Room Heater: ঘরের আকার অনুযায়ী ঠিক হিটার নির্বাচন: হ্যালোজেন, ফ্যান বা অয়েল — কোনটি বাঁচাবে আপনার বিদ্যুৎ বিল?
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
Room Heater কেনার আগে বাজেট, সেফটি ফিচার, ঘরের সাইজ এবং বিদ্যুৎ খরচ জানা জরুরি। এই গাইডে বুঝুন কোন হিটারটি আপনার জন্য সঠিক হবে এবং কোন বিষয়গুলোতে খেয়াল রাখা উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ফ্যান হিটারে হিটিং কয়েলের সঙ্গে একটি ফ্যান থাকে, যা গরম বাতাস পুরো ঘরে ছড়িয়ে দেয়। এগুলো মাঝারি সাইজের ঘরের জন্য উপযুক্ত। অন্যদিকে, অয়েল-ফিল্ড হিটারে তেলভর্তি ফিন থাকে, যা ধীরে ধীরে গরম হয়ে দীর্ঘ সময় ধরে সমান উষ্ণতা দেয়। বড় ঘর এবং দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এগুলোকে বেশি আরামদায়ক মনে করা হয়।
advertisement
স্বাস্থ্য ও আরামের দিক— কিছু হিটার ঘরের আর্দ্রতা কমিয়ে দেয়, যার ফলে ত্বক শুষ্ক হওয়া, চোখে জ্বালা বা নাকে অস্বস্তির মতো সমস্যা হতে পারে। হ্যালোজেন ও ফ্যান হিটারে এই সমস্যা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। অন্যদিকে, অয়েল-ফিল্ড হিটার দীর্ঘ সময় ব্যবহার করলে বেশি আরামদায়ক মনে হয়। পাশাপাশি, ঘরে সামান্য ভেন্টিলেশন রাখা জরুরি।
advertisement
বিদ্যুৎ খরচ ও জরুরি ফিচার— রুম হিটারের বিদ্যুৎ খরচ অনেক সময় এসির মতোই হতে পারে, তাই কেনার আগে অবশ্যই এর ওয়াটেজ দেখে নেওয়া উচিত। অটোমেটিক কাট-অফ, টাইমার এবং অ্যাডজাস্টেবল সেটিংসের মতো ফিচার ব্যবহারকে আরও সহজ ও নিরাপদ করে তোলে। সব এক্সট্রা ফিচার অপরিহার্য না হলেও, অটো কাট-অফ ফিচার প্রতিটি হিটারের মধ্যেই থাকা অত্যন্ত জরুরি।







