কেউ কেউ মনে করেন রেখা অমিতাভ বচ্চনের জন্যই সিঁদুর পরেন। অমিতাভের সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়ে ঋষি কাপুর এবং নিতু সিংয়ের বিয়ের দিন নাকি সিঁথিতে সিঁদুর নিয়ে বিবাহ আসরে উপস্থিত হয়েছিলেন রেখা। সেই সময় রেখার সিঁথিতে সিঁদুর দেখে প্রশ্ন উঠেছিল। রেখা তখন সাফাই দিয়ে বলেন তিনি শুটিং সেট থেকে সরাসরি চলে এসেছেন তাই সিঁদুর তোলার সময় পাননি।
রেখা-অমিতাভের ভালবাসার উপাখ্যান থমকে গেলেও অনেকেই মনে করেন সে ফল্গু ধারা আজও বয়ে চলেছে ইথার তরঙ্গে। অভিনেতা, পরিচালক পুনিত ইসারের স্ত্রী দীপালি ইসার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রেখা সেই মানুষটার জন্যই আজও সিঁদুর পরেন যাঁর প্রতি এখনও তাঁর শ্রদ্ধা ও ভালবাসা অটুট! তিনি আর কেউ নন, অমিতাভ বচ্চন!
রেখার সিঁথির সিঁদুরের দাবিদার বলে অনেকেই অমিতাভ বচ্চনকে ধরে নেন। কিন্তু সেটা নাকি আদতে ভুল। অমিতাভের পর নাকি একসময় সঞ্জয় দত্তের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন সুপারহিট হিরোইন। শুধু তাই নয়, বলিউডের এই কন্ট্রোভার্সি কুইন নাকি গোপনে সঞ্জয় দত্তকে বিয়েও করেছিলেন। আর আজও তাঁরই মঙ্গল কামনায় নাকি নিয়মিত সিঁদুর পরেন গ্ল্যামার কুইন।