Bollywood Actor: 3 Idiots-এর মিলিমিটার! আমিরের সঙ্গে কাজ! জুটল না স্বীকৃতি, অকালে হারালেন তরুণ অভিনেতা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bollywood Actor: এক দশকেরও বেশি সময় পার। তবু দর্শকমনে থ্রি ইডিয়টসের স্মৃতি এখনও উজ্জ্বল। ছবির প্রধান চরিত্রগুলি তো বটেই, পার্শ্বচরিত্রগুলি নিয়েও এখনও চর্চা হয়। তাদের মধ্যে অন্যতম হল মিলিমিটারের চরিত্র।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২০২০ সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'বন্দিশ ব্যান্ডিটস'-এ রাহুল কুমার একটি পার্শ্বচরিত্রে ছিলেন। একই সময়ে ২০২১ সালে, অর্জুন কাপুর এবং পরিণীতি চোপড়া অভিনীত 'সন্দীপ অউর পিঙ্কি ফারার'-এ তাঁকে দেখা গিয়েছিল। তবে কেরিয়ারের শুরুতে যে খ্যাতি তিনি পান, তা যেন অকালেই হারায়। বিশেষ বড় কোনও প্রোজেক্টে আর দেখা যায় না তাঁকে।