রানা ডগ্গুবতি ও মিহিকা বাজাজের বিয়ে আজ, বিবাহ বাসরে কেঁদে ভাসালেন কনের মা

Last Updated:
প্রি-ওয়েডিং ফটোশ্যুটে মিহিকা পরেছিলেন ইউনিক কড়ির সাজ । আর তার সঙ্গে হলুদ লেহেঙ্গায় সেজেছিলেন তিনি ।
1/9
• এই লকডাউনে সকলেই গৃহবন্দি। বন্ধ দোকানপাট, শপিংমল, অফিস-কাছারি, এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিও। ঘরে বসে বোর হচ্ছেন তারকারা। নিজের পছন্দের কাজ করছেন কেউ। কেউ আবার এই ক’দিনে নিজের অপূর্ণ শখগুলো মিটিয়ে নিচ্ছেন প্রাণ ভরে। তেমনই করলেন ‘বাহুবলী’র খলনায়কও। ছবি: ইনস্টাগ্রাম ।
• এই লকডাউনে সকলেই গৃহবন্দি। বন্ধ দোকানপাট, শপিংমল, অফিস-কাছারি, এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিও। ঘরে বসে বোর হচ্ছেন তারকারা। নিজের পছন্দের কাজ করছেন কেউ। কেউ আবার এই ক’দিনে নিজের অপূর্ণ শখগুলো মিটিয়ে নিচ্ছেন প্রাণ ভরে। তেমনই করলেন ‘বাহুবলী’র খলনায়কও। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/9
• ঠিকই ধরেছেন, কথা হচ্ছে বল্লালদেব ওরফে রানা দগ্গুবতীকে নিয়ে। এই লকডাউনের মধ্যেই মিহিকা বাজাজের সঙ্গে এনগেজমেন্ট সেরে পেলেছেন রানা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রানা জানিয়েছিলেন সুখবরটা । মিটে গিয়েছে বাগদান পর্বও । ছবি: ইনস্টাগ্রাম ।
• ঠিকই ধরেছেন, কথা হচ্ছে বল্লালদেব ওরফে রানা দগ্গুবতীকে নিয়ে। এই লকডাউনের মধ্যেই মিহিকা বাজাজের সঙ্গে এনগেজমেন্ট সেরে পেলেছেন রানা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রানা জানিয়েছিলেন সুখবরটা । মিটে গিয়েছে বাগদান পর্বও । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/9
• এ বার শুধু ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা । সেটাও পরিপূর্ণ হবে আজই । এখন শুরু হয়ে গিয়েছে মেহেন্দির অনুষ্ঠান। ছবি: ইনস্টাগ্রাম ।
• এ বার শুধু ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা । সেটাও পরিপূর্ণ হবে আজই । এখন শুরু হয়ে গিয়েছে মেহেন্দির অনুষ্ঠান। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
4/9
• মিহিকা হায়দরাবাদের মেয়ে। ড্রপ ডিউ ডিজাইন স্টুডিও রয়েছে তাঁর । ছবি: ইনস্টাগ্রাম ।
• মিহিকা হায়দরাবাদের মেয়ে। ড্রপ ডিউ ডিজাইন স্টুডিও রয়েছে তাঁর । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
5/9
• মিহিকাকে লকডাউনের মধ্যেই প্রোপজ করেছিলেন রানা । হ্যাঁ বলে দেন তিনিও । ব্যাস এ বার শুধুই চার হাত এক হওয়ার অপেক্ষা । ছবি: ইনস্টাগ্রাম ।
• মিহিকাকে লকডাউনের মধ্যেই প্রোপজ করেছিলেন রানা । হ্যাঁ বলে দেন তিনিও । ব্যাস এ বার শুধুই চার হাত এক হওয়ার অপেক্ষা । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/9
• হলদি ও প্রি-ওয়েডিং ফোটোশ্যুটে মিহিকা পরেছিলেন ইউনিক কড়ির সাজ । আর তার সঙ্গে হলুদ লেহেঙ্গায় সেজেছিলেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
• হলদি ও প্রি-ওয়েডিং ফোটোশ্যুটে মিহিকা পরেছিলেন ইউনিক কড়ির সাজ । আর তার সঙ্গে হলুদ লেহেঙ্গায় সেজেছিলেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
7/9
• বিয়ের দিন সকালে ছিল ভাত অনুষ্ঠান । সেই অনুষ্ঠানেই কনের মা কেঁদে ফেলেন। আদরের মিহিকা পরেছিলেন তাঁর মা’র বিয়ের লেহেঙ্গা । তাই দেখে চোখের জল ধরে রাখতে পারেননি মিহিকার মা। ছবি: ইনস্টাগ্রাম ।
• বিয়ের দিন সকালে ছিল ভাত অনুষ্ঠান । সেই অনুষ্ঠানেই কনের মা কেঁদে ফেলেন। আদরের মিহিকা পরেছিলেন তাঁর মা’র বিয়ের লেহেঙ্গা । তাই দেখে চোখের জল ধরে রাখতে পারেননি মিহিকার মা। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
8/9
• মাত্র ৩০ জন অতিথির উপস্থিতিতে বসবে মিহিকা-রানার বিয়ের আসর। ছবি: ইনস্টাগ্রাম ।
• মাত্র ৩০ জন অতিথির উপস্থিতিতে বসবে মিহিকা-রানার বিয়ের আসর। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
9/9
• বিয়ের জন্য একটি দূর্দান্ত থিমের পরিকল্পনা করেছেন মিহিকার মা। তবে সেটা সারপ্রাইজ । ছবি: ইনস্টাগ্রাম ।
• বিয়ের জন্য একটি দূর্দান্ত থিমের পরিকল্পনা করেছেন মিহিকার মা। তবে সেটা সারপ্রাইজ । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement