হলিউডের সবচেয়ে বড় রাত, পুরস্কারের আসর (Oscars 2022)। অনুষ্ঠিত হল অস্কার ২০২২। এই চোখ ধাঁধানো রাতে কোন সেলেব ফ্যাশনের জাদু চালালেন? কার পোশাক সেভাবে দাগ কাটল না? দেখুন অস্কারের মঞ্চে সেরা সাজলেন যাঁরা... (Oscars 2022) জেন্ডেয়া সেজেছেন মাইসন ভেলেন্টিনোর পোশাকে। (Oscars 2022) নিকোল কিডম্যান হাল্কা নীলে সেজেছেন আর্মনাই প্রাইভ গাউনে। জেনিফার গার্নার সেজেছেন ব্রান্ডন ম্যাক্সওয়েল ড্রেসে। পরেছেন লাল গাউন। মেগান থি পরেছেন ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তার সেক্সি স্লিনকি গাউন। ক্রিস্টেন ডানসট ক্রিস্টিয়ান ল্যাকরোইক্সের তৈরি রাফলড ড্রেস পরেছেন। গুচির স্পার্কি গাউন পরেছেন জেসিকা চ্যাস্টন। গুচির প্লিটেড পিঙ্ক ড্রেস পরেছেন সেরেনা উইলিয়ামস। মাইকেল করসের শিমারি সেক্সি গাউন পরেছেন ভেনেসা হাডজেন। সোনালি প্রাডা ড্রেস পরেছেন লুপিটা নিঙ্গো। হলুদ পামেলা রোল্যান্ড গাউন পরেছেন জুলিয়েন হাগ। ভ্যালেন্তিনো এনসেম্বলের লাল ড্রেস পরেছেন আরিয়ানা ডি বোস।