Raai Laxmi MS Dhoni: এই সুন্দরীর সঙ্গে এক সময় চুটিয়ে প্রেম করেছেন, ধোনির 'প্রাক্তন' প্রেমিকা রাইকে চেনেন?

Last Updated:
Raai Laxmi: ২০১৪ সালে ধোনির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন রাই লক্ষ্মী।
1/9
২০১০-এর ৪ জুলাই সাক্ষীর সঙ্গে বিয়ে হয় এম এস ধোনির। তবে তার আগে ধোনির নাম জুড়েছিল দক্ষিণের এক সুন্দরী অভিনেত্রীর সঙ্গে।
২০১০-এর ৪ জুলাই সাক্ষীর সঙ্গে বিয়ে হয় এম এস ধোনির। তবে তার আগে ধোনির নাম জুড়েছিল দক্ষিণের এক সুন্দরী অভিনেত্রীর সঙ্গে।
advertisement
2/9
ধোনি অবশ্য কখনও সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।
ধোনি অবশ্য কখনও সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।
advertisement
3/9
২০০৮-০৯ নাগাদ দক্ষিণের অভিনেত্রা রাই লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক ছিলেন ধোনি। এমনটাই শোন যায়। রাই লক্ষ্মী এই সম্পর্ক নিয়ে কথা বলেছেন আগেও। তবে ধোনির মুখে বরাবর কুলুপ আঁটা।
২০০৮-০৯ নাগাদ দক্ষিণের অভিনেত্রা রাই লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক ছিলেন ধোনি। এমনটাই শোন যায়। রাই লক্ষ্মী এই সম্পর্ক নিয়ে কথা বলেছেন আগেও। তবে ধোনির মুখে বরাবর কুলুপ আঁটা।
advertisement
4/9
সেই সময় আইপিএলের পার্টিতে প্রায়ই ধোনি ও রাই লক্ষ্মীকে একসঙ্গে দেখা যেত। সেই সময় ধোনি ও সুরেশ রায়নাকে রাই লক্ষ্মীর জন্মদিনের পার্টিতেও দেখা গিয়েছিল।
সেই সময় আইপিএলের পার্টিতে প্রায়ই ধোনি ও রাই লক্ষ্মীকে একসঙ্গে দেখা যেত। সেই সময় ধোনি ও সুরেশ রায়নাকে রাই লক্ষ্মীর জন্মদিনের পার্টিতেও দেখা গিয়েছিল।
advertisement
5/9
২০১৪ সালে ধোনির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন রাই লক্ষ্মী।
২০১৪ সালে ধোনির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন রাই লক্ষ্মী।
advertisement
6/9
রাই লক্ষ্মী বলেছিলেন, আমার সঙ্গে ধোনির সম্পর্কটা একটা দাগের মতো। সেই দাগ আমার জীবন থেকে সহজে মুছবে না।
রাই লক্ষ্মী বলেছিলেন, আমার সঙ্গে ধোনির সম্পর্কটা একটা দাগের মতো। সেই দাগ আমার জীবন থেকে সহজে মুছবে না।
advertisement
7/9
রাই লক্ষ্মী বলেছিলেন, ধোনির সঙ্গে সম্পর্কের পরও আমি ২-৩টে সম্পর্কে ছিলাম। কিন্তু বারবার ধোনির সঙ্গে আমার সম্পর্ক নিয়েই কথা হয়। আসলে যতবার কেউ ধোনির অতীত নিয়ে ঘাঁটবে ততবার আমার কথা উঠে আসবে।
রাই লক্ষ্মী বলেছিলেন, ধোনির সঙ্গে সম্পর্কের পরও আমি ২-৩টে সম্পর্কে ছিলাম। কিন্তু বারবার ধোনির সঙ্গে আমার সম্পর্ক নিয়েই কথা হয়। আসলে যতবার কেউ ধোনির অতীত নিয়ে ঘাঁটবে ততবার আমার কথা উঠে আসবে।
advertisement
8/9
বিকিনিতে রাই লক্ষ্মী। অ্যানিমাল প্রিন্টের বিকিনি ও কালো বটমে রাই।
বিকিনিতে রাই লক্ষ্মী। অ্যানিমাল প্রিন্টের বিকিনি ও কালো বটমে রাই।
advertisement
9/9
রাফলড মেরুন বিকিনিতে মোহময়ী নায়িকা।
রাফলড মেরুন বিকিনিতে মোহময়ী নায়িকা।
advertisement
advertisement
advertisement