Ranbir Kapoor Alia Bhatt wedding : পাঁচ বছরের প্রেমের আখ্যান! কখনও শ্যাম্পেন, কখনও কেক কেটে রালিয়ার নতুন যাত্রা শুরু

Last Updated:
Ranbir Kapoor Alia Bhatt wedding : একদিকে পাঁচদিনের প্রেমকে পরিণতি দেওয়ার উদযাপন। অন্যদিকে সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার।
1/10
অবশেষে নবদম্পতির বেশে আবির্ভূত রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রেমের পরিণতি দিলেন আজ তারকা জুটি। বিয়ের ছবি নিজেই শেয়ার করেছেন আলিয়া। তবে এছাড়াও রয়েছে আরও কিছু ছবি যেখানে স্পষ্ট কেমন ভাবে হল শুভ পরিণয়।
অবশেষে নবদম্পতির বেশে আবির্ভূত রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রেমের পরিণতি দিলেন আজ তারকা জুটি। বিয়ের ছবি নিজেই শেয়ার করেছেন আলিয়া। তবে এছাড়াও রয়েছে আরও কিছু ছবি যেখানে স্পষ্ট কেমন ভাবে হল শুভ পরিণয়।
advertisement
2/10
কোনও বিগ ফ্যাট ওয়েডিং বা ডেস্টিনেশন ওয়েডিং নয়। যে বাড়িতে গত পাঁচ বছর তৈরি হয়েছে প্রেমের আখ্যান, সেখানেই গাঁটছড়া বাঁধলেন রালিয়া।
কোনও বিগ ফ্যাট ওয়েডিং বা ডেস্টিনেশন ওয়েডিং নয়। যে বাড়িতে গত পাঁচ বছর তৈরি হয়েছে প্রেমের আখ্যান, সেখানেই গাঁটছড়া বাঁধলেন রালিয়া।
advertisement
3/10
তবে সাত পাক ঘোরার পাশাপাশি কেক কেটে নিজেদের এই নতুন যাত্রার সূচনা করেছেন রালিয়া।
তবে সাত পাক ঘোরার পাশাপাশি কেক কেটে নিজেদের এই নতুন যাত্রার সূচনা করেছেন রালিয়া।
advertisement
4/10
একদিকে পাঁচদিনের প্রেমকে পরিণতি দেওয়ার উদযাপন। অন্যদিকে সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার। শ্যাম্পেনের গ্লাসে চিয়ার্স করে নতুন যাত্রা শুরু রালিয়ার।
একদিকে পাঁচদিনের প্রেমকে পরিণতি দেওয়ার উদযাপন। অন্যদিকে সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার। শ্যাম্পেনের গ্লাসে চিয়ার্স করে নতুন যাত্রা শুরু রালিয়ার।
advertisement
5/10
এই বিয়েতে করণ জোহরের ভূমিকা গুরুত্বপূর্ণ। রণবীর ও আলিয়ার গাঁটছড়া বেঁধেছেন তিনি। পরে তাঁর চোখে জল এসে যায় বলেও জানা যায়।
এই বিয়েতে করণ জোহরের ভূমিকা গুরুত্বপূর্ণ। রণবীর ও আলিয়ার গাঁটছড়া বেঁধেছেন তিনি। পরে তাঁর চোখে জল এসে যায় বলেও জানা যায়।
advertisement
6/10
সেই মাহেন্দ্রক্ষণ। নববধূর বেশে ক্যামেরার সামনে হাজির রালিয়া। তাঁরা যেন গ্রীষ্মের সন্ধেয় শান্তির অবকাশ।
সেই মাহেন্দ্রক্ষণ। নববধূর বেশে ক্যামেরার সামনে হাজির রালিয়া। তাঁরা যেন গ্রীষ্মের সন্ধেয় শান্তির অবকাশ।
advertisement
7/10
আলিয়া রণবীর বেছে নিয়েছে ব্যতিক্রমী রং। সাদা ও সোনালীর মিশেলে তাঁদের সাজ। করিশ্মাও সেজেছেন হালকা রঙে।
আলিয়া রণবীর বেছে নিয়েছে ব্যতিক্রমী রং। সাদা ও সোনালীর মিশেলে তাঁদের সাজ। করিশ্মাও সেজেছেন হালকা রঙে।
advertisement
8/10
আলিয়ার মায়ের সঙ্গে রণবীরের দিদি। সোনি রাজদান ও ঋদ্ধিমা কাপুর দুজনের সাজই মার্জিত।
আলিয়ার মায়ের সঙ্গে রণবীরের দিদি। সোনি রাজদান ও ঋদ্ধিমা কাপুর দুজনের সাজই মার্জিত।
advertisement
9/10
রণবীরের দিদি ঋদ্ধিমার সঙ্গে করিনা। করিনাও সম্পর্কে রণবীরের দিদি।
রণবীরের দিদি ঋদ্ধিমার সঙ্গে করিনা। করিনাও সম্পর্কে রণবীরের দিদি।
advertisement
10/10
বিয়ের পরে নতুন বউকে কোলে তুলে নিলেন বর। ছবি দেখে মুগ্ধ নেটিজেন।
বিয়ের পরে নতুন বউকে কোলে তুলে নিলেন বর। ছবি দেখে মুগ্ধ নেটিজেন।
advertisement
advertisement
advertisement