প্রথম ছবিতেই সাহসী অবতারে নজর কেড়েছিলেন করিশ্মা, কিন্তু ভাইঝিকে এভাবে দেখে বেজায় চটেছিলেন কাকা ঋষি কাপুর, জবাবে যা বলেছিলেন অভিনেত্রী…
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
করিশ্মা নিজের মা প্রাক্তন অভিনেত্রী ববিতার থেকে পূর্ণ সাহায্য পেয়েছিলেন। কন্যাকে রুপোলি জগতে প্রতিষ্ঠিত করতে কম পরিশ্রম করেননি তিনি। কিন্তু যাত্রাপথটা মসৃণ ছিল না একেবারেই। একবার একটি ছবিতে করিশ্মাকে স্যুইং স্যুট পরতে হয়েছিল। যা মেনে নিতে পারেননি অভিনেত্রীর কাকা তথা অভিনেতা ঋষি কাপুর।
হিন্দি ছবির দুনিয়ায় কাপুর পরিবারের অবদান অনস্বীকার্য। কিন্তু এই পরিবারের কন্যা এবং পুত্রবধূদের কাজ কিংবা অবদানের কথা উঠলে এই পরিবারটি অনেকটাই পিছিয়ে থাকবে। কারণ আগে বলা হত যে, কাপুর পরিবারের মেয়ে-বৌরা কাজ করেন না। তবে কাপুর পরিবারের প্রথম কন্যা হিসেবে করিশ্মা কাপুরই নিজের পরিবারের বস্তাপচা নিয়মের বেড়াজাল ভেঙে রুপোলি দুনিয়ায় দাপিয়ে কাজ করেছেন। আর সকলেই জানেন যে, নিজের সময়ের সেরা প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি।
advertisement
করিশ্মা নিজের মা প্রাক্তন অভিনেত্রী ববিতার থেকে পূর্ণ সাহায্য পেয়েছিলেন। কন্যাকে রুপোলি জগতে প্রতিষ্ঠিত করতে কম পরিশ্রম করেননি তিনি। কিন্তু যাত্রাপথটা মসৃণ ছিল না একেবারেই। একবার একটি ছবিতে করিশ্মাকে স্যুইং স্যুট পরতে হয়েছিল। যা মেনে নিতে পারেননি অভিনেত্রীর কাকা তথা অভিনেতা ঋষি কাপুর। সেই গল্পই শুনে নেওয়া যাক। (Movie Still)
advertisement
নব্বইয়ের দশকে ‘প্রেম কয়েদি’ ছবির হাত ধরে বি-টাউনে পা রেখেছিলেন করিশ্মা কাপুর। সৌন্দর্য এবং অভিনয়ের জাদুতে ভক্তদের মনে অচিরেই জায়গা করে নিয়েছিলেন তিনি। আর পিছন ফিরে তাকাতে হয়নি করিশ্মাকে। তবে প্রেম কয়েদি ছবির পরেই অভিনেত্রীর কাকা ঋষি কাপুর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ ভাইঝিকে স্যুইমস্যুটে দেখে মেনে নিতে পারেননি তিনি। এতে কাকার উপর বেশ বিরক্ত হন করিশ্মা। পাল্টা জবাবও দিয়েছিলেন তিনি। (Movie Still)
advertisement
ঋষি কাপুরের ক্ষোভ: স্টারডাস্টের একটি সাক্ষাৎকারে করিশ্মা এই বিষয়ে কথা বলেছিলেন। কাকা ঋষি কাপুর ভাইঝির এহেন সাহসী পদক্ষেপ পছন্দ করেননি, সেই বিষয়েই প্রশ্ন করা হয়েছিল তাঁকে। আসলে ঋষি মনে করতেন, করিশ্মা লম্বা রেসের ঘোড়া। কিন্তু প্রথম ছবিতে এই ধরনের পোশাক ঠিক নয় বলেই মনে করতেন তিনি। কিন্তু করিশ্মা কেন এই সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন আর তিনি কি মরিয়া হয়ে উঠেছিলেন, এই প্রশ্নই করা হয়েছিল তাঁকে। (File Photo)
advertisement
নাম না করে করিশ্মার জবাব: পূর্ণ উদ্যমে এর জবাব দিয়েছেন করিশ্মা। তাঁর কথায়, “প্রেম কয়েদি দেখে দর্শকরা যখন হল থেকে বেরিয়ে আসছিলেন, তখন তাঁরা শুধু আমার অভিনয় নিয়েই আলোচনা করেছিলেন। কেউ কিন্তু আমার স্যুইমস্যুট কস্টিউম নিয়ে কথা বলেননি। সবথেকে জরুরি বিষয়টা হল, কাজটা কেমন করেছি, সেটাই। আর সত্যি কথা বলতে কী, আমার মা-বাবা কী ভাবছেন, সেটাই আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ।”
advertisement
ঋষি কাপুরের বিবৃতি নিয়ে: শুধু তা-ই নয়, নাম না করে করিশ্মা কাপুর আরও জানান যে, তাঁর মা-বাবার সমস্যা নেই, তো অন্যদের কেন সমস্যা হবে? অভিনেত্রীর বক্তব্য, “এখন মানুষ কি চাইবেন যে, অভিনেত্রী শাড়ি পরে পুলে ঝাঁপাবেন? কী ধরনের বোকামি এটা? যাইহোক, স্যুইমস্যুটের সমস্যাটা ঠিক কী? অন্য সাধারণ টিনএজাররা কি এটা পরেন না?”
advertisement
‘প্রেয় কয়েদি’-র সাফল্যের পর কি অহঙ্কারী হয়ে গিয়েছিলেন করিশ্মা? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রেম কয়েদি’ ছবিতে তাঁর সহ-অভিনেতা হরিশ কুমারেরও মনে হয়েছিল যে, করিশ্মাই সমস্ত কৃতিত্ব পেয়েছেন এই ছবির জন্য। করিশ্মার কথায়, “ছবির প্রযোজক ডি রামা নায়ডু নিজেই বলেছিলেন যে, করিশ্মা কাপুর নিজেই এই ছবির নায়ক এবং নায়িকা। তবে গোটা টিমের কঠোর পরিশ্রমেই প্রাণ পেয়েছিল ‘প্রেম কয়েদি’। আমি বুঝতে পারি না, কেন হরিশ এতে ভেঙে পড়েছিলেন? আমি যদি প্রচুর প্রশংসা পাই, তাহলে আমি তার জন্য কী করতে পারে? তবে হ্যাঁ, আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে, ‘প্রেম কয়েদি’ শুধুমাত্র আমার জন্যই হিট হয়েছিল।”