Pathaan OTT Release: ওটিটিতে আসছে পাঠান, প্রকাশ্যে এল তারিখ! পর্দার মুছে ফেলা দৃশ্যও দেখতে পাবেন দর্শক

Last Updated:
আগামী ২৫ এপ্রিল অ্যামাজন প্রাইমে দেখা যাবে 'পাঠান'।
1/8
বক্স অফিসে অপ্রতিরোধ্য 'পাঠান'৷ ইতিমধ্যেই 'সুপারহিট' তকমা এসেছে। হাজার কোটির ক্লাবের সদস্য 'পাঠান'। এ বার নয়া দৌড় শুরু হবে শাহরুখ খানের এই অ্যাকশন থ্রিলারের। খুব শীঘ্রই ওটিটিতে আসছে এই ছবি৷
বক্স অফিসে অপ্রতিরোধ্য 'পাঠান'৷ ইতিমধ্যেই 'সুপারহিট' তকমা এসেছে। হাজার কোটির ক্লাবের সদস্য 'পাঠান'। এ বার নয়া দৌড় শুরু হবে শাহরুখ খানের এই অ্যাকশন থ্রিলারের। খুব শীঘ্রই ওটিটিতে আসছে এই ছবি৷
advertisement
2/8
সমস্ত রেকর্ড ভেঙেচুরে গোটা বিশ্বে 'পাঠান' ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যে! এটিই প্রথম কোনও হিন্দি ছবি যে মুক্তির প্রথম কিস্তিতেই ১০০০ কোটির গণ্ডি পার করে ফেলল।শাহরুখ আবার প্রমাণ করলেন, 'বাদশা'র মসনদ আজও তাঁরই।
সমস্ত রেকর্ড ভেঙেচুরে গোটা বিশ্বে 'পাঠান' ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যে! এটিই প্রথম কোনও হিন্দি ছবি যে মুক্তির প্রথম কিস্তিতেই ১০০০ কোটির গণ্ডি পার করে ফেলল।শাহরুখ আবার প্রমাণ করলেন, 'বাদশা'র মসনদ আজও তাঁরই।
advertisement
3/8
গত বছরে আমির খান-অক্ষয় কুমারদের মতো প্রথম সারির তারকাদের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এমন অবস্থায় শাহরুখের 'পাঠান' নতুন আশার আলো দেখিয়েছে।
গত বছরে আমির খান-অক্ষয় কুমারদের মতো প্রথম সারির তারকাদের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এমন অবস্থায় শাহরুখের 'পাঠান' নতুন আশার আলো দেখিয়েছে।
advertisement
4/8
 সবাই 'পাঠান'-এর ওটিটি রিলিজের তারিখের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল এবং তেলেগুতে ভাষায়। আগামী এপ্রিলের ২৫ অ্যামাজন প্রাইমে দেখা যাবে 'পাঠান'। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এক সাক্ষাৎকারে জানান 'পাঠান' ছবির একটি সিন সেন্সরের কারণে বড়পর্দায় রিলিজের সময় মুছে ফেলা হয়। সেই দৃশ্যটি ওটিটিতে দেখা যাবে।
সবাই 'পাঠান'-এর ওটিটি রিলিজের তারিখের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল এবং তেলেগুতে ভাষায়। আগামী এপ্রিলের ২৫ অ্যামাজন প্রাইমে দেখা যাবে 'পাঠান'। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এক সাক্ষাৎকারে জানান 'পাঠান' ছবির একটি সিন সেন্সরের কারণে বড়পর্দায় রিলিজের সময় মুছে ফেলা হয়। সেই দৃশ্যটি ওটিটিতে দেখা যাবে।
advertisement
5/8
গোটা সিনেমাজুড়ে এক মুহূর্ত চোখের পলক ফেলতে দেননি বাদশা৷ দেশের  সিক্রেট এজেন্ট পাঠান (শাহরুখ খান)। অ্যাকশন ছবির হিরো যেমন হন পাঠানও তিনি৷ তাঁর অভিধানে ব্যর্থতা শব্দটি নেই৷ কঠিন থেকে কঠিনতর মিশনও তাঁর কাছে তুচ্ছ৷  রুবিনা (দীপিকা পাড়ুকোন) শত্রুপক্ষের গুপ্তচর। 'বেশরম রং' গান দিয়েই তাঁর ছবিতে এন্ট্রি৷
গোটা সিনেমাজুড়ে এক মুহূর্ত চোখের পলক ফেলতে দেননি বাদশা৷ দেশের সিক্রেট এজেন্ট পাঠান (শাহরুখ খান)। অ্যাকশন ছবির হিরো যেমন হন পাঠানও তিনি৷ তাঁর অভিধানে ব্যর্থতা শব্দটি নেই৷ কঠিন থেকে কঠিনতর মিশনও তাঁর কাছে তুচ্ছ৷ রুবিনা (দীপিকা পাড়ুকোন) শত্রুপক্ষের গুপ্তচর। 'বেশরম রং' গান দিয়েই তাঁর ছবিতে এন্ট্রি৷
advertisement
6/8
এরপর লড়াই, পাল্টা লড়াই, বিশ্বাস-বিশ্বাসঘাতকতা, প্রতিবন্ধকতা, দেশের জন্য চরমতম বলিদানের মধ্য দিয়ে গল্প এগিয়েছে৷ ছবিতে এসেছে বর্তমান বিশ্বের কঠিনতম অসুখের রূপক৷ খলনায়ক হিসাবে এন্ট্রি নিলেও জন আব্রাহাম কখনও হয়েছেন ভিলেন, কখনও ট্রাজিক হিরো৷ আর যাঁর কথা না বললেই নয়, তিনি সলমন৷
এরপর লড়াই, পাল্টা লড়াই, বিশ্বাস-বিশ্বাসঘাতকতা, প্রতিবন্ধকতা, দেশের জন্য চরমতম বলিদানের মধ্য দিয়ে গল্প এগিয়েছে৷ ছবিতে এসেছে বর্তমান বিশ্বের কঠিনতম অসুখের রূপক৷ খলনায়ক হিসাবে এন্ট্রি নিলেও জন আব্রাহাম কখনও হয়েছেন ভিলেন, কখনও ট্রাজিক হিরো৷ আর যাঁর কথা না বললেই নয়, তিনি সলমন৷
advertisement
7/8
শাহরুখের ছবিতে মার্ভেলের ধাঁচে তৈরি হয়েছে ‘স্পাই ইউনিভার্স’। কোথাও যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে হলিউড, বলিউড৷ চোখ ধাঁধানো লোকেশন দেখতে দেখতে হঠাৎই লেগে যাবে অ্যাকশনের ঝটকা৷ যেই অ্যাকশনে পিছপা হননি বাকিরাও৷ শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম৷ নিজ নিজ চরিত্রে মুগ্ধ করেছেন আশুতোষ রানা, ডিম্পল কপাডিয়া৷
শাহরুখের ছবিতে মার্ভেলের ধাঁচে তৈরি হয়েছে ‘স্পাই ইউনিভার্স’। কোথাও যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে হলিউড, বলিউড৷ চোখ ধাঁধানো লোকেশন দেখতে দেখতে হঠাৎই লেগে যাবে অ্যাকশনের ঝটকা৷ যেই অ্যাকশনে পিছপা হননি বাকিরাও৷ শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম৷ নিজ নিজ চরিত্রে মুগ্ধ করেছেন আশুতোষ রানা, ডিম্পল কপাডিয়া৷
advertisement
8/8
ছবিতে একটাই গান, ‘বেশরম রং’। এই গানেই আছে দীপিকার সেই বিতর্কিত গেরুয়া বিকিনি। পরের আরও এক গুরুত্বপূর্ণ, বলা যেতে পারে ক্লাইম্যাক্স দৃশ্যেও তাঁর পরনে কিন্তু সেটিই৷ গোটা সিনেমা জুড়ে আদ্যন্ত মোহময়ী দীপিকাকে দেখে মুগ্ধ হবেন দর্শক৷
ছবিতে একটাই গান, ‘বেশরম রং’। এই গানেই আছে দীপিকার সেই বিতর্কিত গেরুয়া বিকিনি। পরের আরও এক গুরুত্বপূর্ণ, বলা যেতে পারে ক্লাইম্যাক্স দৃশ্যেও তাঁর পরনে কিন্তু সেটিই৷ গোটা সিনেমা জুড়ে আদ্যন্ত মোহময়ী দীপিকাকে দেখে মুগ্ধ হবেন দর্শক৷
advertisement
advertisement
advertisement