নাকের অস্ত্রোপচারে ভুল, বহু কাজ হাতছাড়া হয়েছিল প্রিয়াঙ্কার; কঠিন সময়ে ‘দেশি গার্ল’-এর সহায় হয়েছিলেন এই পরিচালক
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Priyanka Chopra Nose Surgery Went Wrong: সম্প্রতি এমনটাই দাবি করলেন পরিচালক। জানান, প্রিয়াঙ্কার নাকের অস্ত্রোপচারে গড়বড় হয়ে যাওয়া সত্ত্বেও অভিনেত্রীর উপর ভরসা রেখেছিলেন তিনি।
নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন বি-টাউনের সুন্দরী এবং প্রতিভাময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর সেই নাকের অস্ত্রোপচার ঠিকঠাক হয়নি। যার জেরে একাধিক কাজ হাতছাড়া হয়েছিল অভিনেত্রীর। সেই সময় তাঁর সহায় হয়েছিলেন পরিচালক অনিল শর্মা। সম্প্রতি এমনটাই দাবি করলেন পরিচালক।
advertisement
অনিল জানান, প্রিয়াঙ্কার নাকের অস্ত্রোপচারে গড়বড় হয়ে যাওয়া সত্ত্বেও অভিনেত্রীর উপর ভরসা রেখেছিলেন তিনি। সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘গদর’ ছবির পরিচালক অনিল জানান, তিনি কোথাও পড়েছিলেন যে, জুলিয়া রবার্টসের মতো হওয়ার জন্য নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন দেশি গার্ল তথা প্রিয়াঙ্কা চোপড়া।
advertisement
এর জন্য তিনি তাঁকে বকুনিও দিয়েছিলেন। যদিও এরপর তিনি জানতে পারেন যে, নাক নিয়ে অভিনেত্রীর কোনও একটা সমস্যা ছিল। পরিচালক বলেন যে, চিকিৎসার জন্যই ছিল ওই অস্ত্রোপচার। যেটা ভুল হয়ে গিয়েছিল। ফলে ওটা প্রিয়াঙ্কার ভুল ছিল না।
advertisement
প্রিয়াঙ্কার সেই অস্ত্রোপচারের সময়কার কঠিন দিনগুলির স্মৃতিচারণ করেন অনিল। আসলে ওই নাকের অস্ত্রোপচার ঠিকমতো না হওয়ায় একাধিক প্রজেক্ট হাতছাড়া হয় অভিনেত্রীর।
advertisement
এমনকী প্রজেক্ট স্বরূপ যে টাকা প্রিয়াঙ্কা পেয়েছিলেন, সেটা ফেরত দিয়ে মুম্বই ছেড়ে বরেলিতে গিয়ে সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। যদিও অভিনেত্রীর দক্ষতা এবং প্রতিভা দেখে বিষয়টিতে হস্তক্ষেপ করেন অনিল।
advertisement
এই প্রসঙ্গে পরিচালক জানান যে, প্রিয়াঙ্কা ৫ লক্ষ টাকার টোকেন অ্যামাউন্ট ফেরত দিতে গিয়েছিলেন তাঁর কাছে। তবে ‘সিটাডেল’ অভিনেত্রীর নাকের অস্ত্রোপচারের আসল কারণ না জেনেই তাঁকে বকুনিও দেন।
advertisement
স্মৃতির সরণি বেয়ে পরিচালক অনিল আরও বলেন, “প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারও বরেলি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ অভিনেত্রীর বাবা সেই সময় সেনাবাহিনীতে আবার যোগ দিয়েছিলেন। এদিকে প্রিয়াঙ্কার মা-ও আবার প্র্যাকটিস শুরু করেছিলেন। তাই তাঁরা ভেবেছিলেন, সুস্থ হওয়ার জন্য প্রিয়াঙ্কাকে সময় দেওয়া দরকার। আর সেরে উঠে এক বছর পর আবার প্রত্যাবর্তন করতে পারেন প্রিয়াঙ্কা।”
advertisement
যদিও অনিল তাঁদের আরও একবার ভেবে দেখার জন্য অনুরোধ করেছিলেন। পরিচালক আরও জানান যে, “প্রচুর ভাড়া দিতে হচ্ছিল ওঁদের। ওঁরা তো সাধারণ ঘরের। আম্বানিদের মতো তো আর নন। আমি ওদের থাকার কথা বলেছিলাম।”
advertisement
অনিল বলে চলেন যে, প্রিয়াঙ্কার নাক ঠিক করার জন্য ওয়াইআরএফ-এর এক বর্ষীয়ান মেক-আপ আর্টিস্টের সাহায্য প্রার্থনা করেছিলেন তিনি। নাকটা ঠিক করার পর ডিজাইনার নীতা লুল্লার সঙ্গে কোল্যাবোরেট করেন তাঁরা। আসলে নীতার কস্টিউম পরিয়েই স্ক্রিন টেস্ট নেওয়া হয় প্রিয়াঙ্কার।
advertisement
এরপর পরিচালক সেই টেস্টের ফুটেজ অন্যদের পাঠিয়েছিলেন। সকলেই তখন বলেছিলেন, “এই মেয়েটা কে?” পরিচালকের বক্তব্য, “এটা ওঁর ভাগ্য। ওঁর নাকের অস্ত্রোপচার ঠিক মতো হয়নি, সেটা ওঁর দোষ নয়। আর আমাদের হাতে যদি তা সংশোধন করার উপায় থাকে, তাহলে কেন সেটা করব না?”
advertisement