Smart Didi Nandini and Sabitri Chatterjee: সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে একই সিনেমায় নন্দিনী! স্মার্ট দিদির ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়

Last Updated:
স্যোশাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ নন্দিনী। নানা সময় তিনি নানা চমক দিয়ে থাকেন। আর এবারের চমকটাও বিরাট। এবার তিনি পা রাখলেন অভিনয় জগতে, আর শুরতেই  স্ক্রিন শেয়ার করে নেন সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে।
1/7
স্যোশাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ নন্দিনী। মহামারির সময় বাবাকে সাহায্য করার জন্য চাকরি ছেড়ে বাবার পাইস হোটেলের যোগ দেন। তারপরের গল্পটা সকলেই জানা। নানা সময় তিনি নানা চমক দিয়ে থাকেন। আর এবারের চমকটা বিরাট বড়। এবার তিনি  পা রাখলেন অভিনয় জগতে, আর শুরতেই  স্ক্রিন শেয়ার করে নেন সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে। (ছবি সৌজন্যে- রাজ সাহা)
স্যোশাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ নন্দিনী। মহামারির সময় বাবাকে সাহায্য করার জন্য চাকরি ছেড়ে বাবার পাইস হোটেলের যোগ দেন। তারপরের গল্পটা সকলেই জানা। নানা সময় তিনি নানা চমক দিয়ে থাকেন। আর এবারের চমকটা বিরাট বড়। এবার তিনি  পা রাখলেন অভিনয় জগতে, আর শুরতেই  স্ক্রিন শেয়ার করে নেন সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে। (ছবি সৌজন্যে- রাজ সাহা)
advertisement
2/7
শোনা গিয়েছে এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি। চলতি বছরেই প্রেমিকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়বেন। আর এবার তাঁর একটি ভিডিও দেখে বহু অনুরাগীর ধারণা তিনি সিনেমা কাজ করতে চলেছেন। 
শোনা গিয়েছে এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি। চলতি বছরেই প্রেমিকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়বেন। আর এবার তাঁর একটি ভিডিও দেখে বহু অনুরাগীর ধারণা তিনি সিনেমা কাজ করতে চলেছেন। 
advertisement
3/7
নন্দিনী ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। তারপর বেঙ্গালুরুতে চাকরিও করেছেন। কিন্তু সব ছেড়ে তিনি বাবার পাশে দাঁড়ান। তার কয়েক মাসের মধ্যেই তাঁর ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। তারপর থেকে নন্দিনীর পাইস হোটেলে রোজই লেগে থাকত ইউটিউবারদের ভিড়।
নন্দিনী ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। তারপর বেঙ্গালুরুতে চাকরিও করেছেন। কিন্তু সব ছেড়ে তিনি বাবার পাশে দাঁড়ান। তার কয়েক মাসের মধ্যেই তাঁর ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। তারপর থেকে নন্দিনীর পাইস হোটেলে রোজই লেগে থাকত ইউটিউবারদের ভিড়।
advertisement
4/7
তাঁকে নিয়ে নানা জনের নানা মত। অনেকেই তাঁকে খুবই পছন্দ করেন, আবার অনেকে তাঁকে নিয়ে নানা বিরূপ মন্তব্যও করে থাকেন। কিন্তু এত কিছুর মধ্যেও তাঁর জনপ্রিয়তা অটুট।
তাঁকে নিয়ে নানা জনের নানা মত। অনেকেই তাঁকে খুবই পছন্দ করেন, আবার অনেকে তাঁকে নিয়ে নানা বিরূপ মন্তব্যও করে থাকেন। কিন্তু এত কিছুর মধ্যেও তাঁর জনপ্রিয়তা অটুট।
advertisement
5/7
ভাইরাল নন্দিনী কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি তাঁর হোটেলের নতুন দুটি শাখা খুলতে চলেছনে একটি সাউথ কলকাতায় আরেকটি নিউ টাউনে। পাশাপাশি চলতি বছরেই বিয়ে সারবেন প্রেমিকের সঙ্গে।
ভাইরাল নন্দিনী কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি তাঁর হোটেলের নতুন দুটি শাখা খুলতে চলেছনে একটি সাউথ কলকাতায় আরেকটি নিউ টাউনে। পাশাপাশি চলতি বছরেই বিয়ে সারবেন প্রেমিকের সঙ্গে।
advertisement
6/7
তবে এখানেই চমকের শেষ না, তিনি একটি ইনস্টাগ্রাম লাইভে এসে জানান, এবার তিনি আসছেন নিলাক্ষী রূপে। নিলাক্ষী লিখতে ভালবাসে। সত্যিটাকে তুলে ধরতে ভালবাসে নিজের লেখায়। তার সঙ্গে ব্যোমকেশের অজিত ও ফেলুদার জটায়ুরও তুলনা করেন।
তবে এখানেই চমকের শেষ না, তিনি একটি ইনস্টাগ্রাম লাইভে এসে জানান, এবার তিনি আসছেন নিলাক্ষী রূপে। নিলাক্ষী লিখতে ভালবাসে। সত্যিটাকে তুলে ধরতে ভালবাসে নিজের লেখায়। তার সঙ্গে ব্যোমকেশের অজিত ও ফেলুদার জটায়ুরও তুলনা করেন।
advertisement
7/7
আর এবার তাঁকে সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁদের স্ক্রিন শেয়ারের সেই মুহুর্তকে ফ্রেমবন্দি করেছেন রাজ সাহা। তিনি তা শেয়ারও করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।
আর এবার তাঁকে সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁদের স্ক্রিন শেয়ারের সেই মুহুর্তকে ফ্রেমবন্দি করেছেন রাজ সাহা। তিনি তা শেয়ারও করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।
advertisement
advertisement
advertisement