Actress: পরিচালকের সঙ্গে থাকতে হবে, জনপ্রিয় নায়িকাকে কুৎসিত প্রস্তাব! ভয়ঙ্কর অভিজ্ঞতা টেলিভিশনের ‘বৌমা’র
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
টেলিভিশনের এক অতি জনপ্রিয় অভিনেত্রী জানালেন, অভিনয় জীবন শুরুর দিকে তাঁর সংঘর্ষের কথা।
advertisement
advertisement
২ বছর পর তাকে ‘খানা খাজানা’ এবং ‘বনু ম্যায় তেরি দুলহান’ সিরিয়ালেও দেখা যায়। 'বনু ম্যায় তেরি দুলহান'-এ মুখ্য চরিত্রে অভিনয় করার পর তাঁর অভিনয় জীবন অন্য মোড় পায়। এই শোয়ের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। অভিনেত্রী টিভি শো 'মিসেস অ্যান্ড মিস্টার শর্মা এলাহাবাদওয়ালে'-তেও কাজ করেছেন।
advertisement
advertisement
advertisement