Saif Ali Khan-Sara Ali Khan: অপেক্ষার অবসান! প্রথমবার পিতা-কন্যা জুটি একসঙ্গে পর্দায়, সুখবর শোনালেন সারা আলি খান

Last Updated:
একটি বিমা সংস্থার বিজ্ঞাপনের জন্য পিতা-কন্যা জুটি একসঙ্গে পর্দায় কাজ করেছে। এই নতুন বিজ্ঞাপনে সারাকে একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা যাবে এবং তাঁর বাবা সইফকে চোর হিসেবে দেখানো হয়েছে।
1/5
বহু প্রতীক্ষার অবসান। সইফ আলি খান ও তাঁর একমাত্র কন‍্যা সারা আলি খানকে প্রথমবারের জন‍্য একসঙ্গে পর্দায় দেখা যাবে।
বহু প্রতীক্ষার অবসান। সইফ আলি খান ও তাঁর একমাত্র কন‍্যা সারা আলি খানকে প্রথমবারের জন‍্য একসঙ্গে পর্দায় দেখা যাবে।
advertisement
2/5
একটি বিমা সংস্থার বিজ্ঞাপনের জন্য পিতা-কন্যা জুটি একসঙ্গে পর্দায় কাজ করেছে। এই নতুন বিজ্ঞাপনে সারাকে একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা যাবে এবং তাঁর বাবা সইফকে চোর হিসেবে দেখানো হয়েছে।
একটি বিমা সংস্থার বিজ্ঞাপনের জন্য পিতা-কন্যা জুটি একসঙ্গে পর্দায় কাজ করেছে। এই নতুন বিজ্ঞাপনে সারাকে একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা যাবে এবং তাঁর বাবা সইফকে চোর হিসেবে দেখানো হয়েছে।
advertisement
3/5
সম্প্রতি, সারা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর বাবার সঙ্গে একটি মজার মুহূর্ত পোস্ট করেছেন। ছবিতে সারা পুলিশের ইউনিফর্ম পরে আর সাইফ চোরের মতো সেজে পোজ দিয়েছেন।
সম্প্রতি, সারা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর বাবার সঙ্গে একটি মজার মুহূর্ত পোস্ট করেছেন। ছবিতে সারা পুলিশের ইউনিফর্ম পরে আর সাইফ চোরের মতো সেজে পোজ দিয়েছেন।
advertisement
4/5
ভিডিওটির ক্যাপশনে সারা লিখেছেন ‘আমি বাবাকে ইন্স‍্যুরেন্স নেওয়ার উপায় শিখিয়ে দিয়েছি। কারণ বাবাকে নতুন কিছু শেখানোর জন্য আপনি কখনই খুব ছোট নভিডিওটির ক্যাপশনে সারা লিখেছেন ‘আমি বাবাকে ইন্স‍্যুরেন্স নেওয়ার উপায় শিখিয়ে দিয়েছি। কারণ বাবাকে নতুন কিছু শেখানোর জন্য আপনি কখনই খুব ছোট নন, তাই না।’ন, তাই না।’
ভিডিওটির ক্যাপশনে সারা লিখেছেন ‘আমি বাবাকে ইন্স‍্যুরেন্স নেওয়ার উপায় শিখিয়ে দিয়েছি। কারণ বাবাকে নতুন কিছু শেখানোর জন্য আপনি কখনই খুব ছোট নভিডিওটির ক্যাপশনে সারা লিখেছেন ‘আমি বাবাকে ইন্স‍্যুরেন্স নেওয়ার উপায় শিখিয়ে দিয়েছি। কারণ বাবাকে নতুন কিছু শেখানোর জন্য আপনি কখনই খুব ছোট নন, তাই না।’ন, তাই না।’
advertisement
5/5
এই পিতা-কন্যা জুটি এখনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি। যদিও সারা আলি খান ২০২০ সালে লাভ আজ কাল-এ আত্মপ্রকাশ করেছিলেন, যা সাইফ এবং দীপিকা পাড়ুকোন অভিনীত আসল ‘লাভ আজ কালের’ সিকুয়‍্যাল।
এই পিতা-কন্যা জুটি এখনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি। যদিও সারা আলি খান ২০২০ সালে লাভ আজ কাল-এ আত্মপ্রকাশ করেছিলেন, যা সাইফ এবং দীপিকা পাড়ুকোন অভিনীত আসল ‘লাভ আজ কালের’ সিকুয়‍্যাল।
advertisement
advertisement
advertisement