তিনি সেটে আসতেন, লাইটম্যান থেকে নায়ক, সকলেই তাঁর সৌন্দর্যের প্রেমে পড়ে যেতেন এবং একবার শাম্মী কাপুর তাঁর সৌন্দর্য দেখে তাঁর সংলাপগুলিও ভুলে গিয়েছিলেন।
advertisement
3/11
মধুবালা এবং শাম্মী কাপুর একসঙ্গে কাজ করেছিলেন। শাম্মী কাপুর বলেছিলেন যে, “আমি তাঁর থেকে চোখ ফেরাতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমি বৈদ্যুতিক শক খেয়েছি। আমি এতটাই নার্ভাস ছিলাম যে বারবার আমার লাইনগুলো ভুলে যাচ্ছিলাম।”
মধুবালা এবং শাম্মী কাপুর একসঙ্গে কাজ করেছিলেন। শাম্মি কাপুর বলেছিলেন যে, “আমি তাঁর থেকে চোখ ফেরাতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমি বৈদ্যুতিক শক খেয়েছি। আমি এতটাই নার্ভাস ছিলাম যে বারবার আমার লাইনগুলো ভুলে যাচ্ছিলাম।”
advertisement
4/11
মধুবালা এবং দিলীপ কুমারের অসম্পূর্ণ প্রেমকাহিনী সম্পর্কেও সকলেই অবগত। কিন্তু এমন একটি উপাখ্যানও আছে যে শাম্মী কাপুরও তার প্রেমে পড়েছিলেন। এরকম একটি ঘটনা হল, শাম্মি যখন প্রথমবারের মতো তার সঙ্গে একটি ছবি করছিলেন, তখন মধুবালার পীড়াপীড়িতে তিনি বিয়ার পান করতে শুরু করেছিলেন।
মধুবালা এবং দিলীপ কুমারের অসম্পূর্ণ প্রেমকাহিনী সম্পর্কেও সকলেই অবগত। কিন্তু এমন একটি উপাখ্যানও আছে যে শাম্মি কাপুরও তার প্রেমে পড়েছিলেন। এরকম একটি ঘটনা হল, শাম্মি যখন প্রথমবারের মতো তার সঙ্গে একটি ছবি করছিলেন, তখন মধুবালার পীড়াপীড়িতে তিনি বিয়ার পান করতে শুরু করেছিলেন।
advertisement
5/11
মধুবালার সৌন্দর্যের প্রতি শাম্মী কাপুর আকৃষ্ট হচ্ছিলেন। একটি পুরনো সাক্ষাৎকারে তাঁর প্রশংসা করে শাম্মী কাপুর বলেছিলেন যে তিনি অত্যন্ত সুন্দরী। তিনি বলেন, "তিনি খুব সুন্দরী ছিলেন... যখন তিনি জল পান করতেন, তখন মনে হত যেন জল এখানে একটি শিরা দিয়ে প্রবাহিত হচ্ছে... তিনি খুব কোমল ছিলেন।"
মধুবালার সৌন্দর্যের প্রতি শাম্মি কাপুর আকৃষ্ট হচ্ছিলেন। একটি পুরনো সাক্ষাৎকারে তাঁর প্রশংসা করে শাম্মি কাপুর বলেছিলেন যে তিনি অত্যন্ত সুন্দরী। তিনি বলেন, "তিনি খুব সুন্দরী ছিলেন... যখন তিনি জল পান করতেন, তখন মনে হত যেন জল এখানে একটি শিরা দিয়ে প্রবাহিত হচ্ছে... তিনি খুব কোমল ছিলেন।"
advertisement
6/11
শাম্মী কাপুর নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে কীভাবে মধুবালার নাম দিলীপ কুমার এবং প্রেম নাথের সঙ্গে যুক্ত হয়েছিল, তবুও তিনি তাঁর প্রেমে পড়া থেকে নিজেকে বিরত রাখতে পারেননি। তিনি ভাবতেন, 'শাম্মী কাপুর কীভাবে ছবিতে এলেন?' শাম্মী কাপুর এমনকি বলেছিলেন, 'আমাকে স্বীকার করতেই হবে যে মধু ইতিমধ্যেই প্রেমে পড়েছে তা জানার পরেও, আমি তাঁর প্রেমে পাগল হওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি।'
শাম্মি কাপুর নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে কীভাবে মধুবালার নাম দিলীপ কুমার এবং প্রেম নাথের সঙ্গে যুক্ত হয়েছিল, তবুও তিনি তাঁর প্রেমে পড়া থেকে নিজেকে বিরত রাখতে পারেননি। শাম্মি কাপুর এমনকি বলেছিলেন, 'আমাকে স্বীকার করতেই হবে যে মধু ইতিমধ্যেই প্রেমে পড়েছে তা জানার পরেও, আমি তাঁর প্রেমে পাগল হওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি।'
advertisement
7/11
এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে শাম্মী কাপুর একবার মুধুবালার প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেছিলেন। কথিত আছে যে, মধুবালা যখন হেসে না জানালেন, তখন তিনি বাড়িতে গিয়ে তাঁর মায়ের সামনে কেঁদে ফেলেছিলেন৷ কিন্তু তার মাও তাকে সান্ত্বনা দিলেন। শাম্মী কাপুরের মা বলেছিলেন, 'তুমি কি তোমার জ্ঞানে আছো?' তুমি তাঁকে বিয়ে করতে পারবে না, কারণ তিনি একজন মুসলিম। অনেক সমস্যা দেখা দিতে পারে।"
এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে শাম্মি কাপুর একবার মুধুবালার প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করেছিলেন। কথিত আছে যে, মধুবালা যখন হেসে না জানালেন, তখন তিনি বাড়িতে গিয়ে তাঁর মায়ের সামনে কেঁদে ফেলেছিলেন৷ কিন্তু তার মাও তাকে সান্ত্বনা দিলেন। শাম্মি কাপুরের মা বলেছিলেন, 'তুমি কি তোমার জ্ঞানে আছো?' তুমি তাঁকে বিয়ে করতে পারবে না, কারণ তিনি একজন মুসলিম। অনেক সমস্যা দেখা দিতে পারে।"
advertisement
8/11
মধুবালা এবং শাম্মী কাপুর রেল কা দিব্বা, নাকাব (১৯৫৫) এবং নরেশ সেহগালের বয় ফ্রেন্ড (১৯৬১) ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন।
মধুবালা এবং শাম্মী কাপুর রেল কা দিব্বা, নাকাব (১৯৫৫) এবং নরেশ সেহগালের বয় ফ্রেন্ড (১৯৬১) ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন।
advertisement
9/11
শাম্মী কাপুরের স্ত্রীর কে? তিনি ১৯৯৫ সালে বিখ্যাত হিন্দি সিনেমার অভিনেত্রী গীতা বালিকে বিয়ে করেছিলেন। বিয়ের এক বছর পর, ১৯৫৬ সালের ১ জুলাই, তাদের প্রথম পুত্র আদিত্য রাজ কাপুরের জন্ম হয়।
শাম্মিকাপুরের স্ত্রীর কে? তিনি ১৯৯৫ সালে বিখ্যাত হিন্দি সিনেমার অভিনেত্রী গীতা বালিকে বিয়ে করেছিলেন। বিয়ের এক বছর পর, ১৯৫৬ সালের ১ জুলাই, তাদের প্রথম পুত্র আদিত্য রাজ কাপুরের জন্ম হয়।
advertisement
10/11
শাম্মী কাপুরের স্ত্রীর কে? তিনি ১৯৯৫ সালে বিখ্যাত হিন্দি সিনেমার অভিনেত্রী গীতা বালিকে বিয়ে করেছিলেন। বিয়ের এক বছর পর, ১৯৫৬ সালের ১ জুলাই, তাদের প্রথম পুত্র আদিত্য রাজ কাপুরের জন্ম হয়। তারপর পাঁচ বছর পর কন্যা কাঞ্চন কাপুরের জন্ম হয়। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু ১৯৬৫ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ১৯৬৫ সালের ২১ জানুয়ারি গীতা বালি ৩৫ বছর বয়সে মারা যান।
 তারপর পাঁচ বছর পর কন্যা কাঞ্চন কাপুরের জন্ম হয়। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু ১৯৬৫ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ১৯৬৫ সালের ২১ জানুয়ারি গীতা বালি ৩৫ বছর বয়সে মারা যান।
advertisement
11/11
গীতার মৃত্যুর চার বছর পর, ১৯৬৯ সালের ২৭ জানুয়ারি, শাম্মী কাপুর ভানগর রাজ্যের গোহিল রাজবংশের রাজকুমারী নীলা দেবী গোহিলকে বিয়ে করেন। শাম্মী কাপুর শেষবার ইমতিয়াজ আলির ২০১১ সালের 'রকস্টার' ছবিতে কাজ করেছিলেন, যেখানে রণবীর কাপুর মূখ্য ভূমিকায় ছিলেন।
গীতার মৃত্যুর চার বছর পর, ১৯৬৯ সালের ২৭ জানুয়ারি, শাম্মি কাপুর ভানগর রাজ্যের গোহিল রাজবংশের রাজকুমারী নীলা দেবী গোহিলকে বিয়ে করেন। শাম্মি কাপুর শেষবার ইমতিয়াজ আলির ২০১১ সালের 'রকস্টার' ছবিতে কাজ করেছিলেন, যেখানে রণবীর কাপুর মূখ্য ভূমিকায় ছিলেন।
advertisement
advertisement
advertisement