রাম মন্দির প্রসঙ্গে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বলিউডের এই অভিনেতা; সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এল কটাক্ষ !
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Bollywood Celebs on Ayodhya Ram Mandir: বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ এলাকায় মানুষের কল্যাণে একটি হাসপাতাল তৈরির পক্ষেই মত প্রকাশ করেছেন এই বলিউডি অভিনেতা, দীর্ঘদিন ধরে।
advertisement
রণবীরই প্রথম নন, অতি সম্প্রতি অযোধ্যার রাম মন্দির নিয়ে জাভেদ আখতারও জানিয়েছেন, এই উদযাপন বিশ্বের সবচেয়ে বড় উদযাপন, এতে কোনও ক্ষতি নেই। এবার রণবীর তাঁর X হ্যান্ডলে লিখেছেন, ‘আমি সেই সব হিন্দুদের দলে ছিলাম যাঁরা অযোধ্যায় রাম মন্দিরের জায়গায় একটি স্মৃতি হাসপাতাল নির্মাণের পক্ষে ছিলেন, যাতে দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধের অবসান হয়।’ কিন্তু তাঁর মত হঠাৎই বদলে গিয়েছে। এমনকী তিনি নাকি অনুতপ্ত, এমনও বলেছেন।
(Photo: Instagram@ranvirshorey)
advertisement
advertisement
advertisement
কিন্তু অভিনেতার মন বদল সহজে মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীদের একাংশ। তাঁদের মধ্যে কেউ কেউ এই মানস-পরিবর্তনের পিছনে খুঁজেছেন অন্যতর স্বার্থের ইঙ্গিত।অভিনেতার পরবর্তী ছবি ‘অ্যাক্সিডেন্ট অর কনস্পিরেসি: গোধরা’। অনেকেই মনে করছেন এছবির প্রচার কৌশল হিসেবেই মানসিকতা পরিবর্তন করে ফেলেছেন রণবীর। (Photo: Instagram@ranvirshorey)
advertisement
অনেকে তাঁর এক্স হ্যান্ডলে এমন মন্তব্যও করেছেন, ‘এসবই পরবর্তী ছবি প্রচারের জন্য’। এমনকী অভিনেত্রী কঙ্কনা সেনশর্মার সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি অনেকে। তবে এক মন্তব্যের প্রত্যুত্তরে রণবীর বলেছেন, ‘অযোধ্যা রাম মন্দির নিয়ে অনুভূতি প্রকাশ করাকে জন্য যে ছবিটির প্রচার বলে মনে করছেন, সেটি রাম মন্দির উদ্বোধনের তিন মাস পরে মুক্তি পেতে পারে। ফিল্ম মার্কেটিং এর ভাষায়, ‘এটা প্রায় ৫০০ বছর আগে নিজের প্রচার করার মতো।’ (Photo: Instagram@ranvirshorey)