Salman Khan Love Story: ঐশ্বর্য-ক্যাটরিনা নয়, বলিউডের সুপারস্টার এই নায়িকাকে বিয়ের প্রস্তাব দেন সলমান! কিন্তু পরিণতি মারাত্মক হয়

Last Updated:
Salman Khan Love Story: কাউকে চেয়েও পাননি বলেই কি বিয়েটা করা হয়ে ওঠেনি সুপারস্টার সলমান খানের? সেই উত্তর নিয়েও কিন্তু জল্পনা রয়েছে।
1/12
সলমান খান কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন?
সলমান খান কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন?
advertisement
2/12
কাউকে চেয়েও পাননি বলেই কি বিয়েটা করা হয়ে ওঠেনি সুপারস্টার সলমান খানের? সেই উত্তর নিয়েও কিন্তু জল্পনা রয়েছে। সলমান নিজেই এক সাক্ষাৎকার এ রকম ইঙ্গিত দিয়েছিলেন।
কাউকে চেয়েও পাননি বলেই কি বিয়েটা করা হয়ে ওঠেনি সুপারস্টার সলমান খানের? সেই উত্তর নিয়েও কিন্তু জল্পনা রয়েছে। সলমান নিজেই এক সাক্ষাৎকার এ রকম ইঙ্গিত দিয়েছিলেন।
advertisement
3/12
জানিয়েছিলেন, এক নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি ফিরিয়ে দেন। সে কথা কোনও দিন ভুলতে পারবেন না বলেও জানান তিনি।
জানিয়েছিলেন, এক নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি ফিরিয়ে দেন। সে কথা কোনও দিন ভুলতে পারবেন না বলেও জানান তিনি।
advertisement
4/12
ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ, জেরিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে অতীতে নাম জড়িয়েছে সলমানের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সলমান, সে খবরও ছড়িয়ে পড়ে।
ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ, জেরিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে অতীতে নাম জড়িয়েছে সলমানের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সলমান, সে খবরও ছড়িয়ে পড়ে।
advertisement
5/12
তার পর সেই জল্পনায় জলও পড়ে। কিন্তু আপনি কি জানেন কে সেই নায়িকা যাঁর বাবা নাকোচ করেছিলেন সলমানকে? তিনি, জুহি চাওলা।
তার পর সেই জল্পনায় জলও পড়ে। কিন্তু আপনি কি জানেন কে সেই নায়িকা যাঁর বাবা নাকোচ করেছিলেন সলমানকে? তিনি, জুহি চাওলা।
advertisement
6/12
জুহির বাবার কাছে নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সলমান খান। মুখে উপর প্রত্যাখাত হয়েছিলেন।
জুহির বাবার কাছে নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সলমান খান। মুখে উপর প্রত্যাখাত হয়েছিলেন।
advertisement
7/12
একটি সাক্ষাৎকারে সলমান বলেছিলেন, 'জুহি খুব মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। আমি তো তাঁকে বিয়ে করার জন্য তাঁর বাবার কাছে প্রস্তাবও দিয়েছি। উনি না বলেছিলেন।'
একটি সাক্ষাৎকারে সলমান বলেছিলেন, 'জুহি খুব মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। আমি তো তাঁকে বিয়ে করার জন্য তাঁর বাবার কাছে প্রস্তাবও দিয়েছি। উনি না বলেছিলেন।'
advertisement
8/12
কেন বিয়ের প্রস্তাব নাকচ করেছিলেন জুহির বাবা? তাঁর জবাবও জানিয়েছিলেন সলমান। বলেন, ‘আমি হয়তো তাঁর চাহিদায় ফিট করিনি। আমার তেমনই মনে হয়। জানি না, কী চাইছিলেন তিনি?’
কেন বিয়ের প্রস্তাব নাকচ করেছিলেন জুহির বাবা? তাঁর জবাবও জানিয়েছিলেন সলমান। বলেন, ‘আমি হয়তো তাঁর চাহিদায় ফিট করিনি। আমার তেমনই মনে হয়। জানি না, কী চাইছিলেন তিনি?’
advertisement
9/12
সলমান-জুহি একটি মাত্র ছবিতে এক সঙ্গে কাজ করেছিলেন। ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’। ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সলমান।
সলমান-জুহি একটি মাত্র ছবিতে এক সঙ্গে কাজ করেছিলেন। ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’। ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সলমান।
advertisement
10/12
তার আগে বা পরে দু’জনে আর কোনও ছবিতে এক সঙ্গে কাজ করেননি। কেন সলমন আর জুহি এক সঙ্গে কাজ করেননি, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। বাস্তবে একে অপরের বিষয়ে ভাল কথাই বলেছেন।
তার আগে বা পরে দু’জনে আর কোনও ছবিতে এক সঙ্গে কাজ করেননি। কেন সলমন আর জুহি এক সঙ্গে কাজ করেননি, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। বাস্তবে একে অপরের বিষয়ে ভাল কথাই বলেছেন।
advertisement
11/12
বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। 'কায়ামাত সে কায়ামাত' সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে জুহির। শিল্পপতি জয় মেটার সঙ্গে বিয়ে হয়েছে তার। এক পুত্র এবং এক কন্যা রয়েছে জুহির।
বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। 'কায়ামাত সে কায়ামাত' সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে জুহির। শিল্পপতি জয় মেটার সঙ্গে বিয়ে হয়েছে তার। এক পুত্র এবং এক কন্যা রয়েছে জুহির।
advertisement
12/12
সলমান আজও অবিবাহিত। সম্প্রতি সলমানের এই সাক্ষাত্‍কার ভাইরাল হতেই দর্শক মহলে হাসির ফোয়ারা। কেউ লিখেছেন, 'নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছিলেন আপনি।' আবার কারও মন্তব্য, 'আপনার সঙ্গে বিয়ে দেননি ভালই হয়েছে।' আবার কেউ লিখেছেন, 'কোন ভরসায় বিয়ে দিতেন তাঁরা আপনার সঙ্গে!'
সলমান আজও অবিবাহিত। সম্প্রতি সলমানের এই সাক্ষাত্‍কার ভাইরাল হতেই দর্শক মহলে হাসির ফোয়ারা। কেউ লিখেছেন, 'নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছিলেন আপনি।' আবার কারও মন্তব্য, 'আপনার সঙ্গে বিয়ে দেননি ভালই হয়েছে।' আবার কেউ লিখেছেন, 'কোন ভরসায় বিয়ে দিতেন তাঁরা আপনার সঙ্গে!'
advertisement
advertisement
advertisement