Crew: টাকা লুঠ করে দেশ ছাড়লেন! শাশ্বত চট্টোপাধ্যায় চমকে দিলেন তিন কন্যার মাঝে, দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Sawata Chatterjee: নিজের চাটার্ড ফ্লাইটে কাঁড়ি কাঁড়ি সোনা নিয়ে পালাচ্ছেন শাশ্বত ওরফে ছবির বিজয় ওয়ালিয়া
দেশ ছাড়ার গভীর পরিকল্পনা৷ সব কিছু লুঠ করে, নিজের চার্টাজ ফ্লাইটে কাঁড়ি কাঁড়ি সোনা নিয়ে পালাচ্ছেন শাশ্বত ওরফে বিজয় ওয়ালিয়া৷ কহিনুর এয়ারলাইন্সের মালিক নিজের স্বার্থে কর্মীদের দিয়ে করাচ্ছেন স্মাগলিং৷ সেই সোনা পাচার করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করে বহুকর্মীকে অসহায় অবস্থায় ফেলে পালাচ্ছেন এই শিল্পপতি৷ এভাবে শাশ্বতকে দেখে সকলেই হকচকিয়ে গিয়েছেন৷
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী এই ছবিটির বাজেট ছিল ৬০ কোটি টাকা। ফলে এটা যে তিনদিনেই হিট করে গেল সেটা বলা চলে। ইতিমধ্যেই ছবির ব্যবসায় তা উঠে এসেছে, বলছে বিশেষজ্ঞ মহল৷ ক্রু ছবিটির পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। ছবিটির প্রযোজনা করেছেন অনিল কাপুর, একতা কাপুর, রিয়া কাপুর এবং শোভা কাপুর। এই ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় আছেন করিনা কাপুর, কৃতি শ্যানন, টাবু, দিলজিৎ দোসাঁঝ, শাশ্বত চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement