আমার রাশিয়ান স্ত্রী এখন হিন্দু ! খুল্লামখুল্লা বলেই দিলেন রাহুল
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
বিগবসে রোজই নতুন নতুন ট্যুইস্ট নিয়ে আসছে ৷ আর এবারের নতুন ট্যুইস্ট হলো, আগের বিগবস সিজনের প্রতিযোগীদের ফের ঘরের মধ্যে এন্ট্রি চলছে ৷
advertisement
advertisement
advertisement
পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাহুল জানিয়েছেন, ‘আমাদের দু’জনের মধ্যে বোঝাপড়াটা খুবই ভালো ৷ দুজনে দুজনকে স্পেস দিই৷ কারও কোনও ব্যাপারে নাক গলাই না৷ কারণ, আমরা দুজনেই চাই বিয়েটা টিকে থাকুক ৷ আর এখন তো নাতালিয়া হিন্দু ধর্মেও বিশ্বাসি হয়ে উঠেছে ৷ এমনকী, আমি নাতালিয়াকে পার্বতী ও শিবের কথাও বলেছি ৷ ’