১৫ অক্টোবর সিনেমা হল খুললেই সবার প্রথম দেখানো হবে 'পি এম নরেন্দ্র মোদি' !

Last Updated:
গত বছর ২৪ মে এই ছবি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। সেই ছবিই আবার রি-রিলিজ করছে ১৫ অক্টোবর।
1/6
করোনার কাঁটা সরিয়ে আনলক ৫ থেকে স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে চলেছি আমরা।ছবির ব্যবসা দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ থাকার পরে এই মাসের ১৫ তারিখ থেকে দর্শকদের জন্য প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। তবে এখানে রয়েছে অনেক বিধি নিষেধ। সেই সব  মেনেই দেশের নানা প্রান্তে থাকা হাজার হাজার প্রেক্ষাগৃহ আবারও গম গম করবে।
করোনার কাঁটা সরিয়ে আনলক ৫ থেকে স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে চলেছি আমরা।ছবির ব্যবসা দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ থাকার পরে এই মাসের ১৫ তারিখ থেকে দর্শকদের জন্য প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। তবে এখানে রয়েছে অনেক বিধি নিষেধ। সেই সব মেনেই দেশের নানা প্রান্তে থাকা হাজার হাজার প্রেক্ষাগৃহ আবারও গম গম করবে।
advertisement
2/6
শোনা যাচ্ছে ১৫ তারিখ হল খোলা মাত্র যে ছবি সবার প্রথম প্রদর্শিত হবে তা হলো 'পি এম নরেন্দ্র মোদী'। এই ছবিতে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়।
শোনা যাচ্ছে ১৫ তারিখ হল খোলা মাত্র যে ছবি সবার প্রথম প্রদর্শিত হবে তা হলো 'পি এম নরেন্দ্র মোদী'। এই ছবিতে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়।
advertisement
3/6
গত বছর ২৪ মে এই ছবি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। সেই ছবিই আবার রি-রিলিজ  করছে ১৫ অক্টোবর।
গত বছর ২৪ মে এই ছবি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। সেই ছবিই আবার রি-রিলিজ করছে ১৫ অক্টোবর।
advertisement
4/6
ফিল্ম ক্রিটিক এবং মুভি ট্রেড অ্যানালিস্ট তাড়ান আদর্শ আজকেই একটা ট্যুইট করেন ছবির পোস্টার সহ। সেখানে তিনি লেখেন ছবি মুক্তির কথা।
ফিল্ম ক্রিটিক এবং মুভি ট্রেড অ্যানালিস্ট তাড়ান আদর্শ আজকেই একটা ট্যুইট করেন ছবির পোস্টার সহ। সেখানে তিনি লেখেন ছবি মুক্তির কথা।
advertisement
5/6
ছবিতে বিবেক ওবেরয় ছাড়াও অভিনয় করেছেন বোমান ইরানি, মনোজ যোশি, প্রশান্ত নারায়ণন, বারখা বিষ্ঠ, জারিনা ওয়াহেব এবং রাজেন্দ্র গুপ্ত। ছবি পরিচালনা করেছেন ওমাঙ্গ কুমার।
ছবিতে বিবেক ওবেরয় ছাড়াও অভিনয় করেছেন বোমান ইরানি, মনোজ যোশি, প্রশান্ত নারায়ণন, বারখা বিষ্ঠ, জারিনা ওয়াহেব এবং রাজেন্দ্র গুপ্ত। ছবি পরিচালনা করেছেন ওমাঙ্গ কুমার।
advertisement
6/6
গত বছর ২৪ মে এই ছবি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। সেই ছবিই আবার রি-রিলিজ  করছে ১৫ অক্টোবর।
গত বছর ২৪ মে এই ছবি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। সেই ছবিই আবার রি-রিলিজ করছে ১৫ অক্টোবর।
advertisement
advertisement
advertisement