রশ্মিকা মান্দানা নিষিদ্ধ হবে কন্নড় সিনেমায়? জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যদ্বাণীতে তোলপাড়!

Last Updated:
গুঞ্জন উঠেছে কন্নড় ছবির দরজা চিরতরে বন্ধ হতে চলেছে রশ্মিকা মান্দানার জন্য
1/6
রশ্মিকা মান্দানা কি সত্যিই নিষিদ্ধ হবেন কন্নড় সিনেমায়? কন্নড় সিনেমায় জনপ্রিয় মুখ রশ্মিকা মান্দানা৷ পুষ্পার চরম সাফল্যে জীবনে এক মোড় আসে তাঁর৷ কিন্তু সম্প্রতি একটি সম্পূর্ণ অন্য কারণে আলোচনার বিষয় হয়েছেন তিনি৷ গুঞ্জন উঠেছে কন্নড় ছবির দরজা চিরতরে বন্ধ হতে চলেছে রশ্মিকা মান্দানার জন্য৷ সূত্রের খবর অনুসারে এখনও সেইরকম খবর পাওয়া যায়নি৷ তবে ২০২৩ কেমন কাটবে অভিনেত্রীর?
রশ্মিকা মান্দানা কি সত্যিই নিষিদ্ধ হবেন কন্নড় সিনেমায়? কন্নড় সিনেমায় জনপ্রিয় মুখ রশ্মিকা মান্দানা৷ পুষ্পার চরম সাফল্যে জীবনে এক মোড় আসে তাঁর৷ কিন্তু সম্প্রতি একটি সম্পূর্ণ অন্য কারণে আলোচনার বিষয় হয়েছেন তিনি৷ গুঞ্জন উঠেছে কন্নড় ছবির দরজা চিরতরে বন্ধ হতে চলেছে রশ্মিকা মান্দানার জন্য৷ সূত্রের খবর অনুসারে এখনও সেইরকম খবর পাওয়া যায়নি৷ তবে ২০২৩ কেমন কাটবে অভিনেত্রীর?
advertisement
2/6
রশ্মিকা মান্দান্নার সূর্য মতে তুলা রাশি৷ ডেকান হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একজন অত্যন্ত ডাউন টু আর্থ ব্যক্তি৷
রশ্মিকা মান্দান্নার সূর্য মতে তুলা রাশি৷ ডেকান হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একজন অত্যন্ত ডাউন টু আর্থ ব্যক্তি৷
advertisement
3/6
সেলিব্রিটি অ্যস্ট্রোলজার চিরাগ বেজান দারুওয়ালার মতে, রশ্মিকার ভবিষ্যত উজ্জ্বল, ২০২৩-এ তুলনামূলক বেশি ভাল কাজ করবেন অভিনেত্রী৷
সেলিব্রিটি অ্যস্ট্রোলজার চিরাগ বেজান দারুওয়ালার মতে, রশ্মিকার ভবিষ্যত উজ্জ্বল, ২০২৩-এ তুলনামূলক বেশি ভাল কাজ করবেন অভিনেত্রী৷
advertisement
4/6
শুধু কাজই নয়, সামাজিক কাজেও তিনি বেশ নাম করবেন৷ তবে পর্দায় সিনেমার চেয়ে বেশি ওটিটিতে কাজ করা উচিত৷
শুধু কাজই নয়, সামাজিক কাজেও তিনি বেশ নাম করবেন৷ তবে পর্দায় সিনেমার চেয়ে বেশি ওটিটিতে কাজ করা উচিত৷
advertisement
5/6
২০২৩-এ তাঁর আর্থিক অবস্থার হবে চরম উন্নতি৷ ওই বছর বিনিয়োগ করার জন্য সেরা বছর বলে ধরছেন অ্যস্ট্রোলজাররা৷
২০২৩-এ তাঁর আর্থিক অবস্থার হবে চরম উন্নতি৷ ওই বছর বিনিয়োগ করার জন্য সেরা বছর বলে ধরছেন অ্যস্ট্রোলজাররা৷
advertisement
6/6
প্রসঙ্গত, বিজয় এবং রশ্মিকা মান্দান্না অভিনীত বারিসু সমস্যায় পড়েছে। AWBI সেক্রেটারি এস কে দত্ত অনুমতি ছাড়াই শুটিংয়ের জন্য হাতি ব্যবহার করার জন্য নির্মাতাদের নোটিশ পাঠিয়েছেন বলে জানা গেছে৷
প্রসঙ্গত, বিজয় এবং রশ্মিকা মান্দান্না অভিনীত বারিসু সমস্যায় পড়েছে। AWBI সেক্রেটারি এস কে দত্ত অনুমতি ছাড়াই শুটিংয়ের জন্য হাতি ব্যবহার করার জন্য নির্মাতাদের নোটিশ পাঠিয়েছেন বলে জানা গেছে৷
advertisement
advertisement
advertisement