♦ ২০১৫ সালে ইতালিতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী সুরভিন চাওলা ও ব্যবসায়ী অক্ষয় ঠাক্কর। কিন্তু কাকা-পক্ষীও জানতে পারেনি ‘হেট স্টোরি’খ্যাত এই তারকার বিয়ের কথা। ছবি: ইনস্টাগ্রাম ৷
2/ 6
♦ বেশ কয়েক মাস পর তাঁর যে বিয়ে হয়ে গিয়েছে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন অভিনেত্রী ৷ কিন্তু বিয়েটা লুকানো গেলেও, মাতৃত্ব যায় না। ছবি: ইনস্টাগ্রাম ৷
3/ 6
♦ আর ঠিক এমনটিই ঘটেছিল। পরিবারে নতুন অতিথি আসার সুসংবাদ লুকিয়ে রাখেননি সুরভিন। ছবি: ইনস্টাগ্রাম ৷
4/ 6
♦ এ বার হয়ে গেল সুরভিনের বেবি শাওয়ার বা সাধের অনুষ্ঠান ৷ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছেন নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
5/ 6
♦ সেই অনুষ্ঠানে ম্যাঙ্গো রঙের শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছিলেন সুরভিন ৷ সেই সঙ্গে পরেছিলেন জমকালো গয়না ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
6/ 6
♦ সাধের ছবি পোস্ট করে সুরভিন লিখেছেন, ‘‘ছোট্ট পরীর জন্য সাধের অনুষ্ঠান ৷ খুব খুব খুব বিশেষ এবং বড় ধন্যবাদ সেই সকল সুন্দর মানুষজনের জন্য, যাঁরা এই সন্ধেটা স্মরণীয় করে রাখল ৷’’ছবি: ইনস্টাগ্রাম ৷