Kareena-Shahid Kissing photo : আমি শেষ হয়ে গিয়েছিলাম! প্রাক্তন প্রেমিকা করিনার সঙ্গে চুম্বনের গোপন ছবি ফাঁস নিয়ে বিস্ফোরক শাহিদ!

Last Updated:
Kareena-Shahid Kissing photo : এককালে শাহিদ ও করিনা একে অপরের প্রেমে বুঁদ ছিলেন। চুটিয়ে প্রেম করতেন তাঁরা। ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। তিক্ততা তৈরি হয় প্রাক্তন যুগলের মধ্যে।
1/8
করিনা কাপুর খান এবং শাহিদ কাপুর। দুই বলি তারকাই এখন নিজ নিজ সংসারে ব্যস্ত। দুই সন্তানের অভিভাবক তাঁরা। করিনা বিয়ে করেছেন সইফ আলি খানকে। শাহিদ বিয়ে করেছেন মীরা রাজপুতকে।
করিনা কাপুর খান এবং শাহিদ কাপুর। দুই বলি তারকাই এখন নিজ নিজ সংসারে ব্যস্ত। দুই সন্তানের অভিভাবক তাঁরা। করিনা বিয়ে করেছেন সইফ আলি খানকে। শাহিদ বিয়ে করেছেন মীরা রাজপুতকে।
advertisement
2/8
কিন্তু এককালে এই দুই তারকা একে অপরের প্রেমে বুঁদ ছিলেন। চুটিয়ে প্রেম করতেন তাঁরা। ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। তিক্ততা তৈরি হয় প্রাক্তন যুগলের মধ্যে।
কিন্তু এককালে এই দুই তারকা একে অপরের প্রেমে বুঁদ ছিলেন। চুটিয়ে প্রেম করতেন তাঁরা। ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। তিক্ততা তৈরি হয় প্রাক্তন যুগলের মধ্যে।
advertisement
3/8
সেই সময়ের একটি ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন শাহিদ। ২০০৪ সালে শাহিদ-করিনার একটি ছবি ফাঁস হয়ে যায়। যেখানে প্রাক্তন যুগলকে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে দেখা গিয়েছিল।
সেই সময়ের একটি ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন শাহিদ। ২০০৪ সালে শাহিদ-করিনার একটি ছবি ফাঁস হয়ে যায়। যেখানে প্রাক্তন যুগলকে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে দেখা গিয়েছিল।
advertisement
4/8
সেই সময়ে সোশ্যাল মিডিয়ার অত রমরমা না থাকলেও ছবিটি নিয়ে তুলকালাম শুরু হয়েছিল। কিছু বছর আগেও শাহিদ বলেছিলেন, ছবির পুরুষটি তিনি নন, কিন্তু পরবর্তীকালে ভিন্ন সুর শোনা যায় তাঁর গলায়।
সেই সময়ে সোশ্যাল মিডিয়ার অত রমরমা না থাকলেও ছবিটি নিয়ে তুলকালাম শুরু হয়েছিল। কিছু বছর আগেও শাহিদ বলেছিলেন, ছবির পুরুষটি তিনি নন, কিন্তু পরবর্তীকালে ভিন্ন সুর শোনা যায় তাঁর গলায়।
advertisement
5/8
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি তখন শেষ হয়ে গিয়েছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র ২৪ বছর। মনে হচ্ছিল, ব্যক্তিগত পরিসর বলে কিছুই নেই জীবনে।’’
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি তখন শেষ হয়ে গিয়েছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র ২৪ বছর। মনে হচ্ছিল, ব্যক্তিগত পরিসর বলে কিছুই নেই জীবনে।’’
advertisement
6/8
‘‘আমার পিঠ ঠেকে গিয়েছিল দেওয়ালে। মনে হচ্ছিল, এ কী হয়ে গেল, কী হচ্ছে এসব! অবশ্যই এরকম একটি ঘটনা যে কারও জীবনে প্রভাব ফেলবে। সম্পূর্ণ ভাবে ঘেঁটে গিয়েছিলাম।’’
‘‘আমার পিঠ ঠেকে গিয়েছিল দেওয়ালে। মনে হচ্ছিল, এ কী হয়ে গেল, কী হচ্ছে এসব! অবশ্যই এরকম একটি ঘটনা যে কারও জীবনে প্রভাব ফেলবে। সম্পূর্ণ ভাবে ঘেঁটে গিয়েছিলাম।’’
advertisement
7/8
‘‘বিশেষ করে ওরকম বয়সে কেউ নিজের অনুভূতি সম্পর্কে ততটা ওয়াকিবহাল নয়। কীভাবে একটি মেয়ের সঙ্গে তুমি প্রেম করছ, কী কী করতে হয় জানো না। উপরন্তু তুমি একজন অভিনেতা।’’
‘‘বিশেষ করে ওরকম বয়সে কেউ নিজের অনুভূতি সম্পর্কে ততটা ওয়াকিবহাল নয়। কীভাবে একটি মেয়ের সঙ্গে তুমি প্রেম করছ, কী কী করতে হয় জানো না। উপরন্তু তুমি একজন অভিনেতা।’’
advertisement
8/8
সেই শাহিদ এখন সম্বন্ধ করে বিয়ে করেন ২০১৫ সালে। বাবা-মায়ের পছন্দ মতো মীরাকে বিয়ে করে এখন তিনি সুখী। এখন ছেলে জেয়ন এবং মেয়ে মিশাকে নিয়ে সংসার করেন ‘যব উই মেট’-এর নায়ক। কিন্তু করিনার সঙ্গে তাঁর প্রেমের কথা ভুলতে পারেননি তাঁদের ভক্তরা।
সেই শাহিদ এখন সম্বন্ধ করে বিয়ে করেন ২০১৫ সালে। বাবা-মায়ের পছন্দ মতো মীরাকে বিয়ে করে এখন তিনি সুখী। এখন ছেলে জেয়ন এবং মেয়ে মিশাকে নিয়ে সংসার করেন ‘যব উই মেট’-এর নায়ক। কিন্তু করিনার সঙ্গে তাঁর প্রেমের কথা ভুলতে পারেননি তাঁদের ভক্তরা।
advertisement
advertisement
advertisement