Shah Rukh Khan-Suhana Khan: একই ছবিতে শাহরুখ-সুহানা! জনপ্রিয় বাঙালি পরিচালকের সঙ্গে কাজ বাবা-মেয়ের, কে তিনি

Last Updated:
Shah Rukh Khan-Suhana Khan: নতুন এই ছবির বিষয়ে এখনও যদিও শিলমোহর বসাননি নির্মাতারা। শোনা যাচ্ছে, আপাতত প্রোডাকশন পূর্ববর্তী কাজ চলছে।
1/5
বাবার পদাঙ্ক অনুসরণ পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কে। বলিউডে হাতেখড়ি হতে চলেছে সুহানা খানের। জোয়া আখতারের 'দ্য আর্চিজ'-এর হাত ধরে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করছেন শাহরুখ-তনয়া।
বাবার পদাঙ্ক অনুসরণ পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কে। বলিউডে হাতেখড়ি হতে চলেছে সুহানা খানের। জোয়া আখতারের 'দ্য আর্চিজ'-এর হাত ধরে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করছেন শাহরুখ-তনয়া।
advertisement
2/5
মেয়ের সঙ্গে শাহরুখের যুগলবন্দি দেখা যেতে পারে পর্দায়। সুজয় ঘোষ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলারে কাজ করতে পারেন শাহরুখ-সুহানা। ছবিটি রেড চিলিজের এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রযোজনা করবেন 'পাঠান' পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
মেয়ের সঙ্গে শাহরুখের যুগলবন্দি দেখা যেতে পারে পর্দায়। সুজয় ঘোষ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলারে কাজ করতে পারেন শাহরুখ-সুহানা। ছবিটি রেড চিলিজের এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রযোজনা করবেন 'পাঠান' পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
advertisement
3/5
জানা গিয়েছে, সুজয় পরিচালিত ছবি শাহরুখের চরিত্রটি কিছুটা 'ডিয়ার জিন্দেগি'র জাহাঙ্গির খানের মতো হতে চলেছে। স্ক্রিন টাইমও থাকবে সেই ছবির মতোই।
জানা গিয়েছে, সুজয় পরিচালিত ছবি শাহরুখের চরিত্রটি কিছুটা 'ডিয়ার জিন্দেগি'র জাহাঙ্গির খানের মতো হতে চলেছে। স্ক্রিন টাইমও থাকবে সেই ছবির মতোই।
advertisement
4/5
নতুন এই ছবির বিষয়ে এখনও যদিও শিলমোহর বসাননি নির্মাতারা। শোনা যাচ্ছে, আপাতত প্রোডাকশন পূর্ববর্তী কাজ চলছে।
নতুন এই ছবির বিষয়ে এখনও যদিও শিলমোহর বসাননি নির্মাতারা। শোনা যাচ্ছে, আপাতত প্রোডাকশন পূর্ববর্তী কাজ চলছে।
advertisement
5/5
অভিনয় করার জন্য সুহানাকে আগাগোড়াই আগ্রহ দিয়েছেন শাহরুখ। বাবা-মেয়ের যুগলবন্দি কেমন হবে পর্দায়? তা নিয়ে চর্চা শুরু এখন থেকেই।
অভিনয় করার জন্য সুহানাকে আগাগোড়াই আগ্রহ দিয়েছেন শাহরুখ। বাবা-মেয়ের যুগলবন্দি কেমন হবে পর্দায়? তা নিয়ে চর্চা শুরু এখন থেকেই।
advertisement
advertisement
advertisement