AI গুপি বাঘা! ভূতের রাজা দিল বরের বিশেষ প্রয়াস, শীঘ্রই আসছে সোশ্যাল মিডিয়ায়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সম্পূর্ণ নতুনভাবে লেখা গানের সঙ্গে চরিত্রগুলোকে এআই ফরম্যাটে দেখানো হয়েছে।
advertisement
কয়েকদিন আগেই গিয়েছে সত্যজিৎ রায়ের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হল। এই দিনটিকেই 'ভূতের রাজা দিল বর' টিম নিয়ে আসেন 'এআই গুপি বাঘা'। যদিও এখনও সামাজিক মাধ্যমে তা আসেনি কিছু কাজ বাকি থাকায় । সত্যজিৎ রায়ের জন্মদিনে রায় পরিবারকে এই উপহার দিলেন 'ভূতের রাজা দিল বর'-এর কর্ণধার রাজীব পাল । পাশাপাশি দুর্গাপুরে বড় পর্দায় প্রদর্শিত হয় এই ভিডিয়োটি ।
advertisement
advertisement
advertisement