SRK Death Threat: শাহরুখকে প্রাণে মারার হুমকি! অবশেষে ছত্তিশগড় থেকে পুলিশের জালে অভিযুক্ত! কী তার পরিচয়?
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
SRK Death Threat: মহম্মদ ফয়জল খান আসলে পেশায় একজন আইনজীবী। মুম্বই পুলিশের সামনে জিজ্ঞাসাবাদে হাজিরা না দেওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে তাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
পুলিশের মতে, কলার বলেছিল যে, “মন্নত ব্যান্ডস্ট্যান্ড থেকে আমি শাহরুখ খানকে ফোন করছি। যদি তিনি আমায় ৫০ লক্ষ টাকা না দেন, তাহলে আমি তাহলে ওঁকে মেরে ফেলব। এরপর ওই কলারের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে সে জানিয়েছিল যে, সেটা বিষয় নয়। যদি উল্লেখ করারই থাকে, তাহলে আপনারা আমার নাম লিখতে পারেন ‘হিন্দুস্তানি’।”
advertisement
advertisement
যদিও প্রাণনাশের হুমকি নিয়ে বলিউড বাদশার কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছবির সাফল্যের পরে গত বছর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন অভিনেতা। গত বছরই জানা গিয়েছিল, ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন শাহরুখ। সেই কারণে তাঁর নিরাপত্তাও জোরদার করা হয়েছিল। ওয়াই+ নিরাপত্তা পেয়েছিলেন তিনি। ফলে হামেশাই শাহরুখকে তাঁর নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে দেখা যায়।
advertisement