

বিগবস ১১ এর প্রতিযোগী ছিলেন স্বপ্না চৌধুরি, তারপর থেকেই তিনি বিভিন্ন সময়েই চর্চার কেন্দ্রবিন্দুতে ৷ স্বপ্না চৌধুরির নাচে ঘায়েল হয়েছেন বহু ভক্তেরা ৷ স্বপ্নার ঠুমকা শুধু দেশেই নয় বিদেশেও সমাদর রয়েছে ৷ স্বপ্নার নাচের ভিডিও মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আছড়ে পড়ে দুর্বার গতিতে ৷ সংগৃহীত ছবি ৷


সম্প্রতি স্বপ্না তাঁর পিঠে ট্যাটু করিয়েছেন, সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়েছে ৷ সংগৃহীত ছবি ৷


স্বপ্না পিঠে লিখিয়েছেন দেশি ক্যুইন ৷ ভক্তরা অত্যন্ত পছন্দ করেছেন ছবিটি ৷ স্বপ্নার ক্ষেত্রে দেশি ক্যুইন শব্দটি সুপ্রযোজ্য বলেও মন্তব্য করেছেন অনেকে ৷


স্বপ্না তাঁর পিঠে লিখেছেন দেশি ক্যুইন ৷ ছবির সঙ্গে ক্যাপশন লিখেছেন - আপনি পড়েছেন ? ছবিটি শেয়ারের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় এক লক্ষ মানুষ ভিউ করেছেন৷ অনেক মন্তব্যই করেছেন বিভিন্ন মানুষেরা, এরই মধ্যে এক ভক্তের উল্লেখযোগ্য মন্তব্য সত্যিই স্বপ্না দেশি ক্যুইন ৷ সংগৃহীত ছবি ৷