Saurav Das: 'লোকে আর রণবীর সিং বলে না'! মা-মাসির সাজ দেখে প্রভাবিত সৌরভ, 'না' নেই স্কার্টেও

Last Updated:
Saurav Das: টলিউডের নায়কদের সচরাচর এমন সাজে সেজে উঠতে দেখা যায় না। বেশির ভাগই এখনও শ্য়ুট-বুট বা শার্ট-পাঞ্জাবির চেনা ছকে আবদ্ধ। আর সেই ছকই যেন বারবার ভেঙে দিতে চাইছেন টলিপাড়ার মন্টু পাইলট।
1/6
চোখে সুরমা, হাতে কালো নেলপালিশ, আঙুলে শোভা পেয়েছে জমকালো সব আংটি। আর পরনে? স্কার্ট, ব্লেজার আর করসেট। শুক্রবার জয় ফিল্মফেয়ার অ্য়াওয়ার্ডসে এ ভাবেই হাজির হলেন সৌরভ দাস। তাক লাগিয়ে দিলেন সকলকে। টলিউডের নায়কদের সচরাচর এমন সাজে সেজে উঠতে দেখা যায় না। বেশির ভাগই এখনও শ্য়ুট-বুট বা শার্ট-পাঞ্জাবির চেনা ছকে আবদ্ধ। আর সেই ছকই যেন বারবার ভেঙে দিতে চাইছেন টলিপাড়ার মন্টু পাইলট।
চোখে সুরমা, হাতে কালো নেলপালিশ, আঙুলে শোভা পেয়েছে জমকালো সব আংটি। আর পরনে? স্কার্ট, ব্লেজার আর করসেট। শুক্রবার জয় ফিল্মফেয়ার অ্য়াওয়ার্ডসে এ ভাবেই হাজির হলেন সৌরভ দাস। তাক লাগিয়ে দিলেন সকলকে। টলিউডের নায়কদের সচরাচর এমন সাজে সেজে উঠতে দেখা যায় না। বেশির ভাগই এখনও শ্য়ুট-বুট বা শার্ট-পাঞ্জাবির চেনা ছকে আবদ্ধ। আর সেই ছকই যেন বারবার ভেঙে দিতে চাইছেন টলিপাড়ার মন্টু পাইলট।
advertisement
2/6
অতীতেও স্কার্ট আর ব্লেজারের সাজে দেখা গিয়েছে সৌরভকে। তবে তখন ফোটোশ্য়ুটেই থেমেছিলেন তিনি। এ বার সোজা চাঁদের হাটে! নিউজ18 বাংলাকে তিনি বলেন, "কাজ হোক বা সাজপোশাক, আমি সব কিছুতেই বাঁধাধরা নিয়মের বাইরে যেতে চেয়েছি। আমার মনে হয় সব কিছুতেই একটু পাগলামি মিশে থাকা ভাল।"
অতীতেও স্কার্ট আর ব্লেজারের সাজে দেখা গিয়েছে সৌরভকে। তবে তখন ফোটোশ্য়ুটেই থেমেছিলেন তিনি। এ বার সোজা চাঁদের হাটে! নিউজ18 বাংলাকে তিনি বলেন, "কাজ হোক বা সাজপোশাক, আমি সব কিছুতেই বাঁধাধরা নিয়মের বাইরে যেতে চেয়েছি। আমার মনে হয় সব কিছুতেই একটু পাগলামি মিশে থাকা ভাল।"
advertisement
3/6
বলিউডের রণবীর সিংকেও ছকভাঙা সাজে দেখতে অভ্য়স্ত দর্শক। তবে সৌরভের অনুপ্রেরণা কিন্তু তিনি নন। কাঁচা বয়সে আমেরিকার বিখ্য়াত রক ব্য়ান্ডের সদস্য়ের আঙুলে কালো নেলপালিশ দেখেছিলেন অভিনেতা। হলিউড অভিনেতা জনি ডেপের চোখের নীচে কাজল দেখেছিলেন। তখন থেকেই তাঁদের মতো করে সেজে ওঠার কথা ভেবেছিলেন সৌরভ। 'গথিক লুক' টানত তাঁকে। তাঁর কথায়, "শুরুর দিকে অনেকে আমাকে রণবীরের (সিং) সঙ্গে তুলনা করা হত। কিন্তু এখন সবাই জানে আমি এ ধরনের সাজপোশাক পছন্দ করি। তাই আর কেউ কিছু বলে না। অবশ্য় কে কী বলল, তা নিয়ে আমি কখনও ভাবিও না।"
বলিউডের রণবীর সিংকেও ছকভাঙা সাজে দেখতে অভ্য়স্ত দর্শক। তবে সৌরভের অনুপ্রেরণা কিন্তু তিনি নন। কাঁচা বয়সে আমেরিকার বিখ্য়াত রক ব্য়ান্ডের সদস্য়ের আঙুলে কালো নেলপালিশ দেখেছিলেন অভিনেতা। হলিউড অভিনেতা জনি ডেপের চোখের নীচে কাজল দেখেছিলেন। তখন থেকেই তাঁদের মতো করে সেজে ওঠার কথা ভেবেছিলেন সৌরভ। 'গথিক লুক' টানত তাঁকে। তাঁর কথায়, "শুরুর দিকে অনেকে আমাকে রণবীরের (সিং) সঙ্গে তুলনা করা হত। কিন্তু এখন সবাই জানে আমি এ ধরনের সাজপোশাক পছন্দ করি। তাই আর কেউ কিছু বলে না। অবশ্য় কে কী বলল, তা নিয়ে আমি কখনও ভাবিও না।"
advertisement
4/6
সৌরভের পরনে যে শার্ট ছিল, তাতে ছিল স্টার প্রিন্ট। ফিল্মফেয়ারে তারকা-সমাগমের কথা মাথায় রেখে এই শার্ট বেছে নিয়েছিলেন তিনি। অভিনেতা মনে করেন জীবনে একের পর এক ঢেউ আসবে। থাকবে উত্থান-পতন। তা বোঝাতেই বাহারি ঢেউ খেলানো স্কার্ট বেছে নিয়েছিলেন তিনি। তার সঙ্গেই ছিল কোমরে করসেট, এক কাঁধে স্কার্ফ এবং কালো রঙা ব্লেজার।
সৌরভের পরনে যে শার্ট ছিল, তাতে ছিল স্টার প্রিন্ট। ফিল্মফেয়ারে তারকা-সমাগমের কথা মাথায় রেখে এই শার্ট বেছে নিয়েছিলেন তিনি। অভিনেতা মনে করেন জীবনে একের পর এক ঢেউ আসবে। থাকবে উত্থান-পতন। তা বোঝাতেই বাহারি ঢেউ খেলানো স্কার্ট বেছে নিয়েছিলেন তিনি। তার সঙ্গেই ছিল কোমরে করসেট, এক কাঁধে স্কার্ফ এবং কালো রঙা ব্লেজার।
advertisement
5/6
শৈশব থেকেই মা-মাসিদের কাছে বেশি থেকেছেন সৌরভ। তাঁদের সান্নিধ্য়েই বেড়ে উঠেছেনে ধীরে ধীরে। অভিনেতার বোনের প্রভাবও তাঁর জীবনে কিছু কম নয়। ছোট থেকেই তাঁদের সাজগোজ আকর্ষণ করেছে অভিনেতাকে। সৌরভ জানান, অভিনেতার মা তাঁকে চোখে সুরমা পরতে উৎসাহ দেন।
শৈশব থেকেই মা-মাসিদের কাছে বেশি থেকেছেন সৌরভ। তাঁদের সান্নিধ্য়েই বেড়ে উঠেছেনে ধীরে ধীরে। অভিনেতার বোনের প্রভাবও তাঁর জীবনে কিছু কম নয়। ছোট থেকেই তাঁদের সাজগোজ আকর্ষণ করেছে অভিনেতাকে। সৌরভ জানান, অভিনেতার মা তাঁকে চোখে সুরমা পরতে উৎসাহ দেন।
advertisement
6/6
সৌরভ বললেন, "কলকাতা এখনও হয়তো এই ধরনের সাজপোশাক দেখতে অভ্য়স্ত নয়। শুরুটা না হয় আমিই করলাম। এতে যদি সবার জন্য় ভাবনার নতুন দিক খুলে যায়, ক্ষতি কী!"
সৌরভ বললেন, "কলকাতা এখনও হয়তো এই ধরনের সাজপোশাক দেখতে অভ্য়স্ত নয়। শুরুটা না হয় আমিই করলাম। এতে যদি সবার জন্য় ভাবনার নতুন দিক খুলে যায়, ক্ষতি কী!"
advertisement
advertisement
advertisement