Bollywood: স্বামীর আত্মহত্যা,একাধিক প্রেম,পুরুষসঙ্গীদের নিয়ে বিতর্ক, তবু আজও 'একা' এই বলি-নায়িকা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্ক কার না জানা। কিন্তু বলিউডের খবর, রেখা গোপনে বিয়ে করেছিলেন আর এক বলি নায়ককে
তিনি সফল, তিনি সুপারডুপার হিট নায়িকা, তিনি অপরূপা সুন্দরী, তিনি 'ডিভা', তাঁকে নিয়ে আজও কোটি কোটি মানুষ দিবাস্বপ্ন দেখেন। তিনি 'এভারগ্রিন', তাঁর বয়স শুধু ক্যালেন্ডারেই বাড়ে! একাধিক প্রথম সারির নায়কের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন, কিন্তু একটা সম্পর্কও স্থায়ী হয়নি। বিয়ে করেছেন, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই স্বামী আত্মহত্যা করেন। সবার 'চোখের মনি' এই সুন্দরী আজও ঘর পেলেন না...
advertisement
বলিউডের এভারগ্রিন ডিভা রেখা। ঝুলিতে দেড়শোর বেশি ছবি। জাতীয় পুরস্কারের পাশাপাশি পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। বয়স ৭০ পেরিয়ে গেলেও তিনি ‘বলিউড কুইন’। অভিনয়ের মতো রেখার ব্যক্তিগত জীবনও ছিল রঙিন, কিন্তু অসম্পূর্ণতায় ভরা। অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্ক কার না জানা। কিন্তু বলিউডের খবর, রেখা গোপনে বিয়ে করেছিলেন আর এক বলি নায়ককে। কিন্তু শ্বশুড়বাড়ি যেতেই...
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বলিপাড়ার একাংশের দাবি, বিনোদকে বিয়ে করতে চেয়েছিলেন রেখা। সেই অনুযায়ী কলকাতায় এসে চুপি চুপি বিয়ে করেন তাঁরা। কিন্তু বিয়ের পর বিনোদের বাড়ি গিয়ে শাশুড়ির আশীর্বাদ নিতে যেতেই ছন্দপতন। শোনা যায়, বিনোদের মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে ঝুঁকেছিলেন রেখা। সেই মুহূর্তেই নাকি রেখাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন বিনোদের মা।
advertisement
advertisement