Bollywood Gossip: কম বয়সে বিয়ে করে যমজ সন্তানের মা, খলনায়িকা হিসেবে বিখ্যাৎ, ব্রেকের পর আবার সিরিয়ালে ফিরেছেন স্বমহিমায়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সময়ের আগেই তার জীবনে অনেক মাইলফলক অর্জন করেছেন। ৬ বছর বয়সে কোনও বিজ্ঞাপনের অংশ হওয়া হোক বা অল্প বয়সে বিয়ে করা এবং মা হওয়া। তিনি প্রতিটি ভূমিকাই দুর্দান্তভাবে পালন করেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
এই বিজ্ঞাপনের পর, মনে হচ্ছে উর্বশীর ক্যামেরার সঙ্গে এমন একটা বন্ধন তৈরি হয়েছিল যে আজও তা অক্ষুণ্ণ। দূরদর্শনের টিভি ধারাবাহিক শ্রীকান্তে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। এতে তাঁর চরিত্রের নাম ছিল রাজলক্ষ্মী। যদি আমরা তাঁর প্রথম প্রধান চরিত্রের কথা বলি, তাহলে দূরদর্শনের 'দেখ ভাই দেখ'-এ শিল্পার ভূমিকায় উর্বশীর সঙ্গে প্রথম দেখা হয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
২০১২ সালে, তিনি টেলিভিশন অনুষ্ঠান 'বিগ বস'-এর ৬ষ্ঠ সিজনে উপস্থিত হন এবং সেখানে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন। ২০১৩ সালের ১২ জানুয়ারি তিনি সিজনের বিজয়ী হন। এরপর, তিনি কালারস টিভির চন্দ্রকান্তায় রানী ইরাবতীর চরিত্রে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর, তিনি ২০২২ সালে 'নাগিন ৬'-এ উর্বশীর চরিত্রে ফিরে আসেন।