Anupam Roy Wedding-Piya Chakraborty: আবার বিয়ের পিঁড়িতে অনুপম, প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন পিয়া! কী বললেন তিনি?

Last Updated:
Anupam Roy Wedding-Piya Chakraborty: বিয়ে করছেন অনুুপম রায়। গায়কের জীবনে শুরু নতুন ইনিংস। জানা গিয়েছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন গায়ক। নিউজ18 বাংলা পিয়ার সঙ্গে যোগাযোগ করে। অনুপমের বিয়ের খবরে কী বললেন পিয়া?
1/7
বিয়ে করছেন অনুুপম রায়। গায়কের জীবনে শুরু নতুন ইনিংস। জানা গিয়েছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন গায়ক।
বিয়ে করছেন অনুুপম রায়। গায়কের জীবনে শুরু নতুন ইনিংস। জানা গিয়েছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন গায়ক।
advertisement
2/7
প্রস্মিতা পালকে বিয়ে করছেন অনুপম। পেশায় সঙ্গীত শিল্প প্রস্মিতা। টলিউডের একাধিক ছবিতে গান গেয়েছেন তিনি।
প্রস্মিতা পালকে বিয়ে করছেন অনুপম। পেশায় সঙ্গীত শিল্প প্রস্মিতা। টলিউডের একাধিক ছবিতে গান গেয়েছেন তিনি।
advertisement
3/7
তবে শুরুটা হয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'বোঝেনা সে বোঝানা'য় গান গেয়ে। 'সাজনা' গানের মধ্যে দিয়েই টলিপাড়ায় ডেবিউ হয়েছিল গায়িকার। তারপর নানা বাংলা ছবিতে শোনা গিয়েছে তাঁর গান।
তবে শুরুটা হয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'বোঝেনা সে বোঝানা'য় গান গেয়ে। 'সাজনা' গানের মধ্যে দিয়েই টলিপাড়ায় ডেবিউ হয়েছিল গায়িকার। তারপর নানা বাংলা ছবিতে শোনা গিয়েছে তাঁর গান।
advertisement
4/7
তিনি চন্দ্রবিন্দুর সঙ্গে যৌথভাবে অ্যালবামের গান গেয়েছিলেন। এছাড়াও নানা মেগার টাইটেল ট্র্যাকেও তাঁর কন্ঠ শোনা গিয়েছে।
তিনি চন্দ্রবিন্দুর সঙ্গে যৌথভাবে অ্যালবামের গান গেয়েছিলেন। এছাড়াও নানা মেগার টাইটেল ট্র্যাকেও তাঁর কন্ঠ শোনা গিয়েছে।
advertisement
5/7
গানের মধ্যে দিয়েই শুরু হয় প্রস্মিতা-অনুপমের প্রেম। তাঁদের প্রেম নিয়ে চর্চা ছিল বহু আগে থেকেই। তবে প্রেমের বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি তাঁরা।
গানের মধ্যে দিয়েই শুরু হয় প্রস্মিতা-অনুপমের প্রেম। তাঁদের প্রেম নিয়ে চর্চা ছিল বহু আগে থেকেই। তবে প্রেমের বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি তাঁরা।
advertisement
6/7
কিন্তু তাঁদের বিয়ে নিয়ে অনুপমের প্রাক্তন পিয়া চক্রবর্তী কী ভাবছেন? পিয়া নিউজ ১৮ বাংলাকে জানান " ওদের নতুন জীবনের পথ চলা আরও ভাল হোক, শুভ হোক। অনেক শুভেচ্ছা রইল।"
কিন্তু তাঁদের বিয়ে নিয়ে অনুপমের প্রাক্তন পিয়া চক্রবর্তী কী ভাবছেন? পিয়া নিউজ ১৮ বাংলাকে জানান " ওদের নতুন জীবনের পথ চলা আরও ভাল হোক, শুভ হোক। অনেক শুভেচ্ছা রইল।"
advertisement
7/7
অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী মাস কয়েক আগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সেরেছেন বিয়ে। এবার কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে প্রস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অনুুপম।
অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী মাস কয়েক আগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সেরেছেন বিয়ে। এবার কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে প্রস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অনুুপম।
advertisement
advertisement
advertisement