Ranbir Kapoor Alia Bhatt wedding : দিল্লি-লখনউ থেকে বিশেষ শেফদের আনছেন নীতু কাপুর! রালিয়ার বিয়ের মেন্যুতে ৫০ দেশের পদ

Last Updated:
Ranbir Kapoor Alia Bhatt wedding : কাপুর পরিবার এমনিতেই খাদ্যরসিক হিসেবে পরিচিত। আর তাই খাবারের মেন্যুতে যে বিশেষ চমক থাকবে তা বলাই বাহুল্য।
1/7
বলিউডে এখন আলোচ্য বিষয় হল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে। বিয়ের তারিখ থেকে শুরু করে, হবু দম্পতি কী পোশাক পরবেন, সব নিয়েই জল্পনা তুঙ্গে।
বলিউডে এখন আলোচ্য বিষয় হল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে। বিয়ের তারিখ থেকে শুরু করে, হবু দম্পতি কী পোশাক পরবেন, সব নিয়েই জল্পনা তুঙ্গে।
advertisement
2/7
তবে এটুকু পরিষ্কার যে ঘনিষ্ঠ মহলকে সাক্ষী রেখেই গাঁটছড়া বাঁধছেন তারকা জুটি। আর বিয়ের অনুষ্ঠানে কড়া নিরাপত্তাও থাকবে বলে জানা যাচ্ছে।
তবে এটুকু পরিষ্কার যে ঘনিষ্ঠ মহলকে সাক্ষী রেখেই গাঁটছড়া বাঁধছেন তারকা জুটি। আর বিয়ের অনুষ্ঠানে কড়া নিরাপত্তাও থাকবে বলে জানা যাচ্ছে।
advertisement
3/7
বিয়ের মেন্যুতে কী থাকছে, তা নিয়েও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। কাপুর পরিবার এমনিতেই খাদ্যরসিক হিসেবে পরিচিত। আর তাই খাবারের মেন্যুতে যে বিশেষ চমক থাকবে তা বলাই বাহুল্য।
বিয়ের মেন্যুতে কী থাকছে, তা নিয়েও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। কাপুর পরিবার এমনিতেই খাদ্যরসিক হিসেবে পরিচিত। আর তাই খাবারের মেন্যুতে যে বিশেষ চমক থাকবে তা বলাই বাহুল্য।
advertisement
4/7
এক সূত্রের কথায়, কাপুর পরিবার খুবই খাদ্যরসিক। তাই মেন্যুতে ৫০টির বেশি দেশের খাবার থাকবে। এর মধ্যে রয়েছে ইটালিয়ান, মেক্সিকান, পঞ্জাবি, আফগানি থেকে শুরু করে আরও অনেক কিছু। "
এক সূত্রের কথায়, কাপুর পরিবার খুবই খাদ্যরসিক। তাই মেন্যুতে ৫০টির বেশি দেশের খাবার থাকবে। এর মধ্যে রয়েছে ইটালিয়ান, মেক্সিকান, পঞ্জাবি, আফগানি থেকে শুরু করে আরও অনেক কিছু। "
advertisement
5/7
খাবারের বিরাট সম্ভার থাকবে মেন্যুতে। দিল্লি ও লখনউ থেকে স্পেশাল শেফ নিয়ে আসছেন নীতু কাপুর।
খাবারের বিরাট সম্ভার থাকবে মেন্যুতে। দিল্লি ও লখনউ থেকে স্পেশাল শেফ নিয়ে আসছেন নীতু কাপুর।
advertisement
6/7
এছাড়াও দিল্লির চাট সেন্টার ও লখনউয়ের কাবাব সেন্টারও থাকবে বিয়েতে। আমিষ পদ থাকবে নানা রকমের। সেই জন্যই লখনউ থেকে শেফ নিয়ে আসা হচ্ছে।
এছাড়াও দিল্লির চাট সেন্টার ও লখনউয়ের কাবাব সেন্টারও থাকবে বিয়েতে। আমিষ পদ থাকবে নানা রকমের। সেই জন্যই লখনউ থেকে শেফ নিয়ে আসা হচ্ছে।
advertisement
7/7
অন্যদিকে আলিয়া ভাট নিরামিষাসী। সেজন্য ২৫ দেশের নিরামিষ পদও থাকবে মেন্যুতে। খাওয়া দাওয়ায় কোনও ঘাটতি রাখতে নারাজ দুই পরিবার।
অন্যদিকে আলিয়া ভাট নিরামিষাসী। সেজন্য ২৫ দেশের নিরামিষ পদও থাকবে মেন্যুতে। খাওয়া দাওয়ায় কোনও ঘাটতি রাখতে নারাজ দুই পরিবার।
advertisement
advertisement
advertisement