সামান্থা প্রভু। এই নায়িকাকে চেনেন না এমন মানুষ মেলা ভার! সম্প্রতি বেশ কয়েকটি বিষয়ে চর্চায় এসেছে তাঁর নাম। সামান্থা দক্ষিণের জনপ্রিয় নায়িকা। সেইন সঙ্গে বলিটাউনেই তাঁর যথেষ্ট নাম ডাক। আইটেম ডান্স হোক বা ফ্যামেলি ম্যান-এর মতো সিরিজে লিড চরিত্রে অভিনয়ে সামান্থা একাই মাত করতে পারেন। তবে বেশ কিছুদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। photo source collected
ইতিমধ্যেই সামান্থা ও নাগা চৈতন্যর ডিভোর্স হয়েছে। এখন একাই থাকেন সামান্থা। সেই সঙ্গে সামান্থা একটি কঠিন অসুখের শিকার। যে রোগ গোটা জীবন তাঁর সঙ্গ ছাড়বে না। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে সব কিছুকে তোয়াক্কা না করে জীবনের লড়াই লড়ছেন এই মেয়ে। ডিভোর্স নিয়ে সামান্থা কখনই মন্তব্য করেননি। এমনকি নাগার নতুন প্রেম নিয়ে আলোচনা হলেও সামান্থা চুপ থেকেছেন। photo source collected