Randeep Hooda Wedding: বিয়েতে ভেঙেছেন বলিউডের ছক, বিয়ের পর প্রথমবার জনসমক্ষেও রণদীপ হুডা সাদামাটা... এয়ারপোর্টে এলেন কী পরে?

Last Updated:
সাদা পোশাকে এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্য়ামেরাবন্দি হলেন রণদীপ। লিনের পরনে ছিল লাল সালোয়ার।
1/6
বিয়ের চেনা গত ছেড়ে রণদীপ হুডা বিয়ে করলেন একটু আলাদাভাবে। মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়ক।
বিয়ের চেনা গত ছেড়ে রণদীপ হুডা বিয়ে করলেন একটু আলাদাভাবে। মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়ক।
advertisement
2/6
মণিপুরী সংস্কৃতি অনুযায়ী বিয়ের পোশাক হিসেবে রণদীপ পরেছিলেন কোকয়েত, পায়জামা এবং ফেইজোম বা ধুতি। কনে লিনের পরনে ছিল সাবেক মণিপুরী পোশাক পটলোই। মেরুন আর সোনালি কম্বিনেশনের পটলোইয়ের সঙ্গে ছিল মানানসই সোনার গয়না।
মণিপুরী সংস্কৃতি অনুযায়ী বিয়ের পোশাক হিসেবে রণদীপ পরেছিলেন কোকয়েত, পায়জামা এবং ফেইজোম বা ধুতি। কনে লিনের পরনে ছিল সাবেক মণিপুরী পোশাক পটলোই। মেরুন আর সোনালি কম্বিনেশনের পটলোইয়ের সঙ্গে ছিল মানানসই সোনার গয়না।
advertisement
3/6
মণিপুরী রীতি রেওয়াজ অনুযায়ী বিয়ের অনুষ্ঠান শুরু হয় ‘বরযাত্রা’ দিয়ে। এই যাত্রার অগ্রভাগে ছিলেন রণদীপ। জলজ উদ্ভিদে বোনা আসন ‘কৌনা ফক’-এ তিনি বসেছিলেন পূর্বদিকে মুখ করে। এর পর প্রার্থনা ও অভিভাবকদের আশীর্বাদ গ্রহণের পর শুরু হয় অনুষ্ঠান।
মণিপুরী রীতি রেওয়াজ অনুযায়ী বিয়ের অনুষ্ঠান শুরু হয় ‘বরযাত্রা’ দিয়ে। এই যাত্রার অগ্রভাগে ছিলেন রণদীপ। জলজ উদ্ভিদে বোনা আসন ‘কৌনা ফক’-এ তিনি বসেছিলেন পূর্বদিকে মুখ করে। এর পর প্রার্থনা ও অভিভাবকদের আশীর্বাদ গ্রহণের পর শুরু হয় অনুষ্ঠান।
advertisement
4/6
সাবেক বিয়ের রীতি অনুযায়ী কনে লিম বসেছিলেন। বর রণদীপ তাঁকে ঘিরে সাতপাক ঘোরেন। আগুনের পরিবর্তে প্রকৃতির প্রতীক স্বরূপ ফুলের চারপাশে ঘোরা হয়। বিয়ের আবহ হিসেবে ছিল মৃদঙ্গধ্বনি এবং বৈষ্ণব মন্ত্রপাঠ।
সাবেক বিয়ের রীতি অনুযায়ী কনে লিম বসেছিলেন। বর রণদীপ তাঁকে ঘিরে সাতপাক ঘোরেন। আগুনের পরিবর্তে প্রকৃতির প্রতীক স্বরূপ ফুলের চারপাশে ঘোরা হয়। বিয়ের আবহ হিসেবে ছিল মৃদঙ্গধ্বনি এবং বৈষ্ণব মন্ত্রপাঠ।
advertisement
5/6
৪ বছরের প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ে করলেন ৪৭ বছর বয়সি রণদীপ এবং ৩৭ বছরের লিন।
৪ বছরের প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ে করলেন ৪৭ বছর বয়সি রণদীপ এবং ৩৭ বছরের লিন।
advertisement
6/6
সাদা পোশাকে এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্য়ামেরাবন্দি হলেন রণদীপ। লিনের পরনে ছিল লাল সালোয়ার।
সাদা পোশাকে এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্য়ামেরাবন্দি হলেন রণদীপ। লিনের পরনে ছিল লাল সালোয়ার।
advertisement
advertisement
advertisement