Allu Arjun-Rashmika Mandanna: '...বিশ্বাস করতে পারছি না'! চরম বিপদে 'পুষ্পা' অল্লুর পাশে 'শ্রীবল্লী' রশ্মিকা

Last Updated:
Allu Arjun-Rashmik Mandanna: যে ছবিকে ঘিরে এত বিতর্ক, তার নায়িকা অর্থাৎ অল্লুর সহকর্মী রশ্মিকা মন্দানা এবার গর্জে উঠলেন। অল্লুর গ্রেফতার মেনে নিতে পারেননি।
1/5
গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজত, ফের অন্তবর্তী জামিন। এক দিনেই বহু ঝড়ঝাপ্টা দেখলেন অল্লু অর্জুন। পুষ্পা ২-র প্রিমিয়ারে চূড়ান্ত বিশৃঙ্খলতার মাঝে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার৷ সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে৷
গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজত, ফের অন্তবর্তী জামিন। এক দিনেই বহু ঝড়ঝাপ্টা দেখলেন অল্লু অর্জুন। পুষ্পা ২-র প্রিমিয়ারে চূড়ান্ত বিশৃঙ্খলতার মাঝে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার৷ সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে৷
advertisement
2/5
যে ছবিকে ঘিরে এত বিতর্ক, তার নায়িকা অর্থাৎ অল্লুর সহকর্মী রশ্মিকা মন্দানা এবার গর্জে উঠলেন। অল্লুর গ্রেফতার মেনে নিতে পারেননি।
যে ছবিকে ঘিরে এত বিতর্ক, তার নায়িকা অর্থাৎ অল্লুর সহকর্মী রশ্মিকা মন্দানা এবার গর্জে উঠলেন। অল্লুর গ্রেফতার মেনে নিতে পারেননি।
advertisement
3/5
ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে রশ্মিকা লেখেন, 'যা দেখছি, তা বিশ্বাস করতে পারছি না। যে  ঘটেছে তা একটি দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক।'
ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে রশ্মিকা লেখেন, 'যা দেখছি, তা বিশ্বাস করতে পারছি না। যে ঘটেছে তা একটি দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক।'
advertisement
4/5
তার পরেই অল্লুর প্রতি সমর্থন জানিয়ে তিনি লেখেন, 'উপর সবকিছুর দোষ দেওয়া দেখে হতাশাজনক। এটি উভয়ই অবিশ্বাস্য এবং হৃদয়বিদারক।'
তার পরেই অল্লুর প্রতি সমর্থন জানিয়ে তিনি লেখেন, 'উপর সবকিছুর দোষ দেওয়া দেখে হতাশাজনক। এটি উভয়ই অবিশ্বাস্য এবং হৃদয়বিদারক।'
advertisement
5/5
নিম্ন আদালত অল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। অভিনেতার আবেদন মঞ্জুর হয়েছে।
নিম্ন আদালত অল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। অভিনেতার আবেদন মঞ্জুর হয়েছে।
advertisement
advertisement
advertisement