লক্ষ্মীর পাঁচালী পড়া, ভোগ নিবেদন ! নিষ্ঠার সঙ্গে সিঙ্গাপুরেই পুজো করলেন ঋতুপর্ণা !

Last Updated:
লক্ষ্মী পুজো মানেই মোয়া আর নারকেলের নাড়ু মাস্ট, সেই আয়োজনও নিজে হাতেই করলেন নায়িকা।
1/5
নিজের শহর ছেড়ে বহুদিন সিঙ্গাপুরে স্বামী সন্তানদের নিয়ে সংসার করছেন ঋতুপর্ণা। লকডাউনের কারণে দেশেও ফেরা মুশকিল। শহরে না থাকলেও পুজোর আনন্দ সমানতালে সিঙ্গাপুরে বজায় রেখেছিলেন ঋতুপর্ণা।
নিজের শহর ছেড়ে বহুদিন সিঙ্গাপুরে স্বামী সন্তানদের নিয়ে সংসার করছেন ঋতুপর্ণা। লকডাউনের কারণে দেশেও ফেরা মুশকিল। শহরে না থাকলেও পুজোর আনন্দ সমানতালে সিঙ্গাপুরে বজায় রেখেছিলেন ঋতুপর্ণা।
advertisement
2/5
কলকাতায় থাকলে এখানে ঘটা করে লক্ষ্মী পুজো করেন অভিনেত্রী। সেটা এই বছর এখানে সম্ভব না হলেও সিঙ্গাপুরে বসেই সম্ভব করলেন ঋতু।
কলকাতায় থাকলে এখানে ঘটা করে লক্ষ্মী পুজো করেন অভিনেত্রী। সেটা এই বছর এখানে সম্ভব না হলেও সিঙ্গাপুরে বসেই সম্ভব করলেন ঋতু।
advertisement
3/5
মাথায় বড় লাল টিপ, লাল শাড়ি আর গা ভর্তি অলংকারে লক্ষ্মী দেবীর আরাধনায় গোটা পরিবার। পুজোর ভোগ থেকে শুরু করে গোটা পুজোর আয়োজন একা হাতেই সারেন ঋতুপর্ণা।
মাথায় বড় লাল টিপ, লাল শাড়ি আর গা ভর্তি অলংকারে লক্ষ্মী দেবীর আরাধনায় গোটা পরিবার। পুজোর ভোগ থেকে শুরু করে গোটা পুজোর আয়োজন একা হাতেই সারেন ঋতুপর্ণা।
advertisement
4/5
লক্ষ্মীর পাঁচালি পড়া থেকে শুরু করে পান পাতাতে সিঁন্দুর দেওয়া সবটাই নিজে হাতে নিষ্ঠা ভরে করলেন তিনি।
লক্ষ্মীর পাঁচালি পড়া থেকে শুরু করে পান পাতাতে সিঁন্দুর দেওয়া সবটাই নিজে হাতে নিষ্ঠা ভরে করলেন তিনি।
advertisement
5/5
লক্ষ্মী পুজো মানেই মোয়া আর নারকেলের নাড়ু মাস্ট, সেই আয়োজনও নিজে হাতেই সারলেন নায়িকা। শনিবার পুজো শেষ হতেই প্রসাদও ভাগ করে দেন নিজেই। সেই পুজোর ছবির অ্যালবাম রইল আপনাদের জন্য।
লক্ষ্মী পুজো মানেই মোয়া আর নারকেলের নাড়ু মাস্ট, সেই আয়োজনও নিজে হাতেই সারলেন নায়িকা। শনিবার পুজো শেষ হতেই প্রসাদও ভাগ করে দেন নিজেই। সেই পুজোর ছবির অ্যালবাম রইল আপনাদের জন্য।
advertisement
advertisement
advertisement