Rocky Aur Rani Ki Prem Kahani: বানানো গল্প নয়... বলিউডের 'এই' বহুল জনপ্রিয় জুটির প্রেমকাহিনিই আসলে রকি ও রানির গল্প, ফাঁস করলেন করণ নিজেই

Last Updated:
Rocky Aur Rani Ki Prem Kahani: সম্প্রতি, করণ জোহর একটি সংবাদমাধ‍্যমকে দেওয়া ইন্টারভিউতে বলেছেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির নেপথ‍্যে কোন সেলিব্রেটির প্রেমের কাহিনি আছে।
1/5
সাত বছরের বৈরাগ্য কাটিয়ে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির হাত ধরেই ফিরেছেন পরিচালনায় ফিরেছেন করণ জোহর।
সাত বছরের বৈরাগ্য কাটিয়ে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির হাত ধরেই ফিরেছেন পরিচালনায় ফিরেছেন করণ জোহর।
advertisement
2/5
আলিয়া ভাট এবং রণবীর সিংকে মুখ্য চরিত্রে রেখে বোনা বর্ণিল সেই গল্পে আছে প্রেম, সামাজিক বার্তা আর লিঙ্গকাঠামোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার তাগিদ।
আলিয়া ভাট এবং রণবীর সিংকে মুখ্য চরিত্রে রেখে বোনা বর্ণিল সেই গল্পে আছে প্রেম, সামাজিক বার্তা আর লিঙ্গকাঠামোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার তাগিদ।
advertisement
3/5
 তিনি ইন্টারভিউতে বলেন, ‘আমার শেষ সিনেমার মূল চরিত্রগুলি রকি ও রানি অবচেতনভাবে টুইঙ্কল খান্না এবং অক্ষয় কুমারের সম্পর্ক থেকে।’
তিনি ইন্টারভিউতে বলেন, ‘আমার শেষ সিনেমার মূল চরিত্রগুলি রকি ও রানি অবচেতনভাবে টুইঙ্কল খান্না এবং অক্ষয় কুমারের সম্পর্ক থেকে।’
advertisement
4/5
 তিনি আরও জানান, ‘তাঁদের দাম্পত্য জীবনে অসামান্য বন্ধুত্ব রয়েছে। আমি ওদের দুজনের সঙ্গেই ডিনার করেছি, আড্ডা দিয়েছি। তাঁদের বন্ধুত্বের মধ্যে এক ধরনের আরাম আছে। দুজন দুজনকে বিভিন্ন কারণে হাস্যকর মনে করে। তাই আমি অনুভব করেছি যে সমাজের দুটি ভিন্ন স্তর থেকে আসা মানুষের পক্ষে প্রকৃতপক্ষে ভালবাসা অসম্ভব নয়।’ সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে এই সিনেমা।
তিনি আরও জানান, ‘তাঁদের দাম্পত্য জীবনে অসামান্য বন্ধুত্ব রয়েছে। আমি ওদের দুজনের সঙ্গেই ডিনার করেছি, আড্ডা দিয়েছি। তাঁদের বন্ধুত্বের মধ্যে এক ধরনের আরাম আছে। দুজন দুজনকে বিভিন্ন কারণে হাস্যকর মনে করে। তাই আমি অনুভব করেছি যে সমাজের দুটি ভিন্ন স্তর থেকে আসা মানুষের পক্ষে প্রকৃতপক্ষে ভালবাসা অসম্ভব নয়।’ সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে এই সিনেমা।
advertisement
5/5
প্রসঙ্গত, অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি। ১৯৯৯ সালে, উমেশ মেহরার অ্যাকশন মুভি ‘ইন্টারন্যাশনাল খিলাড়িতে’ অভিনয় করার সময় দুই তারকা ডেটিং শুরু করেছিলেন। ২০০১ সালে বিয়ে করেন তাঁরা।প্রসঙ্গত, অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি। ১৯৯৯ সালে, উমেশ মেহরার অ্যাকশন মুভি ‘ইন্টারন্যাশনাল খিলাড়িতে’ অভিনয় করার সময় দুই তারকা ডেটিং শুরু করেছিলেন। ২০০১ সালে বিয়ে করেন তাঁরা।
প্রসঙ্গত, অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি। ১৯৯৯ সালে, উমেশ মেহরার অ্যাকশন মুভি ‘ইন্টারন্যাশনাল খিলাড়িতে’ অভিনয় করার সময় দুই তারকা ডেটিং শুরু করেছিলেন। ২০০১ সালে বিয়ে করেন তাঁরা।প্রসঙ্গত, অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি। ১৯৯৯ সালে, উমেশ মেহরার অ্যাকশন মুভি ‘ইন্টারন্যাশনাল খিলাড়িতে’ অভিনয় করার সময় দুই তারকা ডেটিং শুরু করেছিলেন। ২০০১ সালে বিয়ে করেন তাঁরা।
advertisement
advertisement
advertisement