সবাই 'পাঠান'-এর ওটিটি রিলিজের তারিখের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল এবং তেলেগুতে ভাষায়। আগামী এপ্রিলের ২৫ অ্যামাজন প্রাইমে দেখা যাবে 'পাঠান'। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এক সাক্ষাৎকারে জানান 'পাঠান' ছবির একটি সিন সেন্সরের কারণে বড়পর্দায় রিলিজের সময় মুছে ফেলা হয়। সেই দৃশ্যটি ওটিটিতে দেখা যাবে।
গোটা সিনেমাজুড়ে এক মুহূর্ত চোখের পলক ফেলতে দেননি বাদশা৷ দেশের সিক্রেট এজেন্ট পাঠান (শাহরুখ খান)। অ্যাকশন ছবির হিরো যেমন হন পাঠানও তিনি৷ তাঁর অভিধানে ব্যর্থতা শব্দটি নেই৷ কঠিন থেকে কঠিনতর মিশনও তাঁর কাছে তুচ্ছ৷ রুবিনা (দীপিকা পাড়ুকোন) শত্রুপক্ষের গুপ্তচর। 'বেশরম রং' গান দিয়েই তাঁর ছবিতে এন্ট্রি৷
শাহরুখের ছবিতে মার্ভেলের ধাঁচে তৈরি হয়েছে ‘স্পাই ইউনিভার্স’। কোথাও যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে হলিউড, বলিউড৷ চোখ ধাঁধানো লোকেশন দেখতে দেখতে হঠাৎই লেগে যাবে অ্যাকশনের ঝটকা৷ যেই অ্যাকশনে পিছপা হননি বাকিরাও৷ শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম৷ নিজ নিজ চরিত্রে মুগ্ধ করেছেন আশুতোষ রানা, ডিম্পল কপাডিয়া৷