Smart Didi Nandini and Sabitri Chatterjee: সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে একই সিনেমায় নন্দিনী! স্মার্ট দিদির ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
স্যোশাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ নন্দিনী। নানা সময় তিনি নানা চমক দিয়ে থাকেন। আর এবারের চমকটাও বিরাট। এবার তিনি পা রাখলেন অভিনয় জগতে, আর শুরতেই স্ক্রিন শেয়ার করে নেন সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে।
স্যোশাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ নন্দিনী। মহামারির সময় বাবাকে সাহায্য করার জন্য চাকরি ছেড়ে বাবার পাইস হোটেলের যোগ দেন। তারপরের গল্পটা সকলেই জানা। নানা সময় তিনি নানা চমক দিয়ে থাকেন। আর এবারের চমকটা বিরাট বড়। এবার তিনি পা রাখলেন অভিনয় জগতে, আর শুরতেই স্ক্রিন শেয়ার করে নেন সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে। (ছবি সৌজন্যে- রাজ সাহা)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement