Samantha | Naga Chaitanya: "মেয়েটিকে আঘাত না করলেই হল।" নাগার নতুন প্রেম নিয়ে প্রথমবার মুখ খুললেন সামান্থা!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Samantha | Naga Chaitanya: সামান্থার কথায় উঠে আসছে অন্য ইঙ্গিত! তবে কী শারীরিক ভাবেও অত্যচারিত হয়েছেন নায়িকা! কী বললেন প্রাক্তন স্বামীর নতুন প্রেম নিয়ে? জানুন
সামান্থা প্রভু। এই নায়িকাকে চেনেন না এমন মানুষ মেলা ভার! সম্প্রতি বেশ কয়েকটি বিষয়ে চর্চায় এসেছে তাঁর নাম। সামান্থা দক্ষিণের জনপ্রিয় নায়িকা। সেইন সঙ্গে বলিটাউনেই তাঁর যথেষ্ট নাম ডাক। আইটেম ডান্স হোক বা ফ্যামেলি ম্যান-এর মতো সিরিজে লিড চরিত্রে অভিনয়ে সামান্থা একাই মাত করতে পারেন। তবে বেশ কিছুদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। photo source collected
advertisement
ইতিমধ্যেই সামান্থা ও নাগা চৈতন্যর ডিভোর্স হয়েছে। এখন একাই থাকেন সামান্থা। সেই সঙ্গে সামান্থা একটি কঠিন অসুখের শিকার। যে রোগ গোটা জীবন তাঁর সঙ্গ ছাড়বে না। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে সব কিছুকে তোয়াক্কা না করে জীবনের লড়াই লড়ছেন এই মেয়ে। ডিভোর্স নিয়ে সামান্থা কখনই মন্তব্য করেননি। এমনকি নাগার নতুন প্রেম নিয়ে আলোচনা হলেও সামান্থা চুপ থেকেছেন। photo source collected
advertisement
advertisement
সামান্থা জানিয়েছেন, "আমি একটুও ভাবছি না কে কার সঙ্গে প্রেম করছে। বা ভালবাসছে। যারা ভালবাসার মানে জানে না, প্রিয়জনকে কষ্টের মধ্যে ঠেলে দিয়ে চোখের জলে ভাসায়, এবং বহু মানুষের সঙ্গে ডেট করে, তাদের নিয়ে কিছু বলার নেই। যাইহোক আমি চাইবো এই মেয়েটি অন্তত্য সুখি হোক। " এখানেই শেষ নয়। photo source collected
advertisement
সামান্থা আরও জানান, "তবে হ্যাঁ যদি সেই মানুষটি নিজের চরিত্র এবং ব্যবহার বদলাতে পারে তবেই মেয়েটি সুখি হবে। এবং মেয়েটিকে আঘাত না করে খেয়াল রাখতে পারে, তবে তা সকলের জন্যই ভাল।" এই প্রথমবার কিছু বললেন সামান্থা। সামনেই মুক্তি পাবে সামান্থা ও দেব মোহন অভিনীত ছবি "শকুন্তলম"! photo source collected