Jab We Met: ‘জব উই মেট’-এ যার জন্য পাগল ছিল গীত! ৪৪-এর ‘হট’ অংশুমন এখন কী করছে জানেন?

Last Updated:
'গীত' এবং 'আদিত্য'-এর পাশাপাশি 'অংশুমান'-কেও দেখা গিয়েছিল এই সিনেমায়। 'অংশুমান' চরিত্রটি শাহিদ এবং করিনার চরিত্রগুলির মতো এতটা ভালবাসা না পেলেও, এটাও কিন্তু বলিউডের অন্যতম স্মরণীয় চরিত্র।
1/6
'জব উই মেট' ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। এই সিনেমা করিনা কপূর এবং শাহিদ কপূরকে যেন নতুন করে প্রতিষ্ঠিত করেছিল বলিউডে। এই ছবিতে কারিনা কপূরের 'গীত' চরিত্রটি বলিউডের অন্যতম আইকনিক চরিত্র।
'জব উই মেট' ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। এই সিনেমা করিনা কপূর এবং শাহিদ কপূরকে যেন নতুন করে প্রতিষ্ঠিত করেছিল বলিউডে। এই ছবিতে কারিনা কপূরের 'গীত' চরিত্রটি বলিউডের অন্যতম আইকনিক চরিত্র।
advertisement
2/6
'গীত' এবং 'আদিত্য'-এর পাশাপাশি 'অংশুমান'-কেও দেখা গিয়েছিল এই সিনেমায়। 'অংশুমান' চরিত্রটি শাহিদ এবং করিনার চরিত্রগুলির মতো এতটা ভালবাসা না পেলেও, এটাও কিন্তু বলিউডের অন্যতম স্মরণীয় চরিত্র।
'গীত' এবং 'আদিত্য'-এর পাশাপাশি 'অংশুমান'-কেও দেখা গিয়েছিল এই সিনেমায়। 'অংশুমান' চরিত্রটি শাহিদ এবং করিনার চরিত্রগুলির মতো এতটা ভালবাসা না পেলেও, এটাও কিন্তু বলিউডের অন্যতম স্মরণীয় চরিত্র।
advertisement
3/6
 'জব উই মেট'-এ 'অংশুমান' চরিত্রটির ধূসর রঙেই গড়ে তুলতে চেয়েছিলেন পরিচালক ইমতিয়াজ আলি৷ মডেল-অভিনেতা তরুণ অরোরা পরিচালকের সেই ইচ্ছে সফল ভাবে পূরণ করেছিলেন৷ কিন্তু, সেই চরিত্রের কারণেই সিনেমা রিলিজের ১৬ বছর পরেও তরুণ সেই ‘অংশুমান’ হয়েই রয়ে গেছেন৷   (ছবি সৌজন্যে-instagram@tarun_raj_arora)
'জব উই মেট'-এ 'অংশুমান' চরিত্রটির ধূসর রঙেই গড়ে তুলতে চেয়েছিলেন পরিচালক ইমতিয়াজ আলি৷ মডেল-অভিনেতা তরুণ অরোরা পরিচালকের সেই ইচ্ছে সফল ভাবে পূরণ করেছিলেন৷ কিন্তু, সেই চরিত্রের কারণেই সিনেমা রিলিজের ১৬ বছর পরেও তরুণ সেই ‘অংশুমান’ হয়েই রয়ে গেছেন৷ (ছবি সৌজন্যে-instagram@tarun_raj_arora)
advertisement
4/6
'জাব উই মেট'-এর পরে তরুণ অরোরা অনেক প্রজেক্টে কাজ করলেও 'অংশুমান'-এর মতো স্বীকৃতি পাননি। এখন, ছবিটি মুক্তির ১৬ বছর পরে, অভিনেতার চেহারা পুরোপুরি বদলে গেছে। (ছবি সৌজন্যে-instagram@tarun_raj_arora)
'জাব উই মেট'-এর পরে তরুণ অরোরা অনেক প্রজেক্টে কাজ করলেও 'অংশুমান'-এর মতো স্বীকৃতি পাননি। এখন, ছবিটি মুক্তির ১৬ বছর পরে, অভিনেতার চেহারা পুরোপুরি বদলে গেছে। (ছবি সৌজন্যে-instagram@tarun_raj_arora)
advertisement
5/6
'জব উই মেট' মুক্তির সময় অভিনেতা তরুণ অরোরার বয়স ছিল ২৮ বছর৷ এখন ৪৪ বছর বয়সেও তাঁর ফিটনেস ২৮ বছরের যুবকের চেয়ে কম নয়। এই অভিনেতা তাঁর চেহারা এবং ফিটনেসের কারণে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় শিরোনামে থাকেন। (ছবি সৌজন্যে-instagram@tarun_raj_arora)
'জব উই মেট' মুক্তির সময় অভিনেতা তরুণ অরোরার বয়স ছিল ২৮ বছর৷ এখন ৪৪ বছর বয়সেও তাঁর ফিটনেস ২৮ বছরের যুবকের চেয়ে কম নয়। এই অভিনেতা তাঁর চেহারা এবং ফিটনেসের কারণে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় শিরোনামে থাকেন। (ছবি সৌজন্যে-instagram@tarun_raj_arora)
advertisement
6/6
'অংশুমান' ওরফে তরুণ অরোরা অ্যাডভেঞ্চার স্পোর্টসও খুব পছন্দ করেন। ইনস্টাগ্রামে অ্যাডভেঞ্চার স্পোর্টস করার সময় তিনি প্রায়শই ছবি শেয়ার করেন। ইনস্টাগ্রামে অভিনেতার ১৩ হাজার ফলোয়ার রয়েছে তাঁর। (ছবি সৌজন্যে-instagram@tarun_raj_arora)
'অংশুমান' ওরফে তরুণ অরোরা অ্যাডভেঞ্চার স্পোর্টসও খুব পছন্দ করেন। ইনস্টাগ্রামে অ্যাডভেঞ্চার স্পোর্টস করার সময় তিনি প্রায়শই ছবি শেয়ার করেন। ইনস্টাগ্রামে অভিনেতার ১৩ হাজার ফলোয়ার রয়েছে তাঁর। (ছবি সৌজন্যে-instagram@tarun_raj_arora)
advertisement
advertisement
advertisement