Srijit-Mithila: বহুদূরে মিথিলা, দিলেন বিশেষ সুখবর! আপ্লুত সৃজিত, সকলের সঙ্গে ভাগ করে নিলেন

Last Updated:
হাসিমুখে ছবি পোস্ট করলেন মিথিলা৷ অনেক দিন পর আবার মিথিলার ছবি নিজের টাইমলাইনে শেয়ার করলেন সৃজিতও
1/7
রাফিয়াথ রশিদ মিথিলা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, গর্বের সঙ্গে তাঁর নামের সঙ্গে জুড়ল
রাফিয়াথ রশিদ মিথিলা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, গর্বের সঙ্গে তাঁর নামের সঙ্গে জুড়ল "ডক্টর" উপাধি।

advertisement
2/7
নিজের ফেসবুক পেজ থেকে খবরটি শেয়ার করেছেন মিথিলা৷ এই কৃতিত্বকে
নিজের ফেসবুক পেজ থেকে খবরটি শেয়ার করেছেন মিথিলা৷ এই কৃতিত্বকে "পাঁচ বছরের তিক্ত-মিষ্টি যাত্রা" হিসেবে বর্ণনা করেছেন তিনি। আবেগপ্রবণ এবং গর্বিত যে জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমি আমার পিএইচডি থিসিস সফলভাবে শেষ করতে পেরেছি!"
advertisement
3/7
 এমনই লিখেছেন বাংলাদেশের এই প্রতিষ্ঠিত অভিনেত্রী এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী৷
এমনই লিখেছেন বাংলাদেশের এই প্রতিষ্ঠিত অভিনেত্রী এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী৷
advertisement
4/7
দীর্ঘ এই পিএচডি করার সময়টা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন মিথিলা৷ সেগুলোর কথা স্মরণ করে মিথিলা আরও বলেন,
দীর্ঘ এই পিএচডি করার সময়টা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন মিথিলা৷ সেগুলোর কথা স্মরণ করে মিথিলা আরও বলেন, "এই মুহূর্তটি পাঁচ বছরের একটি যাত্রার সমাপ্তি চিহ্নিত করে যা তিক্ত-মিষ্টির চেয়ে কম ছিল না। আমার জন্য, 'কম ভ্রমণের পথ' বেছে নেওয়ার অর্থ ছিল পূর্ণকালীন ক্যারিয়ার, মাঝে মাঝে অভিনয়ের উদ্যোগ এবং পারিবারিক দায়িত্বের সঙ্গে তাল মিলিয়ে এই ডিগ্রি অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করা।"
advertisement
5/7
এই অভিজ্ঞতাকে
এই অভিজ্ঞতাকে "ধৈর্যের মাস্টারক্লাস" হিসেবে বর্ণনা করে তিনি তাঁর সাফল্যের জন্য তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সমর্থনকে কৃতিত্ব দেন। "তাদের সমর্থনেই এতটা পথ পরতে পেরেছেন বলে জানালেন মিথিলা৷
advertisement
6/7
এখন আনুষ্ঠানিকভাবে ডঃ রাফিয়াথ রশিদ মিথিলা, বহুমুখী প্রতিভার অধিকারী এই তারকা আবারও প্রমাণ করেছেন যে তিনি কেবল ক্যামেরার সামনেই নন, বরং শিক্ষাক্ষেত্রেও একজন শক্তি।
এখন আনুষ্ঠানিকভাবে ডঃ রাফিয়াথ রশিদ মিথিলা, বহুমুখী প্রতিভার অধিকারী এই তারকা আবারও প্রমাণ করেছেন যে তিনি কেবল ক্যামেরার সামনেই নন, বরং শিক্ষাক্ষেত্রেও একজন শক্তি।
advertisement
7/7
মিথিলার এই সাফল্য খুশি সৃজিতও৷ যদিও এখন তাঁদের সম্পর্ক তলানিতে৷ দু’জনকে আর একসঙ্গে দেখা যায় না, এমনকি তাঁরা থাকেনও আলাদা৷ সৃজিত আবার প্রেম করছেন বলেও গুঞ্জন৷
মিথিলার এই সাফল্য খুশি সৃজিতও৷ যদিও এখন তাঁদের সম্পর্ক তলানিতে৷ দু’জনকে আর একসঙ্গে দেখা যায় না, এমনকি তাঁরা থাকেনও আলাদা৷ সৃজিত আবার প্রেম করছেন বলেও গুঞ্জন৷
advertisement
advertisement
advertisement