মহব্বঁত মুবারাক 'রিআলি', রিচা চাড্ডা-আলি ফজলের বিয়ের অনুষ্ঠান শুরু

Last Updated:
দীর্ঘ দিন প্রেমপর্ব চালিয়ে এবার এক সঙ্গে সংসার করবেন তাঁরা। শনিবার বিয়ের প্রাক-পর্বের সঙ্গীত অনুষ্ঠান হল দিল্লিতে। তারই ছবি শেয়ার করেছেন রিচা চাড্ডা।
1/8
বিয়ে করতে চলেছেন বলিউডের নায়িকা রিচা চাড্ডা ও নায়ক আলি ফজল। দীর্ঘ দিন প্রেমপর্ব চালিয়ে এবার এক সঙ্গে সংসার করবেন তাঁরা। শনিবার বিয়ের প্রাক-পর্বের সঙ্গীত অনুষ্ঠান হল দিল্লিতে। তারই ছবি শেয়ার করেছেন রিচা চাড্ডা।
বিয়ে করতে চলেছেন বলিউডের নায়িকা রিচা চাড্ডা ও নায়ক আলি ফজল। দীর্ঘ দিন প্রেমপর্ব চালিয়ে এবার এক সঙ্গে সংসার করবেন তাঁরা। শনিবার বিয়ের প্রাক-পর্বের সঙ্গীত অনুষ্ঠান হল দিল্লিতে। তারই ছবি শেয়ার করেছেন রিচা চাড্ডা।
advertisement
2/8
হাল্কা গোলাপির আভা দেওয়া পোশাক পরেছেন তারকা জুটি।
হাল্কা গোলাপির আভা দেওয়া পোশাক পরেছেন তারকা জুটি।
advertisement
3/8
ফুকরে ছবি থেকেই প্রথম ভাল লাগা ও প্রেমপর্বের শুরু রিচা ও আলির।
ফুকরে ছবি থেকেই প্রথম ভাল লাগা ও প্রেমপর্বের শুরু রিচা ও আলির।
advertisement
4/8
আরও ২ বছর আগেই বিয়ে করতেন তাঁরা।
আরও ২ বছর আগেই বিয়ে করতেন তাঁরা।
advertisement
5/8
তবে করোনাভাইরাসের অতিমারির কারণেই বিয়ে পিছিয়ে গিয়েছে তাঁদের।
তবে করোনাভাইরাসের অতিমারির কারণেই বিয়ে পিছিয়ে গিয়েছে তাঁদের।
advertisement
6/8
দিল্লি ও মুম্বই দুই জায়গাতেই বিয়ের একাধিক অনুষ্ঠান করবেন আলি ফজল ও রিচা চাড্ডা।
দিল্লি ও মুম্বই দুই জায়গাতেই বিয়ের একাধিক অনুষ্ঠান করবেন আলি ফজল ও রিচা চাড্ডা।
advertisement
7/8
তাঁদের দু'জনের নামের মিশ্রণ তৈরি হয়েছে 'রিআলি'। রিচাও সেই নাম হ্যাশট্যাগে ব্যবহার করেছেন। লিখেছেন, 'মহব্বঁত মুবারাক'।
তাঁদের দু'জনের নামের মিশ্রণ তৈরি হয়েছে 'রিআলি'। রিচাও সেই নাম হ্যাশট্যাগে ব্যবহার করেছেন। লিখেছেন, 'মহব্বঁত মুবারাক'।
advertisement
8/8
মুম্বইতে ইন্ডাস্ট্রির বন্ধুদের বিশাল পার্টি দেবেন রিচা ও আলি।
মুম্বইতে ইন্ডাস্ট্রির বন্ধুদের বিশাল পার্টি দেবেন রিচা ও আলি।
advertisement
advertisement
advertisement