Ridhima Ghosh|| সাহসী পোশাকে একের পর এক ছবি পোস্ট! নজর কাড়ছেন টলিউড নায়িকা ঋদ্ধিমা ঘোষ

Last Updated:
Ridhima Ghosh Shares hot Photos: টলিউডের লাভ বার্ডস বা পারফেক্ট কাপল যাঁদের বলা হয়, তাঁদের মধ্যে প্রথম সারিতেই আসে গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষের নাম। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পরে বছর পাঁচেক আগে বিয়ের পিঁড়িতে বসেন দু'জনে।
1/10
*টলিউডের লাভ বার্ডস বা পারফেক্ট কাপল যাঁদের বলা হয়, তাঁদের মধ্যে প্রথম সারিতেই আসে গৌরব চক্রবর্তী এবং রিদ্ধিমা ঘোষের নাম। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পরে বছর পাঁচেক আগে বিয়ের পিঁড়িতে বসেন দু'জনে।
*টলিউডের লাভ বার্ডস বা পারফেক্ট কাপল যাঁদের বলা হয়, তাঁদের মধ্যে প্রথম সারিতেই আসে গৌরব চক্রবর্তী এবং রিদ্ধিমা ঘোষের নাম। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পরে বছর পাঁচেক আগে বিয়ের পিঁড়িতে বসেন দু'জনে।
advertisement
2/10
*ঋদ্ধিমা টলিউডের মিষ্টি নায়িকা। সদা হাস্যমুখ তাঁর। টলিউডের পাওয়ার কাপলের তকমা রয়েছে ঋদ্ধিমা-গৌরবের ঝুলিতে।
*ঋদ্ধিমা টলিউডের মিষ্টি নায়িকা। সদা হাস্যমুখ তাঁর। টলিউডের পাওয়ার কাপলের তকমা রয়েছে ঋদ্ধিমা-গৌরবের ঝুলিতে।
advertisement
3/10
*সময় পেলেই ঘুরতে যান জুটিতে। তাঁদের আদুরে ভালবাসা মাখানো ছবি দেখার অপেক্ষায় থাকেন নেটাগরিকরা। ছবির তারিফ করতে ভোলেন না কেউ।
*সময় পেলেই ঘুরতে যান জুটিতে। তাঁদের আদুরে ভালবাসা মাখানো ছবি দেখার অপেক্ষায় থাকেন নেটাগরিকরা। ছবির তারিফ করতে ভোলেন না কেউ।
advertisement
4/10
*সম্প্রতি ঋদ্ধিমার সাহসী ফটোশ্যুট নজর কাড়ছে নেটিজেনদের। তাঁর ছবি রীতিমতো ঘুম কেড়েছে অনেকের।
*সম্প্রতি ঋদ্ধিমার সাহসী ফটোশ্যুট নজর কাড়ছে নেটিজেনদের। তাঁর ছবি রীতিমতো ঘুম কেড়েছে অনেকের।
advertisement
5/10
*নিয়মিত ভাবে শরীরচর্চাতেও কোনও রকম খামতি রাখেন না ঋদ্ধিমা। মাঝে মধ্যেই দু-একটুকরো সেই ছবি তুলেও ধরেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়।
*নিয়মিত ভাবে শরীরচর্চাতেও কোনও রকম খামতি রাখেন না ঋদ্ধিমা। মাঝে মধ্যেই দু-একটুকরো সেই ছবি তুলেও ধরেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়।
advertisement
6/10
*মাসখানেক আগে দুধ-সাদা বিছানায় নিজের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন ঋদ্ধিমা। খোলা চুল আর সামান্য আই মেকআপে তাঁকে লাগছিল মোহময়ী। বিছানায় উপুড় হয়ে শুয়ে ছিলেন, গায়ে একটি সুতো পর্যন্ত নেই। নিজেকে মুড়ে নিয়েছিলেন মখমলে সাদা চাদরে। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
*মাসখানেক আগে দুধ-সাদা বিছানায় নিজের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন ঋদ্ধিমা। খোলা চুল আর সামান্য আই মেকআপে তাঁকে লাগছিল মোহময়ী। বিছানায় উপুড় হয়ে শুয়ে ছিলেন, গায়ে একটি সুতো পর্যন্ত নেই। নিজেকে মুড়ে নিয়েছিলেন মখমলে সাদা চাদরে। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
7/10
*হাতা গোটানো ফুলস্লিভ সাদা শার্টের সামনের অর্ধেক বোতাম খোলা। উন্মুক্ত ক্লিভেজের ফাঁকে উঁকি দিচ্ছে টিউব টপ। তাঁকে দেখে চোখ ফেরানো দায়!
*হাতা গোটানো ফুলস্লিভ সাদা শার্টের সামনের অর্ধেক বোতাম খোলা। উন্মুক্ত ক্লিভেজের ফাঁকে উঁকি দিচ্ছে টিউব টপ। তাঁকে দেখে চোখ ফেরানো দায়!
advertisement
8/10
*আজ সোমবার সকাল সকাল ফের কলকাতার তাপমাত্রার পারদ বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। শেয়ার করেছেন সাহসী ছবি।
*আজ সোমবার সকাল সকাল ফের কলকাতার তাপমাত্রার পারদ বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। শেয়ার করেছেন সাহসী ছবি।
advertisement
9/10
*অনুরাগীরা তো চোখ ফেরাতেই পারছেন না ঋদ্ধিমার দিক থেকে।
*অনুরাগীরা তো চোখ ফেরাতেই পারছেন না ঋদ্ধিমার দিক থেকে।
advertisement
10/10
*৩৩ বছরের অভিনেত্রীর কেরিয়ার শুরু হয় ২০০৭ সালে ‘রাতপরীর রূপকথা’ ছবি দিয়ে। এরপর ‘ল্যাপটপ’, ‘রাজকাহিনি’, ‘ক্রিসক্রস’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। হইচইই-এর ওয়েব সিরিজ ‘ব্যোমকেশ’-এও রয়েছেন তিনি সত্যবতীর চরিত্রে।
*৩৩ বছরের অভিনেত্রীর কেরিয়ার শুরু হয় ২০০৭ সালে ‘রাতপরীর রূপকথা’ ছবি দিয়ে। এরপর ‘ল্যাপটপ’, ‘রাজকাহিনি’, ‘ক্রিসক্রস’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। হইচইই-এর ওয়েব সিরিজ ‘ব্যোমকেশ’-এও রয়েছেন তিনি সত্যবতীর চরিত্রে।
advertisement
advertisement
advertisement