Sandipta Sen Wedding: সৌম্যকে জড়িয়ে প্রেমে মশগুল, বিয়ে-রিসেপশনের প্ল্যান জানালেন সন্দীপ্তা, প্রি-ওয়েডিং ছবি ভাইরাল

Last Updated:
Sandipta Sen Wedding: আজ নভেম্বরের শেষ দিনে নিজেদের প্রি-ওয়েডিংয়ের ছবি শেয়ার করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
1/8
*বছর দুয়েকের সম্পর্ক পরিণতি পাবে ডিসেম্বর মাসে। ২ ডিসেম্বরে আংটি বদল। ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন। আপাতত জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
*বছর দুয়েকের সম্পর্ক পরিণতি পাবে ডিসেম্বর মাসে। ২ ডিসেম্বরে আংটি বদল। ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন। আপাতত জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
advertisement
2/8
*আজ নভেম্বরের শেষ দিনে নিজেদের প্রি-ওয়েডিংয়ের ছবি শেয়ার করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
*আজ নভেম্বরের শেষ দিনে নিজেদের প্রি-ওয়েডিংয়ের ছবি শেয়ার করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
advertisement
3/8
*ছবিতে সন্দীপ্তাকে দেখা গিয়েছে মেরুন রঙা শাড়িতে, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। সৌম্য পরেছেন কালো পাঞ্জাবি।
*ছবিতে সন্দীপ্তাকে দেখা গিয়েছে মেরুন রঙা শাড়িতে, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। সৌম্য পরেছেন কালো পাঞ্জাবি।
advertisement
4/8
*এ দিন ছবি শেয়ার করে সন্দীপ্তা লিখেছেন, "জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এরকম ভাবে অপেক্ষা করব।"
*এ দিন ছবি শেয়ার করে সন্দীপ্তা লিখেছেন, "জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এরকম ভাবে অপেক্ষা করব।"
advertisement
5/8
*প্রি-ওয়েডিং ফটোশ্যুট তাঁরা যে কলকাতাতেই করিয়েছেন, তা তাঁদের ছবি থেকেই স্পষ্ট।
*প্রি-ওয়েডিং ফটোশ্যুট তাঁরা যে কলকাতাতেই করিয়েছেন, তা তাঁদের ছবি থেকেই স্পষ্ট।
advertisement
6/8
*সন্দীপ্তা এবং সৌম্য, দুজনেই ব্যস্ত। কাজের ফাঁকে সময় বের করেই চলছে কেনাকাটা। অভিনেত্রী জানিয়েছেন, লিস্ট বানিয়ে শপিং করছেন। তাও শেষ হচ্ছে না।
*সন্দীপ্তা এবং সৌম্য, দুজনেই ব্যস্ত। কাজের ফাঁকে সময় বের করেই চলছে কেনাকাটা। অভিনেত্রী জানিয়েছেন, লিস্ট বানিয়ে শপিং করছেন। তাও শেষ হচ্ছে না।
advertisement
7/8
*টলিপাড়ার এই জনপ্রিয় জুটির বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিনই রিসেপশন পার্টির ব্যবস্থা করেছেন।
*টলিপাড়ার এই জনপ্রিয় জুটির বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিনই রিসেপশন পার্টির ব্যবস্থা করেছেন।
advertisement
8/8
*সন্দীপ্তা ছবি শেয়ার করার পরেই শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। বিয়েতে কী প্ল্যান রয়েছে তাঁদের সহকর্মীদের তাও অনেকেই লিখেছেন কমেন্ট সেকশনে।
*সন্দীপ্তা ছবি শেয়ার করার পরেই শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। বিয়েতে কী প্ল্যান রয়েছে তাঁদের সহকর্মীদের তাও অনেকেই লিখেছেন কমেন্ট সেকশনে।
advertisement
advertisement
advertisement