শাড়ি, খোলা চুল ! পুজোর সাজে সিঙ্গাপুরের রাস্তায় ঋতুপর্ণা সেনগুপ্ত !

Last Updated:
সেই সঙ্গে আজ শুভ সপ্তমী। মা দুর্গার সাজে সেজে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
1/5
ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তো বটেই। সেই সঙ্গে তাঁর স্টাইলে রয়েছে এক অন্য রূপ। এবার পুজোয় সিঙ্গাপুরে আছেন তিনি। এখানেই তাঁকে দেখা গেল সবুজ শাড়ি ও ব্যাগ নিয়ে পুজোর সাজে রাস্তায় ছবি তুলতে। photo source Instagram
ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তো বটেই। সেই সঙ্গে তাঁর স্টাইলে রয়েছে এক অন্য রূপ। এবার পুজোয় সিঙ্গাপুরে আছেন তিনি। এখানেই তাঁকে দেখা গেল সবুজ শাড়ি ও ব্যাগ নিয়ে পুজোর সাজে রাস্তায় ছবি তুলতে। photo source Instagram
advertisement
2/5
এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। photo source Instagram
এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। photo source Instagram
advertisement
3/5
সেই সঙ্গে আজ শুভ সপ্তমী। মা দুর্গার সাজে সেজে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। photo source Instagram
সেই সঙ্গে আজ শুভ সপ্তমী। মা দুর্গার সাজে সেজে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। photo source Instagram
advertisement
4/5
আবার কখনও একেবারে হালকা সাজে হয়ে উঠেছেন মোহময়ী।photo source Instagram
আবার কখনও একেবারে হালকা সাজে হয়ে উঠেছেন মোহময়ী।photo source Instagram
advertisement
5/5
পুজোর শুভেচ্ছা জানিয়ে ঋতুপর্ণা লেখেন, "এই বছর এতো মনখারাপ এর মাঝেও আমরা মা দূর্গা-র আগমনীতে আমাদের মন একই রকম ভাবে মেতে উঠেছে ! শুধু প্রয়োজন একটু সাবধানতা আর সচেনতা ! সকলের পুজো খুব ভালো কাটুক! ভালো থাকুন সবাই! শারদ শুভেচ্ছা"photo source Instagram
পুজোর শুভেচ্ছা জানিয়ে ঋতুপর্ণা লেখেন, "এই বছর এতো মনখারাপ এর মাঝেও আমরা মা দূর্গা-র আগমনীতে আমাদের মন একই রকম ভাবে মেতে উঠেছে ! শুধু প্রয়োজন একটু সাবধানতা আর সচেনতা ! সকলের পুজো খুব ভালো কাটুক! ভালো থাকুন সবাই! শারদ শুভেচ্ছা"photo source Instagram
advertisement
advertisement
advertisement